ঈদে জি সিরিজের দুই শতাধিক গান ও নাটক

করোনার ঈদেও শ্রোতাদের জন্য জি সিরিজ নিয়ে এসেছে দেড় শতাধিক গান ও মিউজিক ভিডিও। যেগুলো ইতোমধ্যে প্রকাশ শুরু হয়ে গেছে। ঈদুল আজহা উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে নতুন গান ও মিউজিক ভিডিওগুলো। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গান থাকছে জি সিরিজে। জি সিরিজের এ ঈদ আয়োজনে আরও থাকছে শর্ট ফ্লিম, বাংলা সিনেমা ও হাসির নাটক। বাপ্পা মজুমদারের ‘জানতে চেও না’, আরমান আলিফের ‘বলো তুমি কি সুখী’, স্যামুয়েল হকের কথা ও মেহেদির সুরে মিজানের ‘এই যে আমি’, ফজলুর রহমান বাবুর ‘পক্ষী’, এফ এ সুমনের ‘বহুরূপী’ ও ‘ভিতর পোড়ায়’, কিশোর পলাশের নতুন গান ‘কেউ বলে পাগলা’, কাজী শুভর ‘এক জনমের ভুল’, তৌসিফের ‘চোখেতে মেঘ’, সামস ভাইয়ের দুই গান ‘মনে মানে না ‘ও ‘যদি কখনও’, অমিত করের কথা ও সুরে ঐশীর ‘মেঘের বাড়ি’, স্বরলিপির ‘মনের দেয়াল’, পুতুলের ‘ঝুম বৃষ্টি’ ও ‘কফির চুমুকে’, ক্লোজআপ ওয়ান সাজুর ‘অভিমান’, বিউটির ‘যদি ভালো লাগে’ ও ‘পন্থ পানে চাহিয়া থাকি’, পারভেজ সাজ্জাদ এর ‘দুঃখদল’, সাগর বাউলের নতুন গান ‘আমিতো বুঝিনা বন্দে’, এহসান রাহীর দুই গান ‘প্রতিরাতে’ ও ‘সাদা কালো’, কামরুজ্জামান রাব্বির নতুন গান ‘প্রেমে পোড়া’, তরুণ গায়ক ও সঙ্গীত পরিচালক হাসান শামস ইকবালের নতুন গান ‘ভাঙা আয়না’, অমিত করের সুরে রিংকুর ‘গুরু ভুল কাহার’, অণিমা মুক্তির ‘যুগল কান্না’ লাভলী দেবের ‘মায়া ’, রশিদ নূরের ‘পড়েছি তোমার প্রেমে’, সঙ্গীতশিল্পী আবু নাজাম তানভীরের ‘দৌড়’, মো. আবুল হাশেম শিল্পীর করোনা নিয়ে পুঁথি গান ‘আরে শোনেন শোনেন ভাই’, জিমি শাহের লালনের গান ‘সুভাব দাও আমার মনে’, শাহজালাল শান্তর গান ‘গল্প নয়’, রাজু ম-লের বন্ধু বেঈমান, এস বিজয়ের ‘প্রেমের মানুষ’, শাওন গানওয়ালার ‘বৃষ্টি নিমন্ত্রণ’, ইউসুফ আহমেদের গান ‘কতনা বিচিত্র মানুষের জীবন’, মৌসুমী মৌ এর দুই গান ‘গাউসুল আজম ও তুই বড় স্বার্থপর’ নাফিজ ইকবাল নিয়ে এসেছেন নতুন গান ‘এলোমেলো’, রোদেলা, অদিতি ও কৃষ্ণ সেনের ‘বন্দী জীবন’, আরাফাত আকাশের কণ্ঠে ‘আয় ফিরে মন পাড়ায়’, দেবাশীসের নতুন গান ‘বন্ধুর প্রেম’, জাহাঙ্গীর খানের ‘নিশি রাইতে’, মনজুরুল ইসলামের ‘সেই গল্পটা’, এফ এ সুমনের সুরে রুবেল খানের ‘নেশার টান’, সুকণ্ঠী গায়িকা নীলা নাজের ঈদের গান ‘কে যায়’, বনি বনজির ‘অভিমান’। আলম শাহ্রে ‘আমারে কান্দাইয়া তুমি’ পিজিত মহাজনের ‘দেবদাস’, রং ব্যান্ডের রং, রেমো রোমিও’র ‘অপ্সরা’, ফরহাদ হোসাইনের ‘ ও পাখি তুই, মুন মোনালিসার ‘কান্দাইলে কান্দিতে হবে’, ছাঁড়পোকা ব্যান্ডের ‘শুভঙ্করের ফাঁকি’, কামরুল হাসান জনির ‘প্রয়োজন’, জিএম আশরাফের ‘বাবা বিয়ে দাও’, মিলন ও প্রিয়াঙ্কা বিশ্বাসের যুগল কণ্ঠে ‘ভুলে যেতে তোকে ভালোবাসিনি’, এসআই শহীদের ‘১৮টা বিয়ে করলাম’, স্বীকৃতির নতুন গান ‘লাগে কলিজায়’ ও অন্যান্য কণ্ঠশিল্পীদের গান রয়েছে। এছাড়া জি সিরিজের ইউটিব চ্যানেল ছাড়া ও অন্যান্য প্ল্যাটফর্মে গান, নাটক ও সিনেমাগুলো প্রকাশ করা হচ্ছে। ঈদ উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে বেশকিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ , ৮ জিলহজ ১৪৪১, ৩০ জুলাই ২০২০

ঈদে জি সিরিজের দুই শতাধিক গান ও নাটক

বিনোদন প্রতিবেদক |

image

করোনার ঈদেও শ্রোতাদের জন্য জি সিরিজ নিয়ে এসেছে দেড় শতাধিক গান ও মিউজিক ভিডিও। যেগুলো ইতোমধ্যে প্রকাশ শুরু হয়ে গেছে। ঈদুল আজহা উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে নতুন গান ও মিউজিক ভিডিওগুলো। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গান থাকছে জি সিরিজে। জি সিরিজের এ ঈদ আয়োজনে আরও থাকছে শর্ট ফ্লিম, বাংলা সিনেমা ও হাসির নাটক। বাপ্পা মজুমদারের ‘জানতে চেও না’, আরমান আলিফের ‘বলো তুমি কি সুখী’, স্যামুয়েল হকের কথা ও মেহেদির সুরে মিজানের ‘এই যে আমি’, ফজলুর রহমান বাবুর ‘পক্ষী’, এফ এ সুমনের ‘বহুরূপী’ ও ‘ভিতর পোড়ায়’, কিশোর পলাশের নতুন গান ‘কেউ বলে পাগলা’, কাজী শুভর ‘এক জনমের ভুল’, তৌসিফের ‘চোখেতে মেঘ’, সামস ভাইয়ের দুই গান ‘মনে মানে না ‘ও ‘যদি কখনও’, অমিত করের কথা ও সুরে ঐশীর ‘মেঘের বাড়ি’, স্বরলিপির ‘মনের দেয়াল’, পুতুলের ‘ঝুম বৃষ্টি’ ও ‘কফির চুমুকে’, ক্লোজআপ ওয়ান সাজুর ‘অভিমান’, বিউটির ‘যদি ভালো লাগে’ ও ‘পন্থ পানে চাহিয়া থাকি’, পারভেজ সাজ্জাদ এর ‘দুঃখদল’, সাগর বাউলের নতুন গান ‘আমিতো বুঝিনা বন্দে’, এহসান রাহীর দুই গান ‘প্রতিরাতে’ ও ‘সাদা কালো’, কামরুজ্জামান রাব্বির নতুন গান ‘প্রেমে পোড়া’, তরুণ গায়ক ও সঙ্গীত পরিচালক হাসান শামস ইকবালের নতুন গান ‘ভাঙা আয়না’, অমিত করের সুরে রিংকুর ‘গুরু ভুল কাহার’, অণিমা মুক্তির ‘যুগল কান্না’ লাভলী দেবের ‘মায়া ’, রশিদ নূরের ‘পড়েছি তোমার প্রেমে’, সঙ্গীতশিল্পী আবু নাজাম তানভীরের ‘দৌড়’, মো. আবুল হাশেম শিল্পীর করোনা নিয়ে পুঁথি গান ‘আরে শোনেন শোনেন ভাই’, জিমি শাহের লালনের গান ‘সুভাব দাও আমার মনে’, শাহজালাল শান্তর গান ‘গল্প নয়’, রাজু ম-লের বন্ধু বেঈমান, এস বিজয়ের ‘প্রেমের মানুষ’, শাওন গানওয়ালার ‘বৃষ্টি নিমন্ত্রণ’, ইউসুফ আহমেদের গান ‘কতনা বিচিত্র মানুষের জীবন’, মৌসুমী মৌ এর দুই গান ‘গাউসুল আজম ও তুই বড় স্বার্থপর’ নাফিজ ইকবাল নিয়ে এসেছেন নতুন গান ‘এলোমেলো’, রোদেলা, অদিতি ও কৃষ্ণ সেনের ‘বন্দী জীবন’, আরাফাত আকাশের কণ্ঠে ‘আয় ফিরে মন পাড়ায়’, দেবাশীসের নতুন গান ‘বন্ধুর প্রেম’, জাহাঙ্গীর খানের ‘নিশি রাইতে’, মনজুরুল ইসলামের ‘সেই গল্পটা’, এফ এ সুমনের সুরে রুবেল খানের ‘নেশার টান’, সুকণ্ঠী গায়িকা নীলা নাজের ঈদের গান ‘কে যায়’, বনি বনজির ‘অভিমান’। আলম শাহ্রে ‘আমারে কান্দাইয়া তুমি’ পিজিত মহাজনের ‘দেবদাস’, রং ব্যান্ডের রং, রেমো রোমিও’র ‘অপ্সরা’, ফরহাদ হোসাইনের ‘ ও পাখি তুই, মুন মোনালিসার ‘কান্দাইলে কান্দিতে হবে’, ছাঁড়পোকা ব্যান্ডের ‘শুভঙ্করের ফাঁকি’, কামরুল হাসান জনির ‘প্রয়োজন’, জিএম আশরাফের ‘বাবা বিয়ে দাও’, মিলন ও প্রিয়াঙ্কা বিশ্বাসের যুগল কণ্ঠে ‘ভুলে যেতে তোকে ভালোবাসিনি’, এসআই শহীদের ‘১৮টা বিয়ে করলাম’, স্বীকৃতির নতুন গান ‘লাগে কলিজায়’ ও অন্যান্য কণ্ঠশিল্পীদের গান রয়েছে। এছাড়া জি সিরিজের ইউটিব চ্যানেল ছাড়া ও অন্যান্য প্ল্যাটফর্মে গান, নাটক ও সিনেমাগুলো প্রকাশ করা হচ্ছে। ঈদ উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে বেশকিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও।