অপুর স্বপ্ন রুনা লায়লাকে নিয়ে

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপুর একসময় স্বপ্ন ছিলো একইমঞ্চে উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার। বাংলাদেশের প্রখ্যাত যন্ত্রশিল্পী গীটারিস্ট দীপনের সহযোগিতায় অপুর সেই স্বপ্ন পূরণ হয়েছিল গতবছর। কিন্তু এবার যেন অপুর স্বপ্নটা আরো অধিক হয়ে দেখা দিতে যাচ্ছে। অপু এবার স্বপ্ন দেখছেন তার সুর করা একটি গান রুনা লায়লাকে দিয়ে গাওয়ানোর জন্য। অপু নিজে গান গাওয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবতই নিজেই গান লিখছেন, সুর করছেন, নিজেই সঙ্গীতায়োজন করছেন। যে কারণে অপু রুনা লায়লাকে নিয়ে একটি গান করার স্বপ্ন দেখছেন। এরইমধ্যে অপু রুনা লায়লা’র জন্যই একটি গান লিখেছেন এবং সুর করেছেন। তবে এখনও সাহস করে রুনা লায়লাকে বলা হয়ে উঠৈনি তার। গানটির সঙ্গীতায়োজনের কাজ শেষ করে তবেই তিনি পুরো গানটি নিয়ে রুনা লায়লা’র কাছে হাজির হবেন। এই প্রজন্মের একজন শিল্পী হয়ে অপু’র রুনা লায়লাকে দিয়ে গান গাওয়ানোর স্বপ্ন প্রসঙ্গে অপু আমান বলেন, ‘গেল বছর দীপন ভাইয়ের সহযোগিতায় শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গে একইমঞ্চে গান গাওয়ার সুযোগ পাই আমি। আমার বাবার স্বপ্ন ছিলো তার সঙ্গে একইমঞ্চে যেন আমি গাইতে পারি। সেইদিনটি ছিলো আমার সঙ্গীত জীবনের অন্যতম একটি দিন। কিন্তু তার পর থেকেই আসলে শ্রদ্ধেয় রুনা ম্যাডামকে নিয়ে স্বপ্ন দেখা শুরু আমার। আমি এমন একটি গান লিখেছি যাতে আমার সঙ্গীত জীবনের সাধনা আছে, এমন একটি সুর করেছি যাতে আমার সঙ্গীত জীবনের পুরোটাই উৎসর্গ করেছি। আমি জানিনা কাজটা কবে নাগাদ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শেষ করতে পারব।’

রবিবার, ০৯ আগস্ট ২০২০ , ১৮ি জিলহজ ১৪৪১, ২৫ শ্রাবণ ১৪২৭

অপুর স্বপ্ন রুনা লায়লাকে নিয়ে

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপুর একসময় স্বপ্ন ছিলো একইমঞ্চে উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার। বাংলাদেশের প্রখ্যাত যন্ত্রশিল্পী গীটারিস্ট দীপনের সহযোগিতায় অপুর সেই স্বপ্ন পূরণ হয়েছিল গতবছর। কিন্তু এবার যেন অপুর স্বপ্নটা আরো অধিক হয়ে দেখা দিতে যাচ্ছে। অপু এবার স্বপ্ন দেখছেন তার সুর করা একটি গান রুনা লায়লাকে দিয়ে গাওয়ানোর জন্য। অপু নিজে গান গাওয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবতই নিজেই গান লিখছেন, সুর করছেন, নিজেই সঙ্গীতায়োজন করছেন। যে কারণে অপু রুনা লায়লাকে নিয়ে একটি গান করার স্বপ্ন দেখছেন। এরইমধ্যে অপু রুনা লায়লা’র জন্যই একটি গান লিখেছেন এবং সুর করেছেন। তবে এখনও সাহস করে রুনা লায়লাকে বলা হয়ে উঠৈনি তার। গানটির সঙ্গীতায়োজনের কাজ শেষ করে তবেই তিনি পুরো গানটি নিয়ে রুনা লায়লা’র কাছে হাজির হবেন। এই প্রজন্মের একজন শিল্পী হয়ে অপু’র রুনা লায়লাকে দিয়ে গান গাওয়ানোর স্বপ্ন প্রসঙ্গে অপু আমান বলেন, ‘গেল বছর দীপন ভাইয়ের সহযোগিতায় শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গে একইমঞ্চে গান গাওয়ার সুযোগ পাই আমি। আমার বাবার স্বপ্ন ছিলো তার সঙ্গে একইমঞ্চে যেন আমি গাইতে পারি। সেইদিনটি ছিলো আমার সঙ্গীত জীবনের অন্যতম একটি দিন। কিন্তু তার পর থেকেই আসলে শ্রদ্ধেয় রুনা ম্যাডামকে নিয়ে স্বপ্ন দেখা শুরু আমার। আমি এমন একটি গান লিখেছি যাতে আমার সঙ্গীত জীবনের সাধনা আছে, এমন একটি সুর করেছি যাতে আমার সঙ্গীত জীবনের পুরোটাই উৎসর্গ করেছি। আমি জানিনা কাজটা কবে নাগাদ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শেষ করতে পারব।’