বিয়ে করছেন তিতান চৌধুরী

ছোটপর্দার সেলিব্রেটি তিতান চৌধুরী অভিনয়ের পাশাপাশি বেশকিছুদিন যাবত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করছেন। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়ে পরিবারের পছন্দের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। চট্টগ্রামেরই ছেলে প্রান্তিক দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে গেলো ৩ আগস্ট চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে উভয় পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হলো তিতান ও প্রান্তিকের। প্রান্তিক পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আগামী ১০ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে চট্টগ্রারেই একটি অভিজাত হোটেল বা কনভেনসন সেন্টারে, জানান তিতান চৌধুরী। তবে বিবাহোত্তর সংবর্ধনা করোনাক্রান্তি কাল পেরিয়ে গেলে অনুষ্ঠিত হবে বলে জানান তিতান। তিতান বলেন, ‘বাবা মায়ের পছন্দেই আমি প্রান্তিককে বিয়ে করতে যাচ্ছি। এরইমধ্যে বাগদানও সম্পন্ন হয়েছে। সবার কাছে দোয়া চাইছি যেন ভালোভাবে বিয়েটা সম্পন্ন হয় এবং আমি আর প্রান্তিক যেন আমাদের সংসারটা সুখে ভরিয়ে রাখতে পারি। প্রান্তিকের সঙ্গে এরইমধ্যে বেশ আলাপচারিতা হয়েছে আমার। ঈশ^র সহায় থাকলে আমরা সুখী হবো, ভালো থাকবো।’ তিতান জানান চাকরির পাশাপাশি তিনি অভিনয়ও করবেন। তিতান অভিনীত সর্বশেষ কাজ ছিলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নাহিয়ান খান পরিচালিত ‘গল্পটা সাধারণ নয়’। বাবার নাম ডা. সুমন চৌধুরী, রীতা চৌধুরী, প্রথম নাটক কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘ঘোমটা’।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ , ১৬ জিলহজ ১৪৪১, ২৩ শ্রাবণ ১৪২৭

বিয়ে করছেন তিতান চৌধুরী

বিনোদন প্রতিবেদক |

image

ছোটপর্দার সেলিব্রেটি তিতান চৌধুরী অভিনয়ের পাশাপাশি বেশকিছুদিন যাবত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করছেন। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়ে পরিবারের পছন্দের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। চট্টগ্রামেরই ছেলে প্রান্তিক দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে গেলো ৩ আগস্ট চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে উভয় পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হলো তিতান ও প্রান্তিকের। প্রান্তিক পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আগামী ১০ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে চট্টগ্রারেই একটি অভিজাত হোটেল বা কনভেনসন সেন্টারে, জানান তিতান চৌধুরী। তবে বিবাহোত্তর সংবর্ধনা করোনাক্রান্তি কাল পেরিয়ে গেলে অনুষ্ঠিত হবে বলে জানান তিতান। তিতান বলেন, ‘বাবা মায়ের পছন্দেই আমি প্রান্তিককে বিয়ে করতে যাচ্ছি। এরইমধ্যে বাগদানও সম্পন্ন হয়েছে। সবার কাছে দোয়া চাইছি যেন ভালোভাবে বিয়েটা সম্পন্ন হয় এবং আমি আর প্রান্তিক যেন আমাদের সংসারটা সুখে ভরিয়ে রাখতে পারি। প্রান্তিকের সঙ্গে এরইমধ্যে বেশ আলাপচারিতা হয়েছে আমার। ঈশ^র সহায় থাকলে আমরা সুখী হবো, ভালো থাকবো।’ তিতান জানান চাকরির পাশাপাশি তিনি অভিনয়ও করবেন। তিতান অভিনীত সর্বশেষ কাজ ছিলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নাহিয়ান খান পরিচালিত ‘গল্পটা সাধারণ নয়’। বাবার নাম ডা. সুমন চৌধুরী, রীতা চৌধুরী, প্রথম নাটক কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘ঘোমটা’।