ঈদের ১৭ নাটকে কেয়া পায়েল

এবারের ঈদে ১৪টি খণ্ড নাটকে এবং তিনটি সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকের অভিনয়ে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন কেয়া পায়েল। খণ্ড নাটকগুলো হচ্ছে মোস্তফা কামাল রাজের ‘অবুঝ মন’, ফুয়াদের ‘শর্ত প্রযোজ্য’, ইমরাউল রাফাতের ‘বাঘের খাঁচা’, গোলাম সোহরাব দোদুলের ‘সাইলেণ্ট জোন’, জুয়েৈ হাসানের ‘এক দফা এক দাবি’, অলোক হাসানের ‘ইয়ে করে বিয়ে’, ‘প্রবলেম টু পয়েন্ট ফাইভ’, ‘চিলে কোঠার বাদশা’, মেহেদী হাসান হৃদয়ের ‘কোয়েশ্চেন’, শহীদ উন নবী’র ‘কুফা জয়নাল’, হাসান রেজাউলের ‘হয়তো তোমারই জন্য’ ইত্যাদি। সাত পর্বের ধারাবাহিকের মধ্যে রয়েছে শামীম জামানের ‘ট্র্যাম্প কার্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘বনেভোজন’ এবং জাহিদ হাসানের ‘বুড়া জামাই’। এরমধ্যে আজ এবং আগামীকাল তিনি আরো একটি নাটকের শুটিং-এ অংশ নিবেন। সবগুলো নাটকই এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে প্রচার হবে। নাটকগুলোতে তার বিপরীতে আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, মনোজ প্রামাণিক, জোভান, ইরফান সাজ্জাদ, ফারহান, শাওন। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘এবারের ঈদ আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠতম ঈদ হতে যাচ্ছে। কারণ এবারের ঈদে আমার অভিনিত সর্বাধিক নাটকে প্রচার হবে। আমি ধন্যবাদ দিতে চাই প্রত্যেক নাটকের পরিচালক, সহশিল্পী’সহ প্রত্যেক নাটকের ইউনিটকে, কারণ করোনা’র এই ঝুঁকিপূর্ণ সময়ে সবাই বেশ সচেতন থেকে আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে এবারের ঈদ আমার জন্য এক চ্যালেঞ্জেরও ঈদ বটে।’ ২০১৭ সালে সোহেল আফগানীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে কেয়া পায়েলের যাত্রা শুরু। ঈদের পরপরই তিনি গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি ধারাবাহিকের কাজ শুরু করবেন।

বুধবার, ২৯ জুলাই ২০২০ , ৭ জিলহজ ১৪৪১, ২৯ জুলাই ২০২০

ঈদের ১৭ নাটকে কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক |

image

এবারের ঈদে ১৪টি খণ্ড নাটকে এবং তিনটি সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকের অভিনয়ে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন কেয়া পায়েল। খণ্ড নাটকগুলো হচ্ছে মোস্তফা কামাল রাজের ‘অবুঝ মন’, ফুয়াদের ‘শর্ত প্রযোজ্য’, ইমরাউল রাফাতের ‘বাঘের খাঁচা’, গোলাম সোহরাব দোদুলের ‘সাইলেণ্ট জোন’, জুয়েৈ হাসানের ‘এক দফা এক দাবি’, অলোক হাসানের ‘ইয়ে করে বিয়ে’, ‘প্রবলেম টু পয়েন্ট ফাইভ’, ‘চিলে কোঠার বাদশা’, মেহেদী হাসান হৃদয়ের ‘কোয়েশ্চেন’, শহীদ উন নবী’র ‘কুফা জয়নাল’, হাসান রেজাউলের ‘হয়তো তোমারই জন্য’ ইত্যাদি। সাত পর্বের ধারাবাহিকের মধ্যে রয়েছে শামীম জামানের ‘ট্র্যাম্প কার্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘বনেভোজন’ এবং জাহিদ হাসানের ‘বুড়া জামাই’। এরমধ্যে আজ এবং আগামীকাল তিনি আরো একটি নাটকের শুটিং-এ অংশ নিবেন। সবগুলো নাটকই এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে প্রচার হবে। নাটকগুলোতে তার বিপরীতে আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, মনোজ প্রামাণিক, জোভান, ইরফান সাজ্জাদ, ফারহান, শাওন। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘এবারের ঈদ আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠতম ঈদ হতে যাচ্ছে। কারণ এবারের ঈদে আমার অভিনিত সর্বাধিক নাটকে প্রচার হবে। আমি ধন্যবাদ দিতে চাই প্রত্যেক নাটকের পরিচালক, সহশিল্পী’সহ প্রত্যেক নাটকের ইউনিটকে, কারণ করোনা’র এই ঝুঁকিপূর্ণ সময়ে সবাই বেশ সচেতন থেকে আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে এবারের ঈদ আমার জন্য এক চ্যালেঞ্জেরও ঈদ বটে।’ ২০১৭ সালে সোহেল আফগানীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে কেয়া পায়েলের যাত্রা শুরু। ঈদের পরপরই তিনি গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি ধারাবাহিকের কাজ শুরু করবেন।