চলে গেলেন তরুণ নির্মাতা তৌফিক নওয়াজ আদিত্য

কবি কাদের নেওয়াজ এর নাতি, কবি ফারুক নওয়াজ এর জেষ্ঠ্য পুত্র কবি, লেখক, নির্মাতা তৌফিক নওয়াজ আদিত্য গত রোববার রাতে মারা গেছেন। গত সোমবার তার লাশ দাফন হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পোস্টমর্টেম না হওয়া সত্বেও আত্মহত্যার খবর প্রচার হওয়ায় তার বাবা কবি ফারুখ নওয়াজ দুঃখ প্রকাশ করেছেনে। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। তৌফিক ছিলেন মেধাবী স্বপ্নবাজ এক তরুণ। তিনি একাধারে গুণী নাট্যকার এবং পরিচালক ছিলেন। ভালো ভালো কাজ করার স্বপ্ন দেখতেন নওয়াজ। তাই ভারতে চলচ্চিত্র বিষয় লেখাপড়ার পাশাপাশি বলিউড ফর্মের নাচ শিখেছিলো। এনটিভিতে প্রচারিত তার লেখা জোকার নাটকটি বেশ আলোচিত হয়। তৌফিক আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছিলেন নিরবে নিভৃতে। মাইম শিল্পীদের নিয়ে বাংলাদেশে একজন মূকাভিনয় শিল্পীর টিকে থাকার সংগ্রাম ও সাফল্য নিয়ে নির্মাণ করছিলে ‘আর্টিস্ট’ নামের একটি ফিল্ম। যার ২০% শুটিং বাকি ছিল।

বুধবার, ২৯ জুলাই ২০২০ , ৭ জিলহজ ১৪৪১, ২৯ জুলাই ২০২০

চলে গেলেন তরুণ নির্মাতা তৌফিক নওয়াজ আদিত্য

বিনোদন প্রতিবেদক |

image

কবি কাদের নেওয়াজ এর নাতি, কবি ফারুক নওয়াজ এর জেষ্ঠ্য পুত্র কবি, লেখক, নির্মাতা তৌফিক নওয়াজ আদিত্য গত রোববার রাতে মারা গেছেন। গত সোমবার তার লাশ দাফন হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পোস্টমর্টেম না হওয়া সত্বেও আত্মহত্যার খবর প্রচার হওয়ায় তার বাবা কবি ফারুখ নওয়াজ দুঃখ প্রকাশ করেছেনে। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। তৌফিক ছিলেন মেধাবী স্বপ্নবাজ এক তরুণ। তিনি একাধারে গুণী নাট্যকার এবং পরিচালক ছিলেন। ভালো ভালো কাজ করার স্বপ্ন দেখতেন নওয়াজ। তাই ভারতে চলচ্চিত্র বিষয় লেখাপড়ার পাশাপাশি বলিউড ফর্মের নাচ শিখেছিলো। এনটিভিতে প্রচারিত তার লেখা জোকার নাটকটি বেশ আলোচিত হয়। তৌফিক আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছিলেন নিরবে নিভৃতে। মাইম শিল্পীদের নিয়ে বাংলাদেশে একজন মূকাভিনয় শিল্পীর টিকে থাকার সংগ্রাম ও সাফল্য নিয়ে নির্মাণ করছিলে ‘আর্টিস্ট’ নামের একটি ফিল্ম। যার ২০% শুটিং বাকি ছিল।