বাবার প্রথম সিনেমার গানে কণ্ঠ দিলেন দিঠি

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার জীবনে প্রথম সিনেমাতে গান লিখেছিলেন সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমায়। গানটির সুর সঙ্গীত করেছিলেন সত্য সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বশির আহমেদ ও আঞ্জুমান আরা বেগম। গাজী মাজহারুল আনোয়ারের গানটি এবার গেয়েছেন তারই যোগ্য উত্তরসূরি দিঠি আনোয়ার। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইউসুফ আহমেদ খান। গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘যে কোন প্রথম’র প্রতি একটা ভালোলাগা কাজ করে সবারই জীবনে। সিনেমায় আমার আব্বুর লেখা প্রথম গান ছিল এটি এবং এটি বাংলাদেশের সিনেমার একটি মাইলফলক গান। আব্বুর কাছে এই গানটি এক অন্যরকম অনুভূতির স্থান দখল করে আছে। যে কারণে এই গানটির প্রতি আমারও বিশেষ ভালোলাগা আছে। তাই আব্বুর প্রতি শ্রদ্ধা রেখেই গানটি আমার কণ্ঠে তুলে নিলাম। এটা সত্যিই যে শ্রদ্ধেয় আঞ্জুমান আরা আন্টির মতো করে কোনদিনই গাইতে পারব না। তবে আমি আমার মতো করেই চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে গেল বৃহস্পতিবার দিঠির উপস্থাপনায় আরটিভিতে রাতে সদ্য প্রয়াত বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার আলাউদ্দিন আলী স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনা করেন দিঠি আনোয়ার। অনুষ্ঠানে এক ফাঁকে সরাসরি ফোনে অংশ নেন আলাউদ্দিন আলীর ছোট কন্যা রাজকন্যা। এদিকে দিঠি আনোয়ার নতুন একটি প্রজেক্টের জন্যও বাবার লেখা আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন। আরও পাঁচজন গান গাইবেন গাজী মাজহারুল আনোয়ারের কথায়। এদিকে সাখাওয়াত হোসেন মারুফেরর লেখা ও সুরে ইউসুফ আহমেদ খানের সঙ্গীতায়োজনে আরেকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার। সবগুলো গানই ধীরে ধীরে চলতি বছরেই প্রকাশ পাবে বলে জানান দিঠি আনোয়ার। আগামী মাস থেকে আবারও দিঠি আনোয়ারের উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে মাছরাঙ্গা টিভি’র নিয়মিত গানের অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’।

শনিবার, ১৫ আগস্ট ২০২০ , ২৪ জিলহজ ১৪৪১, ৩১ শ্রাবণ ১৪২৭

বাবার প্রথম সিনেমার গানে কণ্ঠ দিলেন দিঠি

বিনোদন প্রতিবেদক |

image

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার জীবনে প্রথম সিনেমাতে গান লিখেছিলেন সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমায়। গানটির সুর সঙ্গীত করেছিলেন সত্য সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বশির আহমেদ ও আঞ্জুমান আরা বেগম। গাজী মাজহারুল আনোয়ারের গানটি এবার গেয়েছেন তারই যোগ্য উত্তরসূরি দিঠি আনোয়ার। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইউসুফ আহমেদ খান। গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘যে কোন প্রথম’র প্রতি একটা ভালোলাগা কাজ করে সবারই জীবনে। সিনেমায় আমার আব্বুর লেখা প্রথম গান ছিল এটি এবং এটি বাংলাদেশের সিনেমার একটি মাইলফলক গান। আব্বুর কাছে এই গানটি এক অন্যরকম অনুভূতির স্থান দখল করে আছে। যে কারণে এই গানটির প্রতি আমারও বিশেষ ভালোলাগা আছে। তাই আব্বুর প্রতি শ্রদ্ধা রেখেই গানটি আমার কণ্ঠে তুলে নিলাম। এটা সত্যিই যে শ্রদ্ধেয় আঞ্জুমান আরা আন্টির মতো করে কোনদিনই গাইতে পারব না। তবে আমি আমার মতো করেই চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে গেল বৃহস্পতিবার দিঠির উপস্থাপনায় আরটিভিতে রাতে সদ্য প্রয়াত বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার আলাউদ্দিন আলী স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনা করেন দিঠি আনোয়ার। অনুষ্ঠানে এক ফাঁকে সরাসরি ফোনে অংশ নেন আলাউদ্দিন আলীর ছোট কন্যা রাজকন্যা। এদিকে দিঠি আনোয়ার নতুন একটি প্রজেক্টের জন্যও বাবার লেখা আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন। আরও পাঁচজন গান গাইবেন গাজী মাজহারুল আনোয়ারের কথায়। এদিকে সাখাওয়াত হোসেন মারুফেরর লেখা ও সুরে ইউসুফ আহমেদ খানের সঙ্গীতায়োজনে আরেকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার। সবগুলো গানই ধীরে ধীরে চলতি বছরেই প্রকাশ পাবে বলে জানান দিঠি আনোয়ার। আগামী মাস থেকে আবারও দিঠি আনোয়ারের উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে মাছরাঙ্গা টিভি’র নিয়মিত গানের অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’।