কিট সংকটে বন্ধ ৩ জেলার নমনুা সংগ্রহ

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা পরীক্ষার কিট সঙ্কটে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার করোনা টেস্ট বন্ধ হয়ে গেছ। যার ফলে ১৫ শত থেকে ২ হাজার নমুনা নষ্ট হয়ে যাচ্ছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ সূত্র জানায়, এ কলেজের সপ্তাহে ৩ হাজার কিটের দরকার। এখানে দুই শিফটে প্রতিদিন ৩শত টেস্ট করা সম্ভব। কিন্তু কিট সঙ্কটের কারণে তা করা যাচ্ছে না।

গত শনিবার সামান্য টেস্ট করা হয়েছে কিন্তু রবিবার থেকে টেষ্ট বন্ধ থাকায় এ তিন জেলার করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের হয়রানির শিকার হচ্ছে।

কোন কোন নমুনা সংগ্রহ কেন্দ্রে রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার ও করা হচ্ছে। এদিকে জেলা স্বাচিপ সভাপতি ফজলে এলাহী খান জানায় তারা রবিবার রাত ১১টা পর্যন্ত দেন দরবার করেও কিট পায়নি। জেলা সভিল সার্জন জানায় কিটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আয়েশা নোয়াখালীর কিট সঙ্কটের কথা স্বীকার করে বলেন, বিশেষ কারনে নোয়াখালীতে কিট পৌঁছেনি। আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ১ সপ্তাহ ধরে কিট সঙ্কট রয়েছে তবে রবিবার থেকে একেবারেই বন্ধ রয়েছে। এদিকে টেস্ট বন্ধ থাকায় এ তিনটি জেলায় নমুনা সংগ্রহ কেন্দ্রে রোগীদের ভিড় থাকলে ও নমুনা সংগ্রহ কেন্দ্রে রোগীদের ভিড় থাকলে ও নমুনা সংগ্রহ করা হচ্ছে না।

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ৯ আষাঢ় ১৪২৭, ১ জিলকদ ১৪৪১

নোয়াখালী মেডিকেল কলেজ

কিট সংকটে বন্ধ ৩ জেলার নমনুা সংগ্রহ

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা পরীক্ষার কিট সঙ্কটে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার করোনা টেস্ট বন্ধ হয়ে গেছ। যার ফলে ১৫ শত থেকে ২ হাজার নমুনা নষ্ট হয়ে যাচ্ছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ সূত্র জানায়, এ কলেজের সপ্তাহে ৩ হাজার কিটের দরকার। এখানে দুই শিফটে প্রতিদিন ৩শত টেস্ট করা সম্ভব। কিন্তু কিট সঙ্কটের কারণে তা করা যাচ্ছে না।

গত শনিবার সামান্য টেস্ট করা হয়েছে কিন্তু রবিবার থেকে টেষ্ট বন্ধ থাকায় এ তিন জেলার করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের হয়রানির শিকার হচ্ছে।

কোন কোন নমুনা সংগ্রহ কেন্দ্রে রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার ও করা হচ্ছে। এদিকে জেলা স্বাচিপ সভাপতি ফজলে এলাহী খান জানায় তারা রবিবার রাত ১১টা পর্যন্ত দেন দরবার করেও কিট পায়নি। জেলা সভিল সার্জন জানায় কিটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আয়েশা নোয়াখালীর কিট সঙ্কটের কথা স্বীকার করে বলেন, বিশেষ কারনে নোয়াখালীতে কিট পৌঁছেনি। আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ১ সপ্তাহ ধরে কিট সঙ্কট রয়েছে তবে রবিবার থেকে একেবারেই বন্ধ রয়েছে। এদিকে টেস্ট বন্ধ থাকায় এ তিনটি জেলায় নমুনা সংগ্রহ কেন্দ্রে রোগীদের ভিড় থাকলে ও নমুনা সংগ্রহ কেন্দ্রে রোগীদের ভিড় থাকলে ও নমুনা সংগ্রহ করা হচ্ছে না।