কিশোরগঞ্জে অর্ধলক্ষাধিক জরিমানা

কিশোরগঞ্জে করোনার বিস্তার রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২০ জনের কাছ থেকে ৫৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন। গত সোমবার জেলা শহরের বিভিন্ন মার্কেট, শপিংমল ও শহরতলিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, জনবহুল জায়গায় ধূমপান করা, ধূমপানের বিজ্ঞাপন প্রচার করা এবং মাস্ক ছাড়া ঘোরাফেরা করার দায়ে এসব জরিমানা আদায় করেছেন। এ সময় বিভিন্ন জনের মাঝে বিনামূল্যে কিছু মাস্ক বিতরণও করা হয়। পুলিশ বিভাগ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। প্রতিদিনই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বুধবার, ২৪ জুন ২০২০ , ১০ আষাঢ় ১৪২৭, ২ জিলকদ ১৪৪১

কিশোরগঞ্জে অর্ধলক্ষাধিক জরিমানা

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনার বিস্তার রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২০ জনের কাছ থেকে ৫৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন। গত সোমবার জেলা শহরের বিভিন্ন মার্কেট, শপিংমল ও শহরতলিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, জনবহুল জায়গায় ধূমপান করা, ধূমপানের বিজ্ঞাপন প্রচার করা এবং মাস্ক ছাড়া ঘোরাফেরা করার দায়ে এসব জরিমানা আদায় করেছেন। এ সময় বিভিন্ন জনের মাঝে বিনামূল্যে কিছু মাস্ক বিতরণও করা হয়। পুলিশ বিভাগ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। প্রতিদিনই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।