করোনা উপসর্গে মুক্তিযোদ্ধাসহ মৃত ৭

কুমিল্লা

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছে এক নারীসহ ৬ জন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জন, করোনা ওয়ার্ডে একজন এবং অপর একজন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া এসব তথ্য জানান। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- নগরীর ঠাকুরপাড়া এলাকার পুস্পা রানী মজুমদার (৬৫), সদর উপজেলার দুর্গাপুর এলাকার আবদুল মান্নান (৯৬), ব্রাহ্মণপাড়া উপজেলার আব্দুল আজিজ (৩৪) ও দেবিদ্বার উপজেলার মনিরুল ইসলাম (৭০)। এছাড়া চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের সিরাজুল ইসলাম (৮৫) এবং হাজীগঞ্জ উপজেলার অরুন চন্দ্র (৮০)। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ৪৭ জন, করোনা ওয়ার্ডে ৬৪ জন এবং আইসিইউতে ১০ জনসহ ১২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন (৭৪) এর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহরের পশ্চিমচাদকাঠি এলাকার বাসিন্দা ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জেল হোসেন গত ৪-৫ দিন যাবত জ্বর, গলা ব্যথা ও নিউমোনিয়ায় ভুগছিলেন বলে তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জানায়। এদিকে জেলায় সোমবার দুপুর পর্যন্ত ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঝালকাঠি সদরে ৫৫ জন, নলছিটি উপজেলায় ৪৫ জন, রাজাপুর উপজেলায় ৩৩ জন এবং কাঠালিয়া উপজেলায় ২০ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, এ পর্যন্ত মারা গেছেন ৬ জন । কিন্তু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২২ জন।

বুধবার, ২৪ জুন ২০২০ , ১০ আষাঢ় ১৪২৭, ২ জিলকদ ১৪৪১

করোনা উপসর্গে মুক্তিযোদ্ধাসহ মৃত ৭

কুমিল্লা

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছে এক নারীসহ ৬ জন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জন, করোনা ওয়ার্ডে একজন এবং অপর একজন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া এসব তথ্য জানান। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- নগরীর ঠাকুরপাড়া এলাকার পুস্পা রানী মজুমদার (৬৫), সদর উপজেলার দুর্গাপুর এলাকার আবদুল মান্নান (৯৬), ব্রাহ্মণপাড়া উপজেলার আব্দুল আজিজ (৩৪) ও দেবিদ্বার উপজেলার মনিরুল ইসলাম (৭০)। এছাড়া চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের সিরাজুল ইসলাম (৮৫) এবং হাজীগঞ্জ উপজেলার অরুন চন্দ্র (৮০)। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ৪৭ জন, করোনা ওয়ার্ডে ৬৪ জন এবং আইসিইউতে ১০ জনসহ ১২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন (৭৪) এর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহরের পশ্চিমচাদকাঠি এলাকার বাসিন্দা ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জেল হোসেন গত ৪-৫ দিন যাবত জ্বর, গলা ব্যথা ও নিউমোনিয়ায় ভুগছিলেন বলে তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জানায়। এদিকে জেলায় সোমবার দুপুর পর্যন্ত ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঝালকাঠি সদরে ৫৫ জন, নলছিটি উপজেলায় ৪৫ জন, রাজাপুর উপজেলায় ৩৩ জন এবং কাঠালিয়া উপজেলায় ২০ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, এ পর্যন্ত মারা গেছেন ৬ জন । কিন্তু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২২ জন।