মৌসুমীর ‘শাহ আবদুল করিম ম্যাশআপ ২০২০’

আয়েশা মৌসুমী গেলো ঈদে প্রকাশ করেছেন নিজের কথা-সুরে মা’কে নিয়ে একটি গানচিত্র। এবার ঈদেও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ফোক ম্যাশআপ। যেখানে স্থান পেয়েছে ১১টি জনপ্রিয় ফোক গান। এর মধ্যে ৯টি গান শাহ আবদুল করিমের। ৩ আগস্ট ম্যাশআপটি প্রকাশ পায়। আয়েশা মৌসুমী বলেন, ‘ফোক গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। শ্রোতারাও সম্ভবত পছন্দ করেন। তাই ঘরে বসে না থেকে ম্যাশআপটি করে ফেললাম। ফোক গানের সঙ্গে ট্র্যাপ মিউজিকের একটা এক্সপেরিমেন্ট করেছি এই কাজটির মাধ্যমে। কাজটি করার সাহস দিয়েছেন সংগীতায়োজক মীর মাসুম ভাইয়া।’

মীর মাসুমের সংগীতায়োজনে তৈরি বিশেষ এই ম্যাশআপটির ভিডিও তৈরি করেছেন অনিন্দ্য কবির অভিক। ভিডিওতে আয়েশা মৌসুমীকে পাওয়া গেছে দ্বৈত চরিত্রে! ‘শাহ আবদুল করিম ম্যাশআপ ২০২০’ নামের এই প্রজেক্টে স্থান পেয়েছে সৈয়দ শাহ নূর আর আরকুম শাহের দুটি গানও।

আয়েশা মৌসুমী এর আগেও ১৮টি গান নিয়ে একটি ম্যাশআপ করেছেন। সেটির ভিউ আড়াই মিলিয়ন হওয়ার পর গায়েব হয়ে যায়। আয়েশা বলেন, ‘কেন গায়েব হলো এটি, জানি না। খুব জনপ্রিয় হয়েছিল কাজটি। এরপর প্রায় এক বছর আমি গান করার আগ্রহ হারিয়ে ফেলি। তবে এখন আবার নতুন উদ্যমে শুরু করলাম।’

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ , ১৫ জিলহজ ১৪৪১, ২২ শ্রাবণ ১৪২৭

মৌসুমীর ‘শাহ আবদুল করিম ম্যাশআপ ২০২০’

বিনোদন প্রতিবেদক |

image

আয়েশা মৌসুমী গেলো ঈদে প্রকাশ করেছেন নিজের কথা-সুরে মা’কে নিয়ে একটি গানচিত্র। এবার ঈদেও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ফোক ম্যাশআপ। যেখানে স্থান পেয়েছে ১১টি জনপ্রিয় ফোক গান। এর মধ্যে ৯টি গান শাহ আবদুল করিমের। ৩ আগস্ট ম্যাশআপটি প্রকাশ পায়। আয়েশা মৌসুমী বলেন, ‘ফোক গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। শ্রোতারাও সম্ভবত পছন্দ করেন। তাই ঘরে বসে না থেকে ম্যাশআপটি করে ফেললাম। ফোক গানের সঙ্গে ট্র্যাপ মিউজিকের একটা এক্সপেরিমেন্ট করেছি এই কাজটির মাধ্যমে। কাজটি করার সাহস দিয়েছেন সংগীতায়োজক মীর মাসুম ভাইয়া।’

মীর মাসুমের সংগীতায়োজনে তৈরি বিশেষ এই ম্যাশআপটির ভিডিও তৈরি করেছেন অনিন্দ্য কবির অভিক। ভিডিওতে আয়েশা মৌসুমীকে পাওয়া গেছে দ্বৈত চরিত্রে! ‘শাহ আবদুল করিম ম্যাশআপ ২০২০’ নামের এই প্রজেক্টে স্থান পেয়েছে সৈয়দ শাহ নূর আর আরকুম শাহের দুটি গানও।

আয়েশা মৌসুমী এর আগেও ১৮টি গান নিয়ে একটি ম্যাশআপ করেছেন। সেটির ভিউ আড়াই মিলিয়ন হওয়ার পর গায়েব হয়ে যায়। আয়েশা বলেন, ‘কেন গায়েব হলো এটি, জানি না। খুব জনপ্রিয় হয়েছিল কাজটি। এরপর প্রায় এক বছর আমি গান করার আগ্রহ হারিয়ে ফেলি। তবে এখন আবার নতুন উদ্যমে শুরু করলাম।’