বাজারে রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও উন্মুক্ত করল রিয়েলমি

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ২১ জুন একটি অনলাইন প্রোগ্রামের মাধ্যমে নতুন স্মার্টফোন রিয়েলমি সিক্স আই এবং এআইওটি অডিও ডিভাইস রিয়েলমি বাডস এয়ার নিও বাজারে উন্মুক্ত করেছে।

রিয়েলমি সিক্স আই-তে রয়েছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৮০ চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা, ১৮ ওয়াটের কুইক চার্জ এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অনলাইনে এবং স্মার্টফোন স্টোরে ১৬, ৯৯০ টাকায় স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি, রিয়েলমির ট্রেন্ডসেটার প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রাহকরা জিতে নিতে পারেন রিয়েলমি সিক্স আই! স্মার্টফোনটির বাজারজাত উপলক্ষে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, ‘বাংলাদেশে শক্তিশালী জি৮০ চিপসেটের স্মার্টফোন রিয়েলমি সিক্স আই এর পাশাপাশি আমাদের প্রথম অডিও স্মার্ট এআইওটি ডিভাইস বাডস এয়ার নিও আনতে পেরে আমরা আনন্দিত। ’

রিয়েলমি সিক্স আই: রিয়েলমি সিক্স আই-তে মিডিয়াটেকের হেলিও জি৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর অক্টা-কোর প্রসেসরে ২.০ গিগাহার্টজ গতিতে কাজ করার পাশাপাশি মালি-জি৫২ জিপিইউ দিবে ৯৫০ মেগাহার্টজের বুস্ট যা গেমিং এ দেবে ভালো পারফরম্যান্স। ফোনটির এআই কোয়াড ক্যামেরা সেটআপে আছে ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ১১৯ ডিগ্রী আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের সাদা-কালো পোর্ট্রেট লেন্স এবং ৪ সেমি ম্যাক্রো লেন্স। এতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট যা ১৮ ওয়াটের কুইক এবং রিভার্স চার্জিং এর সুবিধা। ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট রমে মিল্ক হোয়াইট এবং গ্রীন টি এই দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

রিয়েলমি বাডস এয়ার নিও: রিয়েলমি বাডস এয়ার নিও-তে ব্যবহার করা হয়েছে আর ওয়ান অডিও চিপসেট। এতে রয়েছে ১১৯.২ মিলিসেকেন্ডের সুপার লো ল্যাটেন্সি। এতে একবার চার্জে টানা ৩ ঘণ্টা গান শোনা যাবে আর চার্জিং কেসের ব্যবহারে গান শোনার সময় বেড়ে দাঁড়াবে ১৭ ঘন্টায়। রিয়েলমি বাডস এয়ার নিও শিগগিরই বাজারে পাওয়া যাবে। রিয়েলমি’র ট্রেন্ডসেটিং কন্টেস্টে গুগলে ‘realme 6i’ সার্চ করে এর সবচেয়ে পছন্দের ফিচারটির স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশটটি নিজের ফেসবুক ওয়াল এবং রিয়েলমি বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক কমিউনিটিতে হ্যাশট্যাগ হিসেবে #UnleashthePower ব্যবহার করে পোস্ট করতে হবে। শেয়ার করা পোস্টে সবচেয়ে বেশি লাইক ও শেয়ারের ভিত্তিতে একটি লাকি ড্র অনুষ্ঠিত হবে, বিজয়ী জিতবেন রিয়েলমি সিক্স আই। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ৯ আষাঢ় ১৪২৭, ১ জিলকদ ১৪৪১

বাজারে রিয়েলমি সিক্স আই ও বাডস এয়ার নিও উন্মুক্ত করল রিয়েলমি

image

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ২১ জুন একটি অনলাইন প্রোগ্রামের মাধ্যমে নতুন স্মার্টফোন রিয়েলমি সিক্স আই এবং এআইওটি অডিও ডিভাইস রিয়েলমি বাডস এয়ার নিও বাজারে উন্মুক্ত করেছে।

রিয়েলমি সিক্স আই-তে রয়েছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৮০ চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা, ১৮ ওয়াটের কুইক চার্জ এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অনলাইনে এবং স্মার্টফোন স্টোরে ১৬, ৯৯০ টাকায় স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি, রিয়েলমির ট্রেন্ডসেটার প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রাহকরা জিতে নিতে পারেন রিয়েলমি সিক্স আই! স্মার্টফোনটির বাজারজাত উপলক্ষে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, ‘বাংলাদেশে শক্তিশালী জি৮০ চিপসেটের স্মার্টফোন রিয়েলমি সিক্স আই এর পাশাপাশি আমাদের প্রথম অডিও স্মার্ট এআইওটি ডিভাইস বাডস এয়ার নিও আনতে পেরে আমরা আনন্দিত। ’

রিয়েলমি সিক্স আই: রিয়েলমি সিক্স আই-তে মিডিয়াটেকের হেলিও জি৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর অক্টা-কোর প্রসেসরে ২.০ গিগাহার্টজ গতিতে কাজ করার পাশাপাশি মালি-জি৫২ জিপিইউ দিবে ৯৫০ মেগাহার্টজের বুস্ট যা গেমিং এ দেবে ভালো পারফরম্যান্স। ফোনটির এআই কোয়াড ক্যামেরা সেটআপে আছে ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ১১৯ ডিগ্রী আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের সাদা-কালো পোর্ট্রেট লেন্স এবং ৪ সেমি ম্যাক্রো লেন্স। এতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট যা ১৮ ওয়াটের কুইক এবং রিভার্স চার্জিং এর সুবিধা। ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট রমে মিল্ক হোয়াইট এবং গ্রীন টি এই দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

রিয়েলমি বাডস এয়ার নিও: রিয়েলমি বাডস এয়ার নিও-তে ব্যবহার করা হয়েছে আর ওয়ান অডিও চিপসেট। এতে রয়েছে ১১৯.২ মিলিসেকেন্ডের সুপার লো ল্যাটেন্সি। এতে একবার চার্জে টানা ৩ ঘণ্টা গান শোনা যাবে আর চার্জিং কেসের ব্যবহারে গান শোনার সময় বেড়ে দাঁড়াবে ১৭ ঘন্টায়। রিয়েলমি বাডস এয়ার নিও শিগগিরই বাজারে পাওয়া যাবে। রিয়েলমি’র ট্রেন্ডসেটিং কন্টেস্টে গুগলে ‘realme 6i’ সার্চ করে এর সবচেয়ে পছন্দের ফিচারটির স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশটটি নিজের ফেসবুক ওয়াল এবং রিয়েলমি বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক কমিউনিটিতে হ্যাশট্যাগ হিসেবে #UnleashthePower ব্যবহার করে পোস্ট করতে হবে। শেয়ার করা পোস্টে সবচেয়ে বেশি লাইক ও শেয়ারের ভিত্তিতে একটি লাকি ড্র অনুষ্ঠিত হবে, বিজয়ী জিতবেন রিয়েলমি সিক্স আই। সংবাদ বিজ্ঞপ্তি।