আন্তর্জাতিক সম্মাননা পেলেন চিত্রনায়িকা ববি

চিত্রনায়িকা ববি ‘নোলক’ সিনেমাতে অভিনয়ের জন্য এবারই প্রথম কোন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন। ৯ আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়া ফার্স্ট বর্ডারলেস ডিজিটাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল ‘ইনডাস ভ্যালি ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তিনি এই সম্মাননা অর্জন করেন। আপাতত অনলাইনে চিত্রনায়িকা ববি’র নাম শ্রেষ্ঠ অভিনেত্রী (গ্ল্যামারাস রোল) হিসেবে ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ববি ভারতে গিয়ে এই সম্মাননা নিজ হাতে গ্রহণ করবেন বলে জানান। প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে ববি বলেন, ‘২০২০ সালটা তো আসলে আমাদের সবার জন্য অনেক কষ্টের, বেদনার। আমরা আশা করতে ভুলেই গিয়েছি এই বছরে। কিন্তু এত আশাহত ঘটনার মাঝে নোলক সিনেমার জন্য আমার এই পুরস্কারপ্রাপ্তির বিষয়টি ছিল অনেক আনন্দের, উচ্ছ্বাসের। এই অর্জন শুধু আমার নয়, আমি মনে করি আমার চলচ্চিত্র পরিবারের সবার। আমি আগামীতে আরও ভালো ভালো গল্পের সিনেমায় এবং চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করব’ এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি এরই মধ্যে মুক্তি পাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে গেছে এই সিনেমাটি। সৈকত নাসির পরিচালিক ‘আকবর’ সিনেমার কাজও দুদিন করেছিলেন ববি। কিন্তু সেই সিনেমার শুটিং-ও বন্ধ হয়ে আছে। প্রচার শুরু হবে শিগগরিই ববির নতুন বিজ্ঞাপন এলিট মেহেদী। এটি নির্মাণ করেছেন রাকিব। এদিকে আজ ববির জন্মদিন। ববির জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা গেল বছরের ৫ এপ্রিল ইন্তেকাল করেছেন। ববির ভাষ্যমতে তার বাবা ছাড়া তার জীবনের সব অর্জন আনন্দ অর্ধেক হয়েগেছে। আজ সন্ধ্যায় তিনি তার প্রিয় প্রিয় কিছু মানুষের সঙ্গে জন্মদিনের কিছুটা সময় আনন্দে কাটানোর চেষ্টা করবেন। এদিকে ববি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রক্তমুখী নীলা’। এটি নির্মাণ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এটি কলকাতাতে মুক্তি পায় করোনাক্রান্তিকাল শুরু হওয়ার আগে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে গেছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ , ২৭ জিলহজ ১৪৪১, ০৩ ভাদ্র ১৪২৭

আন্তর্জাতিক সম্মাননা পেলেন চিত্রনায়িকা ববি

বিনোদন প্রতিবেদক |

image

চিত্রনায়িকা ববি ‘নোলক’ সিনেমাতে অভিনয়ের জন্য এবারই প্রথম কোন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন। ৯ আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়া ফার্স্ট বর্ডারলেস ডিজিটাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল ‘ইনডাস ভ্যালি ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তিনি এই সম্মাননা অর্জন করেন। আপাতত অনলাইনে চিত্রনায়িকা ববি’র নাম শ্রেষ্ঠ অভিনেত্রী (গ্ল্যামারাস রোল) হিসেবে ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ববি ভারতে গিয়ে এই সম্মাননা নিজ হাতে গ্রহণ করবেন বলে জানান। প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে ববি বলেন, ‘২০২০ সালটা তো আসলে আমাদের সবার জন্য অনেক কষ্টের, বেদনার। আমরা আশা করতে ভুলেই গিয়েছি এই বছরে। কিন্তু এত আশাহত ঘটনার মাঝে নোলক সিনেমার জন্য আমার এই পুরস্কারপ্রাপ্তির বিষয়টি ছিল অনেক আনন্দের, উচ্ছ্বাসের। এই অর্জন শুধু আমার নয়, আমি মনে করি আমার চলচ্চিত্র পরিবারের সবার। আমি আগামীতে আরও ভালো ভালো গল্পের সিনেমায় এবং চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করব’ এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি এরই মধ্যে মুক্তি পাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে গেছে এই সিনেমাটি। সৈকত নাসির পরিচালিক ‘আকবর’ সিনেমার কাজও দুদিন করেছিলেন ববি। কিন্তু সেই সিনেমার শুটিং-ও বন্ধ হয়ে আছে। প্রচার শুরু হবে শিগগরিই ববির নতুন বিজ্ঞাপন এলিট মেহেদী। এটি নির্মাণ করেছেন রাকিব। এদিকে আজ ববির জন্মদিন। ববির জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা গেল বছরের ৫ এপ্রিল ইন্তেকাল করেছেন। ববির ভাষ্যমতে তার বাবা ছাড়া তার জীবনের সব অর্জন আনন্দ অর্ধেক হয়েগেছে। আজ সন্ধ্যায় তিনি তার প্রিয় প্রিয় কিছু মানুষের সঙ্গে জন্মদিনের কিছুটা সময় আনন্দে কাটানোর চেষ্টা করবেন। এদিকে ববি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রক্তমুখী নীলা’। এটি নির্মাণ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এটি কলকাতাতে মুক্তি পায় করোনাক্রান্তিকাল শুরু হওয়ার আগে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে গেছে।