করোনা পরিস্থিতি নিয়ে ‘থাংক ইউ বাংলাদেশ’

করোনা পরিস্থিতির মধ্যেও অনেকে মৃত্যুর ঝুঁকিকে তুচ্ছ করে, নিজ পরিবারের কথা চিন্তা না করে, শুধু বাংলার সুদিন ফেরার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন। ইতোমধ্যেই তাদের অনেকেই শহীদ হয়েছেন। তাদের এই অবদানের প্রতি শ্রদ্ধা রেখে একটি ক্ষুদ্র প্রচেষ্টার নাম ‘থ্যাঙ্ক ইউ বাংলাদেশ’ গান। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজেদুর সাহেদ এবং গানটির পরিকল্পনা ও ভিডিও পরিচালনা করেছেন এ, বি, এম, এহসানুজ্জামান অভি। গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। এরা হচ্ছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কাকলী, কাজী শুভ এবং মেজর মো. আশরাফুল আলম সুজন। গানটি প্রকাশ পেয়েছে একসঙ্গে টিভির পর্দায় এবং ইউটিউব চ্যানেলে। এই প্রজেক্টে চারটি দেশাত্ববোধক গানকে নতুনভাবে সাজানো হয়েছে। যেখানে প্রথম অংশে, করোনা পরিস্থিতির পূর্বে বাংলার চিরাচরিত অপরূপ সৌন্দর্য দেখানো হবে। দ্বিতীয় গানের দৃশ্যে করোনা পরিস্থিতিতে বাংলার অবস্থা চিত্রায়িত হবে। তৃতীয় গানের দৃশ্যে বাঙালির করোনা মোকাবিলায় সম্মুকযোদ্ধাদের জেগে ওঠার চিত্র চিত্রায়িত হবে এবং শেষ অংশে বাংলা মা যেন তার আবার আগের স্বরূপে ফিরে আসে খুব দ্রুত, এই আশাবাদ প্রস্ফুটিত হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ , ২২ জিলহজ ১৪৪১, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা পরিস্থিতি নিয়ে ‘থাংক ইউ বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক |

image

করোনা পরিস্থিতির মধ্যেও অনেকে মৃত্যুর ঝুঁকিকে তুচ্ছ করে, নিজ পরিবারের কথা চিন্তা না করে, শুধু বাংলার সুদিন ফেরার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন। ইতোমধ্যেই তাদের অনেকেই শহীদ হয়েছেন। তাদের এই অবদানের প্রতি শ্রদ্ধা রেখে একটি ক্ষুদ্র প্রচেষ্টার নাম ‘থ্যাঙ্ক ইউ বাংলাদেশ’ গান। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজেদুর সাহেদ এবং গানটির পরিকল্পনা ও ভিডিও পরিচালনা করেছেন এ, বি, এম, এহসানুজ্জামান অভি। গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। এরা হচ্ছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কাকলী, কাজী শুভ এবং মেজর মো. আশরাফুল আলম সুজন। গানটি প্রকাশ পেয়েছে একসঙ্গে টিভির পর্দায় এবং ইউটিউব চ্যানেলে। এই প্রজেক্টে চারটি দেশাত্ববোধক গানকে নতুনভাবে সাজানো হয়েছে। যেখানে প্রথম অংশে, করোনা পরিস্থিতির পূর্বে বাংলার চিরাচরিত অপরূপ সৌন্দর্য দেখানো হবে। দ্বিতীয় গানের দৃশ্যে করোনা পরিস্থিতিতে বাংলার অবস্থা চিত্রায়িত হবে। তৃতীয় গানের দৃশ্যে বাঙালির করোনা মোকাবিলায় সম্মুকযোদ্ধাদের জেগে ওঠার চিত্র চিত্রায়িত হবে এবং শেষ অংশে বাংলা মা যেন তার আবার আগের স্বরূপে ফিরে আসে খুব দ্রুত, এই আশাবাদ প্রস্ফুটিত হবে।