আন্ডারওয়ার্ল্ডের গল্পে শাহীন সুমনের ‘মাফিয়া’

গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন জাহিদ হাসান

বর্তমানে বেশকিছু চলচ্চিত্র রয়েছে শাহীন সুমনের হাতে। এরমধ্যেই শুরু করতে যাচ্ছেন নতুন এক জার্নি। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন শাহীন সুমন। তারকাবহুল এই সিরিজটির নাম ‘মাফিয়া’। আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ব্যক্তিদের রহস্যময় জীবনযাপনের চিত্র ফুটে উঠবে এখানে। থাকবে প্রেম, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতায় মোড়ানো ভালোবাসা, ক্ষমতার মোহ, প্রতারণার গল্প। শাহীন সুমন জানান, দিল মোহাম্মদের চিত্রনাট্যে ‘মাফিয়া’ নির্মিত হবে ১৫০ পর্বে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আন্ডারওয়ার্ল্ডের গল্পগুলো সবসময়ই আমাকে খুব আকর্ষণ করে। এ ধরনের গল্পের নির্মাণ দর্শকও পছন্দ করেন। সেই ভাবনা থেকেই ‘মাফিয়া’ নির্মাণ করছি। আর ওয়েব সিরিজে আসার কারণ হলো সময়ের ট্রেন্ডটাকে ধরা। এখন সবখানেই বিগ বাজেটে ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। এগুলোর দর্শক চাহিদাও ব্যাপক। আশা করছি ‘মাফিয়া’ ও দর্শকের কাছে জনপ্রিয়তা পাবে।’ ‘১১ আগস্ট থেকে শুটিং শুরু করব নারায়ণগঞ্জে। এছাড়াও ঢাকা ও কক্সবাজারে এ ছবির দৃশ্যায়ন হবে। একসঙ্গে তিন ক্যামেরা দিয়ে চলবে কাজ। আমরা সব প্রস্তুতি নিয়েছি। করোনা মোকাবিলার জন্যও প্রস্তুত রয়েছি আমরা’ শিল্পী তালিকায় চমক থাকবে বলেও জানান এ নির্মাতা। বললেন, চলচ্চিত্র ও টিভির জনপ্রিয় একঝাঁক তারকা এখানে কাজ করবেন। তবে জানাগেছে সিরিজটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। ৭ আগস্ট এই অভিনেতার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানালেন পরিচালক শাহীন।

রবিবার, ০৯ আগস্ট ২০২০ , ১৮ি জিলহজ ১৪৪১, ২৫ শ্রাবণ ১৪২৭

আন্ডারওয়ার্ল্ডের গল্পে শাহীন সুমনের ‘মাফিয়া’

গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক |

image

বর্তমানে বেশকিছু চলচ্চিত্র রয়েছে শাহীন সুমনের হাতে। এরমধ্যেই শুরু করতে যাচ্ছেন নতুন এক জার্নি। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন শাহীন সুমন। তারকাবহুল এই সিরিজটির নাম ‘মাফিয়া’। আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ব্যক্তিদের রহস্যময় জীবনযাপনের চিত্র ফুটে উঠবে এখানে। থাকবে প্রেম, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতায় মোড়ানো ভালোবাসা, ক্ষমতার মোহ, প্রতারণার গল্প। শাহীন সুমন জানান, দিল মোহাম্মদের চিত্রনাট্যে ‘মাফিয়া’ নির্মিত হবে ১৫০ পর্বে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আন্ডারওয়ার্ল্ডের গল্পগুলো সবসময়ই আমাকে খুব আকর্ষণ করে। এ ধরনের গল্পের নির্মাণ দর্শকও পছন্দ করেন। সেই ভাবনা থেকেই ‘মাফিয়া’ নির্মাণ করছি। আর ওয়েব সিরিজে আসার কারণ হলো সময়ের ট্রেন্ডটাকে ধরা। এখন সবখানেই বিগ বাজেটে ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। এগুলোর দর্শক চাহিদাও ব্যাপক। আশা করছি ‘মাফিয়া’ ও দর্শকের কাছে জনপ্রিয়তা পাবে।’ ‘১১ আগস্ট থেকে শুটিং শুরু করব নারায়ণগঞ্জে। এছাড়াও ঢাকা ও কক্সবাজারে এ ছবির দৃশ্যায়ন হবে। একসঙ্গে তিন ক্যামেরা দিয়ে চলবে কাজ। আমরা সব প্রস্তুতি নিয়েছি। করোনা মোকাবিলার জন্যও প্রস্তুত রয়েছি আমরা’ শিল্পী তালিকায় চমক থাকবে বলেও জানান এ নির্মাতা। বললেন, চলচ্চিত্র ও টিভির জনপ্রিয় একঝাঁক তারকা এখানে কাজ করবেন। তবে জানাগেছে সিরিজটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। ৭ আগস্ট এই অভিনেতার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানালেন পরিচালক শাহীন।