বাজারে গ্যালাক্সি এম সিরিজ নতুন স্মার্টফোন

২০১৯ সালে দেশের বাজারে উন্মোচনের পর থেকেই তরুণদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে গ্যালাক্সি এম সিরিজ। এই ধারাবাহিকতায় ২০১৯ সালে গ্যালাক্সি এম১০, এম২০, এম৪০, এম৩০এস এবং চলতি বছরে গ্যালাক্সি এম৩১ বাজারে এনেছে স্যামসাং বাংলাদেশ। শিগগিরই দেশের বাজারে নতুন গ্যালাক্সি এম১১ উন্মোচনের পরিকল্পনা করছে স্যামসাং। মূলত গ্যালাক্সি এম১০-এর উত্তরসূরি হিসেবেই আসতে যাচ্ছে গ্যালাক্সি এম১১।

গত বছর ১১, ৯৯৯ টাকা দামে গ্যালাক্সি এম১০ (২জিবি+১৬জিবি) বাজারে নিয়ে এসেছিলো স্যামসাং বাংলাদেশ, আর তাই গ্যালাক্সি এম১১-এর দামও এর আশেপাশে হবে বলেই ধারণা করা হচ্ছে। ৬.৪ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি-ও ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ট্রিপল ক্যামেরার গ্যালাক্সি এম১১ ডিভাইসটি ইতিমধ্যে ভারতে উন্মোচিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ৯ আষাঢ় ১৪২৭, ১ জিলকদ ১৪৪১

বাজারে গ্যালাক্সি এম সিরিজ নতুন স্মার্টফোন

image

২০১৯ সালে দেশের বাজারে উন্মোচনের পর থেকেই তরুণদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে গ্যালাক্সি এম সিরিজ। এই ধারাবাহিকতায় ২০১৯ সালে গ্যালাক্সি এম১০, এম২০, এম৪০, এম৩০এস এবং চলতি বছরে গ্যালাক্সি এম৩১ বাজারে এনেছে স্যামসাং বাংলাদেশ। শিগগিরই দেশের বাজারে নতুন গ্যালাক্সি এম১১ উন্মোচনের পরিকল্পনা করছে স্যামসাং। মূলত গ্যালাক্সি এম১০-এর উত্তরসূরি হিসেবেই আসতে যাচ্ছে গ্যালাক্সি এম১১।

গত বছর ১১, ৯৯৯ টাকা দামে গ্যালাক্সি এম১০ (২জিবি+১৬জিবি) বাজারে নিয়ে এসেছিলো স্যামসাং বাংলাদেশ, আর তাই গ্যালাক্সি এম১১-এর দামও এর আশেপাশে হবে বলেই ধারণা করা হচ্ছে। ৬.৪ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি-ও ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ট্রিপল ক্যামেরার গ্যালাক্সি এম১১ ডিভাইসটি ইতিমধ্যে ভারতে উন্মোচিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।