একক নাটক ‘রকেট ভাই’

ঈদের সপ্তম দিন আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ঈদের নাটক রকেট। নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়। শেখ সেলিমের পরিচালনায় এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাবিলাসহ আরও অনেকে। গল্পে দেখা যাবে, মহল্লার ত্রাস রকেট। অন্যায়ের প্রতিবাদ করা তার স্বভাব। সঙ্গে আছে তার এক বাহিনী। এলাকার অনেকের কাছে রকেট ভালো ছেলে হলেও বেশিরভাগ লোকই তাকে বখাটে হিসেবেই জানে। মহল্লার তৃণা নামে এক মেয়ের সঙ্গে ঝামেলা লাগে রকেটের। তৃণা রকেটকে অপমান করে কিন্তু তৃণার সৌন্দর্যে বিমোহিত হয় রকেট। ফলে প্রতিশোধ পরায়ণ না হয়ে তৃণার মন পেতে মরিয়া হয়ে ওঠে রকেট। সহযোগীরা অবাক হয়ে যায়। এগিয়ে চলে নাটকের গল্প।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ , ১৬ জিলহজ ১৪৪১, ২৩ শ্রাবণ ১৪২৭

একক নাটক ‘রকেট ভাই’

বিনোদন প্রতিবেদক |

ঈদের সপ্তম দিন আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ঈদের নাটক রকেট। নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়। শেখ সেলিমের পরিচালনায় এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাবিলাসহ আরও অনেকে। গল্পে দেখা যাবে, মহল্লার ত্রাস রকেট। অন্যায়ের প্রতিবাদ করা তার স্বভাব। সঙ্গে আছে তার এক বাহিনী। এলাকার অনেকের কাছে রকেট ভালো ছেলে হলেও বেশিরভাগ লোকই তাকে বখাটে হিসেবেই জানে। মহল্লার তৃণা নামে এক মেয়ের সঙ্গে ঝামেলা লাগে রকেটের। তৃণা রকেটকে অপমান করে কিন্তু তৃণার সৌন্দর্যে বিমোহিত হয় রকেট। ফলে প্রতিশোধ পরায়ণ না হয়ে তৃণার মন পেতে মরিয়া হয়ে ওঠে রকেট। সহযোগীরা অবাক হয়ে যায়। এগিয়ে চলে নাটকের গল্প।