জাতীয় শোক দিবসে টুটুলের গানচিত্র ‘পিতা’

মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পরাজিত দেশি-বিদেশি শক্তি এবং ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে। দিনটি বাঙালির জাতীয় শোক দিবস। মুজিববর্ষে শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে এসআই টুটুলের কণ্ঠে ‘পিতা’ শিরোনামের একটি গান। এরই মধ্যে গানচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন টেলিভিশনের পর্দায় প্রচার হচ্ছে। গানটির কথা লিখেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। সুর ও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী এসআই টুটুল নিজেই। বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন সম্রাট আজাদ।

সোমবার, ১৭ আগস্ট ২০২০ , ২৬ জিলহজ ১৪৪১, ০২ ভাদ্র ১৪২৭

জাতীয় শোক দিবসে টুটুলের গানচিত্র ‘পিতা’

বিনোদন প্রতিবেদক |

image

মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পরাজিত দেশি-বিদেশি শক্তি এবং ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে। দিনটি বাঙালির জাতীয় শোক দিবস। মুজিববর্ষে শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে এসআই টুটুলের কণ্ঠে ‘পিতা’ শিরোনামের একটি গান। এরই মধ্যে গানচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন টেলিভিশনের পর্দায় প্রচার হচ্ছে। গানটির কথা লিখেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। সুর ও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী এসআই টুটুল নিজেই। বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন সম্রাট আজাদ।