আজ ‘নৃত্য মোহনায়’ ওয়ার্দা রিহাব

আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ টা ও ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায় ফেসবুকে সাহানা গ্রুপে শাস্ত্রীয় নৃত্য উৎসব ‘নৃত্য মোহনা’তে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব। ওয়ার্দা রিহাব বলেন, ‘এই শাস্ত্রীয় নৃত্য উৎসবে আমার এক ঘন্টার শাস্ত্রীয় মনিপুরী নৃত্য পরিবেশনা থাকবে লাইভে নৃত্য পরিবেশনার পাশাপাশি মনিপুরী নৃত্য সম্পর্কে তথ্য ভিত্তিক আলোচনাও থাকবে। এই ‘নৃত্য মোহনা’ উৎসবে ভারতের বিশিষ্ট নৃত্যগুরুরা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করতে পেরে সত্যিই আনন্দিত।’

বর্তমান পৃথিবীর এই কঠিনতম পরিস্থিতিতে গৃহবন্দী অবস্থায় থেকে ‘সাহানা’ নৃত্য প্রতিষ্ঠান কেন্দ্র আয়োজন করেছে এক মনোঞ্জ শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক সুপ্রতিষ্ঠিত নৃত্য প্রতিষ্ঠান; এই ‘সাহনা’। যার ব্যাপ্তি সারা বিশ^ব্যাপী। এর প্রান প্রতিষ্ঠতা গুরু প্রদীপ্ত নিয়োগী ও অনুরাধা নিয়োগী এবং তাদের সুযোগ্য পুত্র রুদ্রাভ নিয়োগীর ভাবনা ও পরিচালনায় ১ জুলাই থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। ৩১শে জুলাই ২০২০ পর্যন্ত এই অনুষ্ঠানটি চলবে যার নাম ‘নৃত্য মোহনা’। অনুষ্ঠিত হচ্ছে ফেসবুকে ‘মোহনা’র গ্রুপে। অনুষ্ঠানটির লিংক- Link - https://www.facebook.com/groups/352383352399454/?ref=share

বুধবার, ২৯ জুলাই ২০২০ , ৭ জিলহজ ১৪৪১, ২৯ জুলাই ২০২০

আজ ‘নৃত্য মোহনায়’ ওয়ার্দা রিহাব

বিনোদন প্রতিবেদক |

image

আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ টা ও ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায় ফেসবুকে সাহানা গ্রুপে শাস্ত্রীয় নৃত্য উৎসব ‘নৃত্য মোহনা’তে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব। ওয়ার্দা রিহাব বলেন, ‘এই শাস্ত্রীয় নৃত্য উৎসবে আমার এক ঘন্টার শাস্ত্রীয় মনিপুরী নৃত্য পরিবেশনা থাকবে লাইভে নৃত্য পরিবেশনার পাশাপাশি মনিপুরী নৃত্য সম্পর্কে তথ্য ভিত্তিক আলোচনাও থাকবে। এই ‘নৃত্য মোহনা’ উৎসবে ভারতের বিশিষ্ট নৃত্যগুরুরা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করতে পেরে সত্যিই আনন্দিত।’

বর্তমান পৃথিবীর এই কঠিনতম পরিস্থিতিতে গৃহবন্দী অবস্থায় থেকে ‘সাহানা’ নৃত্য প্রতিষ্ঠান কেন্দ্র আয়োজন করেছে এক মনোঞ্জ শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক সুপ্রতিষ্ঠিত নৃত্য প্রতিষ্ঠান; এই ‘সাহনা’। যার ব্যাপ্তি সারা বিশ^ব্যাপী। এর প্রান প্রতিষ্ঠতা গুরু প্রদীপ্ত নিয়োগী ও অনুরাধা নিয়োগী এবং তাদের সুযোগ্য পুত্র রুদ্রাভ নিয়োগীর ভাবনা ও পরিচালনায় ১ জুলাই থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। ৩১শে জুলাই ২০২০ পর্যন্ত এই অনুষ্ঠানটি চলবে যার নাম ‘নৃত্য মোহনা’। অনুষ্ঠিত হচ্ছে ফেসবুকে ‘মোহনা’র গ্রুপে। অনুষ্ঠানটির লিংক- Link - https://www.facebook.com/groups/352383352399454/?ref=share