আজ ববিতার জন্মদিন

দেশে করোনায় সার্বিক পরিস্থিতি, চলচ্চিত্রাঙ্গনের মন্দাবস্থা এবং নিজেকে সিনেমায় অভিনয় থেকে দূরে রাখা এসব মিলিয়েই যেন ববিতা এখন একটু চুপচাপ। আজ তার জন্মদিন। তবে নেই কোন পরিকল্পনা। ববিতা বলেন,‘ জন্মদিন এলেই আমার মন খারাপ হতে থাকে। কারণ জন্মদিন আসা মানেই এই নয় যে খুব আনন্দের বিষয়। জন্মদিন মানেই হচ্ছে জীবন থেকে আরো একটি বছর চলে যাওয়া। জন্মদিন আসা মানেই হচ্ছে মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাওয়া। তাই জন্মদিন এলেই আমার এসব বিষয় আগে অনুভব হয় আমার। তারপর খুব মনে পড়ে বাবা আর মায়ের কথা। আর এখন খুব মিসকরি অনিককে। বিগত বেশ কয়েকটি বছর কানাডায় অনিকের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছি। কিন্তু এই বছর সবমিলিয়ে আর কানাডায় যাওয়া হলো না। করোনার কারণে বিশে^র সার্বিক পরিস্থিতিই আসলে অনুকুলে নয়। যে কারণে এবারের জন্মদিন আর আমার আদরের অনিকের কাছে যাওয়া হচ্ছেনা। তবে অনিকের সঙ্গে সবসময়ই আমার স্কাইপিতে কথা হয়। তাই অনিক যে দেশে নেই তেমনটা খুব মনে হয়না।’ এবারের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা নেই ববিতার। এর আগেতো ডিসিআইআই’র পক্ষ থেকে সমাজের অসহায় বঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে দিনটি তিনি একটু অন্যভাবে উদযাপন করতেন। কিন্তু এখন আর সেই সুযোগটিও নেই করোনার কারণে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘অনঙ্গ’ বউ চরিত্রে অভিনয় করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা। এই চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে ববিতার এক বিশাল পরিচিত এবং গ্রহণযোগ্যতা গড়ে উঠে। টানা তিনবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তিনি হ্যাট্রিক করেন। নায়িকা হিসেবে ববিতা প্রায় দেড় শত সিনেমাতে অভিনয় করেছেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ , ৮ জিলহজ ১৪৪১, ৩০ জুলাই ২০২০

আজ ববিতার জন্মদিন

বিনোদন প্রতিবেদক |

image

দেশে করোনায় সার্বিক পরিস্থিতি, চলচ্চিত্রাঙ্গনের মন্দাবস্থা এবং নিজেকে সিনেমায় অভিনয় থেকে দূরে রাখা এসব মিলিয়েই যেন ববিতা এখন একটু চুপচাপ। আজ তার জন্মদিন। তবে নেই কোন পরিকল্পনা। ববিতা বলেন,‘ জন্মদিন এলেই আমার মন খারাপ হতে থাকে। কারণ জন্মদিন আসা মানেই এই নয় যে খুব আনন্দের বিষয়। জন্মদিন মানেই হচ্ছে জীবন থেকে আরো একটি বছর চলে যাওয়া। জন্মদিন আসা মানেই হচ্ছে মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাওয়া। তাই জন্মদিন এলেই আমার এসব বিষয় আগে অনুভব হয় আমার। তারপর খুব মনে পড়ে বাবা আর মায়ের কথা। আর এখন খুব মিসকরি অনিককে। বিগত বেশ কয়েকটি বছর কানাডায় অনিকের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছি। কিন্তু এই বছর সবমিলিয়ে আর কানাডায় যাওয়া হলো না। করোনার কারণে বিশে^র সার্বিক পরিস্থিতিই আসলে অনুকুলে নয়। যে কারণে এবারের জন্মদিন আর আমার আদরের অনিকের কাছে যাওয়া হচ্ছেনা। তবে অনিকের সঙ্গে সবসময়ই আমার স্কাইপিতে কথা হয়। তাই অনিক যে দেশে নেই তেমনটা খুব মনে হয়না।’ এবারের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা নেই ববিতার। এর আগেতো ডিসিআইআই’র পক্ষ থেকে সমাজের অসহায় বঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে দিনটি তিনি একটু অন্যভাবে উদযাপন করতেন। কিন্তু এখন আর সেই সুযোগটিও নেই করোনার কারণে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘অনঙ্গ’ বউ চরিত্রে অভিনয় করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা। এই চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে ববিতার এক বিশাল পরিচিত এবং গ্রহণযোগ্যতা গড়ে উঠে। টানা তিনবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তিনি হ্যাট্রিক করেন। নায়িকা হিসেবে ববিতা প্রায় দেড় শত সিনেমাতে অভিনয় করেছেন।