বন্ধুর জন্য বন্ধুর উপহার ‘চিলেকোঠা’

প্রায় একই সময় ধরে সঙ্গীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিক ও এই প্রজন্মের উদীয়মান গীতিকবি, উপস্থাপক অধরা জাহান। গেলো ৩০ জুলাই ছিলো বিশ^ বন্ধু দিবস। এই বন্ধু দিবসেই বন্ধু ঝিলিকের জন্য একটি গান লিখেন অধরা জাহান। ঈদের আগেই গানটিতে কন্ঠ দিয়েছেন ঝিলিক। যেহেতু ঈদ’র খুব কাছাকাছি সময় ছিল বন্ধু দিবস। তাই গানটি প্রকাশ করা হয়েছে ঈদের পরে। গানটির শিরোনাম ‘চিলেকোঠা’। গানটির সুর সঙ্গীত করেছেন কেডি উজ্জ্বল। এরইমধ্যে গানটি প্রকাশিত হয়েছে অধরা’স ক্রিয়েসন ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে অধরা বলেন, ‘আমার প্রতিটি সৃষ্টিই অনেক আবেগে মোড়ানো এবং একটা করে গল্প থাকে। চিলেকোঠা গানটিতেও খুব মিষ্টি একটা গল্প আছে। ঝিলিকের সঙ্গে পরিচয় এবং চেনাজানা এক দশক প্রায়। চ্যানেল আাই সেরাকন্ঠে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের গাওয়া জানিনা সে হৃদয়ে কখন এসেছে গানটি ঝিলিকের কণ্ঠে শুনে প্রথম আমি ঝিলিকের গায়কির প্রেমে পড়ি। দুজনেই দুজনকে আপু ডাকতাম। কিছুদিন আগেই এক ভোরে ঝিলিকের সঙ্গে গল্প হচ্ছিল, তখনই জানলাম আমরা ইয়ারমেট। সেই ভোরেই আমরা শুধু কলিগ থেকে হয়ে গেলাম বন্ধু। সেই ভোরেই তাকে ১৫ মিনিট পরেই একটা গান পাঠাই, সেও খুব পছন্দ করে গানের কথা।’ অধরা জানান এই গানটিতে দু’লাইন কবিতার অংশ রয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন তিনি। ঝিলিক বলেন, ‘বন্ধু অধরার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হয়তো আরো অনেক আগেই যদি জানা হতো যে অধরা আমার বন্ধু তাহলে আরো ভালো কিছু গান হয়তো এতোদিনে পাওয়অ হয়েযেতো। আমাদের বন্ধুত্বের একটি দৃঢ় বন্ধুন হলো চিলেকোঠা। আগামীতে আশা করছি আমাদের দুই বন্ধুর আরও ভালো কিছু গান আসবে।’ এদিকে ঈদের পরের দিন মনির বাউলার সুর, সংগীত এবং কণ্ঠে অধরার আরও একটি গান প্রকাশিত হয়েছে। গানটি হলো ‘দুঃখ বোঝার মানুষ’।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ , ১৬ জিলহজ ১৪৪১, ২৩ শ্রাবণ ১৪২৭

বন্ধুর জন্য বন্ধুর উপহার ‘চিলেকোঠা’

বিনোদন প্রতিবেদক |

image

প্রায় একই সময় ধরে সঙ্গীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিক ও এই প্রজন্মের উদীয়মান গীতিকবি, উপস্থাপক অধরা জাহান। গেলো ৩০ জুলাই ছিলো বিশ^ বন্ধু দিবস। এই বন্ধু দিবসেই বন্ধু ঝিলিকের জন্য একটি গান লিখেন অধরা জাহান। ঈদের আগেই গানটিতে কন্ঠ দিয়েছেন ঝিলিক। যেহেতু ঈদ’র খুব কাছাকাছি সময় ছিল বন্ধু দিবস। তাই গানটি প্রকাশ করা হয়েছে ঈদের পরে। গানটির শিরোনাম ‘চিলেকোঠা’। গানটির সুর সঙ্গীত করেছেন কেডি উজ্জ্বল। এরইমধ্যে গানটি প্রকাশিত হয়েছে অধরা’স ক্রিয়েসন ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে অধরা বলেন, ‘আমার প্রতিটি সৃষ্টিই অনেক আবেগে মোড়ানো এবং একটা করে গল্প থাকে। চিলেকোঠা গানটিতেও খুব মিষ্টি একটা গল্প আছে। ঝিলিকের সঙ্গে পরিচয় এবং চেনাজানা এক দশক প্রায়। চ্যানেল আাই সেরাকন্ঠে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের গাওয়া জানিনা সে হৃদয়ে কখন এসেছে গানটি ঝিলিকের কণ্ঠে শুনে প্রথম আমি ঝিলিকের গায়কির প্রেমে পড়ি। দুজনেই দুজনকে আপু ডাকতাম। কিছুদিন আগেই এক ভোরে ঝিলিকের সঙ্গে গল্প হচ্ছিল, তখনই জানলাম আমরা ইয়ারমেট। সেই ভোরেই আমরা শুধু কলিগ থেকে হয়ে গেলাম বন্ধু। সেই ভোরেই তাকে ১৫ মিনিট পরেই একটা গান পাঠাই, সেও খুব পছন্দ করে গানের কথা।’ অধরা জানান এই গানটিতে দু’লাইন কবিতার অংশ রয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন তিনি। ঝিলিক বলেন, ‘বন্ধু অধরার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হয়তো আরো অনেক আগেই যদি জানা হতো যে অধরা আমার বন্ধু তাহলে আরো ভালো কিছু গান হয়তো এতোদিনে পাওয়অ হয়েযেতো। আমাদের বন্ধুত্বের একটি দৃঢ় বন্ধুন হলো চিলেকোঠা। আগামীতে আশা করছি আমাদের দুই বন্ধুর আরও ভালো কিছু গান আসবে।’ এদিকে ঈদের পরের দিন মনির বাউলার সুর, সংগীত এবং কণ্ঠে অধরার আরও একটি গান প্রকাশিত হয়েছে। গানটি হলো ‘দুঃখ বোঝার মানুষ’।