তনিমা হাদীর গানচিত্র ‘বাতাসের বাঁশি’

কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী ঈদ উপলক্ষে একটি গানচিত্র প্রকাশ করেছেন। নাম ‘বাতাসের বাঁশি’। শফিক তুহিনের কথা-সুরে গানটি তৈরি হয়েছে। এর ভিডিও নির্মাণ হলো নিউ জার্সির বিভিন্ন লোকেশনে। এতে তনিমা হাদী মডেল হিসেবে দাঁড় করিয়েছেন তারই স্বামী রাকিব হোসেনকে। গানচিল মিউজিকের ব্যানার থেকে এটি প্রকাশ পেয়েছে। তনিমা হাদি গানকে প্রফেশন হিসেবে না নিলেও গানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন ছোটবেলা থেকে। তনিমা এখন সংসার নিয়ে আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে থেকেই নতুন একটি গানচিত্র তৈরি করে প্রকাশ করলেন বাংলাদেশের, ঈদ উপহার হিসেবে। কাজটি প্রসঙ্গে তনিমা বলেন, ‘প্রায় দুই বছর হবে ঢাকাতে গানটি রেকর্ড করি। গত বছর নিউ জার্সির সুন্দর সুন্দর জায়গায় ভিডিওটি ধারণ করি। এবছর ৬ আগস্ট সেটি উন্মুক্ত করতে পারলাম সবার জন্য। তিন বছর লেগে গেলো!’

ভিডিওটি নির্মাণ করেছেন রাজিব হাসান রাসেল। শুরুতেই তিনি চেয়েছিলেন এতে তনিমার বিপরীতে অন্য কোনও ছেলে মডেল নেয়ার। কিন্তু এতে তনিমা সায় দেননি। পরে নির্মাতা বাধ্য হয়েই তনিমার স্বামী রাকিবকে মডেল হওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে রাজি হননি, পরে তনিমার অনুরোধ কাজটিতে অংশ নেন রাকিব। তনিমা বলেন, ‘কাজটি রাকিব করেছেন শর্ত সাপেক্ষে। সেটা হলো, ভিডিওর দৃশ্যে তাকে ফোকাস করা যাবে না! আমরাও নিরুপায় হয়ে সেটা মেনে নিলাম। বাঁ দিন শেষে কাজটি ভালো হয়েছে।’

রবিবার, ০৯ আগস্ট ২০২০ , ১৮ি জিলহজ ১৪৪১, ২৫ শ্রাবণ ১৪২৭

তনিমা হাদীর গানচিত্র ‘বাতাসের বাঁশি’

বিনোদন প্রতিবেদক |

image

কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী ঈদ উপলক্ষে একটি গানচিত্র প্রকাশ করেছেন। নাম ‘বাতাসের বাঁশি’। শফিক তুহিনের কথা-সুরে গানটি তৈরি হয়েছে। এর ভিডিও নির্মাণ হলো নিউ জার্সির বিভিন্ন লোকেশনে। এতে তনিমা হাদী মডেল হিসেবে দাঁড় করিয়েছেন তারই স্বামী রাকিব হোসেনকে। গানচিল মিউজিকের ব্যানার থেকে এটি প্রকাশ পেয়েছে। তনিমা হাদি গানকে প্রফেশন হিসেবে না নিলেও গানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন ছোটবেলা থেকে। তনিমা এখন সংসার নিয়ে আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে থেকেই নতুন একটি গানচিত্র তৈরি করে প্রকাশ করলেন বাংলাদেশের, ঈদ উপহার হিসেবে। কাজটি প্রসঙ্গে তনিমা বলেন, ‘প্রায় দুই বছর হবে ঢাকাতে গানটি রেকর্ড করি। গত বছর নিউ জার্সির সুন্দর সুন্দর জায়গায় ভিডিওটি ধারণ করি। এবছর ৬ আগস্ট সেটি উন্মুক্ত করতে পারলাম সবার জন্য। তিন বছর লেগে গেলো!’

ভিডিওটি নির্মাণ করেছেন রাজিব হাসান রাসেল। শুরুতেই তিনি চেয়েছিলেন এতে তনিমার বিপরীতে অন্য কোনও ছেলে মডেল নেয়ার। কিন্তু এতে তনিমা সায় দেননি। পরে নির্মাতা বাধ্য হয়েই তনিমার স্বামী রাকিবকে মডেল হওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে রাজি হননি, পরে তনিমার অনুরোধ কাজটিতে অংশ নেন রাকিব। তনিমা বলেন, ‘কাজটি রাকিব করেছেন শর্ত সাপেক্ষে। সেটা হলো, ভিডিওর দৃশ্যে তাকে ফোকাস করা যাবে না! আমরাও নিরুপায় হয়ে সেটা মেনে নিলাম। বাঁ দিন শেষে কাজটি ভালো হয়েছে।’