ঈদের তিন নাটকেই সন্তুষ্ট মম

গেল ঈদে তিনটি ভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে জাকিয়া বারী মম অভিনীত তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে আনিসুর রহমান মিলন পরিচালিত নাটক ‘মুনিরা মঞ্জিল’, সকাল আহমেদ পরিচালিত ‘বক্কর এখন ব্যাংকার এবং হাবীব শাকিল পরিচালিত ‘ঈদের ডায়েট’। নাটকগুলো প্রচারিত হয়েছে যথাক্রমে এটিএন বাংলা, আরটিভি ও এনটিভি’তে। নাটক তিনটিতে তার বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী ও শাওন। গেল ঈদে অনেক নাটকে কাজ করারই প্রস্তাব পেয়েছিলেন মম। কিন্তু অধিকাংশ নাটকের কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। করোনার মধ্যে রিস্ক নিয়ে কাজ করতে রাজি হননি মম। যে কারণে খুব পরিচিত ইউনিট এবং মূলত যাদের সঙ্গে কাজ করে তিনি সাচ্ছন্দ বোধ করেন তাদের নাটকেই কাজ করেছেন মম। মম বলেন, ‘সত্যি বলতে কী রোজার ঈদেতো কেউ সেভাবে কাজ করতে পারেননি। আবার কোরবানীর ঈদ উপলক্ষে অনেকেই নাটক নির্মাণ করেছেন। আমাদের অনেক সহশিল্পী নাটকে অভিনয় করেছেন। আমার কাছেও অনেক নাটকে কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি বেশিরভাগ নাটকেরই কাজ না করে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে এত বেশি নাটকে করোনা’র এই ভীষণ ভয়াবহ সময়ে রিস্ক নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে যারা আমার ভাই বন্ধু তাদের নাটকেই কাজ করেছি। কারণ তাদের সম্পর্কে আমি জানি তারা কতোটা সচেতন। একটি অপরিচিত ইউনিটে গিয়ে নতুন একটি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়া এই করোনার কালে সম্ভব ছিল না। তাই মুনিরা মঞ্জিল, বক্কও এখন ব্যাংকার এবং ঈদের ডায়েট নাটকেই কাজ করেছি। এরইমধ্যে নাটকগুলো প্রচারও হয়েছে তিনটি ভিন্ন চ্যানেলে। তিনটি নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি।’ মম জানান আগামী ১৫ আগস্ট থেকে তিনি জুবায়ের ইবনে বকরের নির্দেশনায় নতুন একটি নাটকের কাজ করবেন।

শনিবার, ০৮ আগস্ট ২০২০ , ১৭ জিলহজ ১৪৪১, ২৪ শ্রাবণ ১৪২৭

ঈদের তিন নাটকেই সন্তুষ্ট মম

বিনোদন প্রতিবেদক |

image

গেল ঈদে তিনটি ভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে জাকিয়া বারী মম অভিনীত তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে আনিসুর রহমান মিলন পরিচালিত নাটক ‘মুনিরা মঞ্জিল’, সকাল আহমেদ পরিচালিত ‘বক্কর এখন ব্যাংকার এবং হাবীব শাকিল পরিচালিত ‘ঈদের ডায়েট’। নাটকগুলো প্রচারিত হয়েছে যথাক্রমে এটিএন বাংলা, আরটিভি ও এনটিভি’তে। নাটক তিনটিতে তার বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী ও শাওন। গেল ঈদে অনেক নাটকে কাজ করারই প্রস্তাব পেয়েছিলেন মম। কিন্তু অধিকাংশ নাটকের কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। করোনার মধ্যে রিস্ক নিয়ে কাজ করতে রাজি হননি মম। যে কারণে খুব পরিচিত ইউনিট এবং মূলত যাদের সঙ্গে কাজ করে তিনি সাচ্ছন্দ বোধ করেন তাদের নাটকেই কাজ করেছেন মম। মম বলেন, ‘সত্যি বলতে কী রোজার ঈদেতো কেউ সেভাবে কাজ করতে পারেননি। আবার কোরবানীর ঈদ উপলক্ষে অনেকেই নাটক নির্মাণ করেছেন। আমাদের অনেক সহশিল্পী নাটকে অভিনয় করেছেন। আমার কাছেও অনেক নাটকে কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি বেশিরভাগ নাটকেরই কাজ না করে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে এত বেশি নাটকে করোনা’র এই ভীষণ ভয়াবহ সময়ে রিস্ক নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে যারা আমার ভাই বন্ধু তাদের নাটকেই কাজ করেছি। কারণ তাদের সম্পর্কে আমি জানি তারা কতোটা সচেতন। একটি অপরিচিত ইউনিটে গিয়ে নতুন একটি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়া এই করোনার কালে সম্ভব ছিল না। তাই মুনিরা মঞ্জিল, বক্কও এখন ব্যাংকার এবং ঈদের ডায়েট নাটকেই কাজ করেছি। এরইমধ্যে নাটকগুলো প্রচারও হয়েছে তিনটি ভিন্ন চ্যানেলে। তিনটি নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি।’ মম জানান আগামী ১৫ আগস্ট থেকে তিনি জুবায়ের ইবনে বকরের নির্দেশনায় নতুন একটি নাটকের কাজ করবেন।