হাসপাতালে ভর্তি গায়ক আকবর

ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন কণ্ঠশিল্পী আকবর। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে। বর্তমানে আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। জানা গেছে আকবরের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। ইত্যাদির মাধ্যমে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে তখন মাত করেছিলেন রিকশাচালক আকবর। সেই সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়ী পত্র) অনুদান দেন। আপাতত সেই অনুদানের টাকায় স্বামীর চিকিৎসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন কানিজ ফাতেমা।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ , ২৭ জিলহজ ১৪৪১, ০৩ ভাদ্র ১৪২৭

হাসপাতালে ভর্তি গায়ক আকবর

বিনোদন প্রতিবেদক |

image

ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন কণ্ঠশিল্পী আকবর। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে। বর্তমানে আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। জানা গেছে আকবরের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। ইত্যাদির মাধ্যমে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে তখন মাত করেছিলেন রিকশাচালক আকবর। সেই সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়ী পত্র) অনুদান দেন। আপাতত সেই অনুদানের টাকায় স্বামীর চিকিৎসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন কানিজ ফাতেমা।