এসডিএন প্রযুক্তি সম্প্রসারণে এইচজিসি ও আমরা নেটওয়ার্কের চুক্তি

ফিক্সড লাইন অপারেটর এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামোসহ আইসিটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল কমিউনিকেশন্স লিমিটেড (এইচজিসি) গত ২২ জুন বাংলাদেশের ইন্টারনেট ও অবকাঠামো পরিষেবা প্রদানকারী কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড (আমরা) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। যার মাধ্যমে এসডিএন প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক সুসংহতও সম্প্রসারণ করা হবে।

আমরা’র চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন, “এসডিএন-প্রযুক্তির আবির্ভাবে বাংলাদেশের আইটিতে বড় ধরণের পরিবর্তন হবে; বৈশ্বিক ইন্টারনেট এক্সচেঞ্জসমূহে ও সারাবিশ্বের ডেটা সেন্টারে নিখুঁত সংযোগ নিশ্চিত করার মাধ্যমে হার্ডওয়্যার থেকে শুরু করে সফ্টওয়্যার ভিত্তিক অটোমেশন ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় সেটি হবে। এই উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ”

এইচজিসি’র আন্তর্জাতিক ব্যবসার এসভিপি রবীন্দ্রন মাহালিংগাম বলেন, “এইচজিসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি আমরা’র সঙ্গে সহযোগিতা চুক্তি করতে পেরে খুশি। আমরা আসিয়ান ও দক্ষিণ এশিয়ার ওটিটি অপারেটর ও করপোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা পূরণ করতে গ্রাহককেন্দ্রীক সেবা প্রদানের জন্য আমাদের জোটকে প্রসারিত করবো।”

উল্লেখ্য, সফ্টওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক (এসডিএন) ক্লাউডভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ। এই জোট বাংলাদেশ ও আসিয়ান ভিত্তিক স্থানীয় ও বহুজাতিক গ্রাহকবৃন্দকে এইচজিসি’র ৩০টি পপ যা হংকং, মায়ানমার, সিঙ্গাপুর, লন্ডন, লসএঞ্জেলসে রয়েছে, সেগুলোতে এবং দেশজুড়ে আমরা’র ডেটা সেন্টার ও পপসমূহে সংযুক্ত হওয়ার সুযোগ দেবে। এটি ল্যাটেন্সির নিম্নমুখিতা নিশ্চিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ২৭ জুন ২০২০ , ১৩ আষাঢ় ১৪২৭, ৫ জিলকদ ১৪৪১

এসডিএন প্রযুক্তি সম্প্রসারণে এইচজিসি ও আমরা নেটওয়ার্কের চুক্তি

image

ফিক্সড লাইন অপারেটর এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামোসহ আইসিটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল কমিউনিকেশন্স লিমিটেড (এইচজিসি) গত ২২ জুন বাংলাদেশের ইন্টারনেট ও অবকাঠামো পরিষেবা প্রদানকারী কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড (আমরা) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। যার মাধ্যমে এসডিএন প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক সুসংহতও সম্প্রসারণ করা হবে।

আমরা’র চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন, “এসডিএন-প্রযুক্তির আবির্ভাবে বাংলাদেশের আইটিতে বড় ধরণের পরিবর্তন হবে; বৈশ্বিক ইন্টারনেট এক্সচেঞ্জসমূহে ও সারাবিশ্বের ডেটা সেন্টারে নিখুঁত সংযোগ নিশ্চিত করার মাধ্যমে হার্ডওয়্যার থেকে শুরু করে সফ্টওয়্যার ভিত্তিক অটোমেশন ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় সেটি হবে। এই উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ”

এইচজিসি’র আন্তর্জাতিক ব্যবসার এসভিপি রবীন্দ্রন মাহালিংগাম বলেন, “এইচজিসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি আমরা’র সঙ্গে সহযোগিতা চুক্তি করতে পেরে খুশি। আমরা আসিয়ান ও দক্ষিণ এশিয়ার ওটিটি অপারেটর ও করপোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা পূরণ করতে গ্রাহককেন্দ্রীক সেবা প্রদানের জন্য আমাদের জোটকে প্রসারিত করবো।”

উল্লেখ্য, সফ্টওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক (এসডিএন) ক্লাউডভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ। এই জোট বাংলাদেশ ও আসিয়ান ভিত্তিক স্থানীয় ও বহুজাতিক গ্রাহকবৃন্দকে এইচজিসি’র ৩০টি পপ যা হংকং, মায়ানমার, সিঙ্গাপুর, লন্ডন, লসএঞ্জেলসে রয়েছে, সেগুলোতে এবং দেশজুড়ে আমরা’র ডেটা সেন্টার ও পপসমূহে সংযুক্ত হওয়ার সুযোগ দেবে। এটি ল্যাটেন্সির নিম্নমুখিতা নিশ্চিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি।