আসিফ যখন গানের বিষয়

ওপার বাংলার শিল্পী কবীর সুমনের সঙ্গে একের পর এক গানের কাজ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘এখনও সেই আসিফ আমি’ তেমনই একটি গান। এই গানে কবীর সুমন লিখেছেন স্বয়ং আসিফকে নিয়ে। মানে গানের বিষয়বস্তু হিসেবে থাকছেন আসিফ আকবর। “এখনও সেই আসিফ আমি/গানের কসম গানই সব/কথায় সুরে জীবন আমার/অন্য জীবন অসম্ভব/এখনও সেই আসিফ আমি/এক সময়ে ছোট্ট ছেলে/যখন তখন হাসত আবার/ কেঁদেও ফেলত কান্না পেলে”- কবীর সুমনের এমন কথা ও সুরে নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ আকবর। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

ইয়ামিন এলান তৈরি করেছেন এর ভিডিও। গতকাল বিকেল ৩টায় গানটি উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে গানটি উপভোগ করা যাচ্ছে দেশীয় স্ট্রিমিং অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভে। ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে শোনা যাচ্ছে গানটির অডিও।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘শ্রদ্ধেয় কবীর সুমনের লেখা এই গানটি আমার বিশেষ পছন্দের। এখানে তিনি আমার শিল্পীসত্তাকে তুলে ধরেছেন। আমার ওপর নির্মিত ডকুমেন্টরিতেও থাকবে এই গান। আমার মতে, আমার ভক্তদের কাছে এটি বিশেষ প্রাপ্তি বলে মনে হবে।’

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ , ১৬ জিলহজ ১৪৪১, ২৩ শ্রাবণ ১৪২৭

আসিফ যখন গানের বিষয়

বিনোদন প্রতিবেদক |

image

ওপার বাংলার শিল্পী কবীর সুমনের সঙ্গে একের পর এক গানের কাজ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘এখনও সেই আসিফ আমি’ তেমনই একটি গান। এই গানে কবীর সুমন লিখেছেন স্বয়ং আসিফকে নিয়ে। মানে গানের বিষয়বস্তু হিসেবে থাকছেন আসিফ আকবর। “এখনও সেই আসিফ আমি/গানের কসম গানই সব/কথায় সুরে জীবন আমার/অন্য জীবন অসম্ভব/এখনও সেই আসিফ আমি/এক সময়ে ছোট্ট ছেলে/যখন তখন হাসত আবার/ কেঁদেও ফেলত কান্না পেলে”- কবীর সুমনের এমন কথা ও সুরে নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ আকবর। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

ইয়ামিন এলান তৈরি করেছেন এর ভিডিও। গতকাল বিকেল ৩টায় গানটি উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে গানটি উপভোগ করা যাচ্ছে দেশীয় স্ট্রিমিং অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভে। ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে শোনা যাচ্ছে গানটির অডিও।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘শ্রদ্ধেয় কবীর সুমনের লেখা এই গানটি আমার বিশেষ পছন্দের। এখানে তিনি আমার শিল্পীসত্তাকে তুলে ধরেছেন। আমার ওপর নির্মিত ডকুমেন্টরিতেও থাকবে এই গান। আমার মতে, আমার ভক্তদের কাছে এটি বিশেষ প্রাপ্তি বলে মনে হবে।’