সিএমএসডি কে মাস্ক এবং মেডিকেল গগল সরবরাহ করল জেডটিই

টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার টেকনোলজি সেবাদানকারী প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন কোভিড-১৯ যোদ্ধাদের সহায়তা করতে সম্প্রতি সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো কে ২৫ হাজার মাস্ক এবং ৫০০ মেডিকেল গগল সরবরাহ করেছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মন্ত্রণালয়ের সচিব মো. নূর-উর-রহমান, কেন্দ্রীয় মেডিকেল স্টোরস ডিপো এর পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোর্শেদ জামান, জেডটিই বাংলাদেশের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউ এবং অন্যান্য কর্মকর্তারা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জেডটিই বাংলাদেশের সিইও ভিনসেন্ট লিউ বলেন, ‘জেডটিই ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বৈষ্মিক মহামারি কোভিড -১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মাস্ক এবং মেডিকেল গগলস প্রদানের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেডটিই বাংলাদেশের পাশে থাকতে চায়।” সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২৪ জুন ২০২০ , ১০ আষাঢ় ১৪২৭, ২ জিলকদ ১৪৪১

সিএমএসডি কে মাস্ক এবং মেডিকেল গগল সরবরাহ করল জেডটিই

image

টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার টেকনোলজি সেবাদানকারী প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন কোভিড-১৯ যোদ্ধাদের সহায়তা করতে সম্প্রতি সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো কে ২৫ হাজার মাস্ক এবং ৫০০ মেডিকেল গগল সরবরাহ করেছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মন্ত্রণালয়ের সচিব মো. নূর-উর-রহমান, কেন্দ্রীয় মেডিকেল স্টোরস ডিপো এর পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোর্শেদ জামান, জেডটিই বাংলাদেশের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউ এবং অন্যান্য কর্মকর্তারা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জেডটিই বাংলাদেশের সিইও ভিনসেন্ট লিউ বলেন, ‘জেডটিই ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বৈষ্মিক মহামারি কোভিড -১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মাস্ক এবং মেডিকেল গগলস প্রদানের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেডটিই বাংলাদেশের পাশে থাকতে চায়।” সংবাদ বিজ্ঞপ্তি।