৭ জেলায় নতুন শনাক্ত ৯৭

দোহারে ৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ২৩২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ মৃত্যুবরণ করেছে ৩ জন। সুস্থ হয়েছে ১৫৯ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

ভালুকায় ৬

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত ২৪ ঘণ্টায় ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৬ জনের করোনা পজেটিভ ধরা পরেছে। ময়মনসিংহ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এদের কোভিট ১৯ শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৮ জনে।

নবাবগঞ্জে ১১

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে ২৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ নতুন আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪২ জনে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে পাওয়া ১৫৮টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, পাকুন্দিয়ায় ৯ জন, বাজিতপুরে ৬ জন, তাড়াইলে ৩ জন, নিকলীতে ২ জন এবং সদর, হোসেনপুর, করিমগঞ্জ, ইটনা ও অষ্টগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৮ জন পুরনো রোগির নমুনাও পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ১২৯টি নমুনা। তবে শুক্রবার ২৪ জন সুস্থও হয়েছেন। এরা হলেন করিমগঞ্জে ১৬ জন, ইটনায় ৬ জন এবং মিঠামইনে ২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫৬৬ জন। শুক্রবার আইসোলেশনে ছিলেন ৭৬১ জন, আর কোয়ারেনিটেনে ছিলেন ৯৩ জন।

বেগমগঞ্জে ১৩

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত। এ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩৭ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২১ জন। সুস্থ হয়েছেন ৩০৬ জন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে।

বালিয়াকান্দিতে ১১

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বালিয়াকান্দি উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ওই কর্মকর্তাসহ বালিয়াকান্দি সদরে ৩ জন, ইসলামপুর ইউনিয়নে ৪ জন, নারুয়া ইউনিয়নে ২ জন, জামালপুর ইউনিয়নে ১ জন, নবাবপুর ইউনিয়নে ১ জন।

খাগড়াছড়িতে ২৫

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ১৮ পুলিশ ও এক আনসারসহ আরও ২৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২শত ১৩ জন। তবে এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। তিনি জানান, এখন পর্যন্ত ১ হাজার ৭শত ৫৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১৭শ ২৭ জনের।

রবিবার, ২৮ জুন ২০২০ , ১৪ আষাঢ় ১৪২৭, ৬ জিলকদ ১৪৪১

৭ জেলায় নতুন শনাক্ত ৯৭

দোহারে ৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ২৩২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ মৃত্যুবরণ করেছে ৩ জন। সুস্থ হয়েছে ১৫৯ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

ভালুকায় ৬

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত ২৪ ঘণ্টায় ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৬ জনের করোনা পজেটিভ ধরা পরেছে। ময়মনসিংহ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এদের কোভিট ১৯ শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৮ জনে।

নবাবগঞ্জে ১১

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে ২৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ নতুন আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪২ জনে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে পাওয়া ১৫৮টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, পাকুন্দিয়ায় ৯ জন, বাজিতপুরে ৬ জন, তাড়াইলে ৩ জন, নিকলীতে ২ জন এবং সদর, হোসেনপুর, করিমগঞ্জ, ইটনা ও অষ্টগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৮ জন পুরনো রোগির নমুনাও পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ১২৯টি নমুনা। তবে শুক্রবার ২৪ জন সুস্থও হয়েছেন। এরা হলেন করিমগঞ্জে ১৬ জন, ইটনায় ৬ জন এবং মিঠামইনে ২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫৬৬ জন। শুক্রবার আইসোলেশনে ছিলেন ৭৬১ জন, আর কোয়ারেনিটেনে ছিলেন ৯৩ জন।

বেগমগঞ্জে ১৩

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত। এ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩৭ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২১ জন। সুস্থ হয়েছেন ৩০৬ জন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে।

বালিয়াকান্দিতে ১১

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বালিয়াকান্দি উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ওই কর্মকর্তাসহ বালিয়াকান্দি সদরে ৩ জন, ইসলামপুর ইউনিয়নে ৪ জন, নারুয়া ইউনিয়নে ২ জন, জামালপুর ইউনিয়নে ১ জন, নবাবপুর ইউনিয়নে ১ জন।

খাগড়াছড়িতে ২৫

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ১৮ পুলিশ ও এক আনসারসহ আরও ২৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২শত ১৩ জন। তবে এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। তিনি জানান, এখন পর্যন্ত ১ হাজার ৭শত ৫৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১৭শ ২৭ জনের।