ঈদের নাটক দিয়ে প্রশংসিত মাবরুর রশীদ বান্নাহ্

এবারের ঈদুল আজহাতেও দর্শকদের মন মাতিয়েছে চমৎকার কিছু নাটক-টেলিফিল্ম। এগুলোর মধ্য দিয়ে দর্শকদের মধ্যে আলোচনায় এসেছেন এই প্রজন্মের নন্দিত নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ পরিচালিত দুই নাটক। নাটকের নাম ‘এ বিটার লাভ স্টোরি’ ও ‘ব্যঞ্জনবর্ণ’। এর মধ্যে ঈদুল আজহা ২০২০ সালের ঈদের নাটকগুলোর মধ্যে ১ নাম্বার স্থানে আছে ‘ব্যঞ্জনবর্ণ’ নাটকটি। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সাফা কবির। ‘এ বিটার লাভ স্টোরি’ নাটকটি ঈদ উপলক্ষে গত (৮ আগস্ট) ক্লাব ইলেভেনের এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পরপরই দর্শক থেকে শুরু করে সমালোচকদের নজর কেঁড়েছে। এতে তাহসান ও সাফা কবির খুনসুটি অভিনয়েরও প্রশংসা করেছে তাদের ভক্ত-অনুরাগীরা। ‘ব্যঞ্জনবর্ণ’ আরটিভিতে প্রচার হবার পর থেকেই বেশ সাড়া জাগানো এই নাটকটি দেখা যাচ্ছে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে। এই নাটকটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসা পাচ্ছে এটি। মোশাররফ করিম ও সায়লা সাবি অভিনীত এই নাটকটিতে দর্শকরা বাস্তব সমাজের প্রেক্ষাপৃটের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে। এতে মোশাররফ কমির অভিনয়ের পাশাপাশি গৃহকর্মীর ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন তারকা অভিনয়শিল্পী মনিরা মিঠু। এ বিটার লাভ স্টোরী-ব্যঞ্জনবর্ণ ছাড়াও মাবরুর রশীদ বান্নাহ্’র নির্মাণে এবারের ঈদে আই মিস ইউ মা, মধ্যবিত্ত হওয়াটাই পাপ, আমার অপরাধ কী, ডেট রুম, বায়না, শ্বশুর সাহেবের, ব্লাইন্ড বার্ডস, সাহেব বিবি ও চোর, ডিপ্রেসড জেনারেশন, হ্যাপী ম্যারেজ এনিভার্সারি। ঈদে প্রচারিত বান্নাহ্ নির্মাণে প্রতিটি নাটকই দর্শকের হৃদয় স্পর্শ করেছে।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ বলেন, ‘ব্যঞ্জনবর্ণ’ নাটকটি টিভিতে যেদিন প্রচার হয়েছিল। সেদিনই টের পেয়েছিলাম একটা ঘটনা ঘটে গেছে! শুধু টিভিতে দেখেই শর্ত-শর্ত দর্শকদের অনুপ্রেরণাদায়ক, আবেগাপ্লুত ফিডব্যাক যে পেয়েছিলাম সেটা আমাকে বেশ ভাবিয়েছিল। আজকাল রেসপন্স বেশি পাই ফিকশন ইউটিউবে রিলিজ হবার পর। অনলাইন প্ল্যাটফর্ম-এর কন্টেন্টের রেসপন্স অনলাইনেই বেশি আসবে এটাই তো স্বাভাবিক। এই ঘটনাটা আমার আরেকটা ফিকশন ‘এ বিটার লাভ স্টোরি’র ক্ষেত্রেও ঘটেছিল। তবে এবার যেটা ঘটল সেটার জন্য প্রস্তুত ছিলাম না মোটেও। ‘ব্যঞ্জনবর্ণ’ নাটকটি টি.আর.পি’তে এক নম্বরে ছিল। চটুল অথবা অহেতুক জোরপূর্বক ভরে দেয়া ইমোশনাল গল্পই দেখছিলাম টি.আর.পি’তে অথবা ইউটিউবেও বেশিরভাগ সময় চ্যাম্পিয়ন, রানারআপ হয়। সংখ্যাগরিষ্ঠ অতীত অবশ্যই তারই সাক্ষ্য দেয়। তবে এবার পরিস্থিতি দেখলাম পুরোপুরি ভিন্ন। টিআরপি’তে আসা প্রথম ১০ নাটকের বা ফিকশনের বেশিরভাগই দেখলাম গল্প নির্ভর বা জীবনবোধ সমৃদ্ধ। বিষয়টি বেশ সু-খবর তো বটেই।

তারমানে টিভির দর্শক ও ভালো গল্পের ফিকশনগুলোকে সমর্থন দিচ্ছেন। এটা দারুণ উদ্দীপনার কথা, অত্যাধিক আশার কথা। ইউটিউবেও যদি ‘ব্যঞ্জনবর্ণ’ আগে রিলিজ পেতো তবে অনলাইনে আসা ঈদের ফিকশনগুলোর হিসেব নিকাশেও হয়তো বেশ ওলট পালট ঘটতো এই কথাটি আমাকে অনেকেই ম্যাসেজ, রিভিউ বা কমেন্টে বলেছেন। ‘ব্যঞ্জনবর্ণ’র সঙ্গে জড়িত প্রত্যেকটি টিম মেম্বারকে আমার পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা ও আনকাউন্টেবল ভালোবাসা। ‘এ বিটার লাভ স্টোরি’ নাটকটিও কিন্তু টি.আর.পি’তে ৪ নাম্বার। তবে মূল কথা হলো সৎ চেষ্টা, কষ্ট আর পরিশ্রমের ফল আল্লাহ্ নিশ্চিত দেন সেটা আবারও প্রমাণিত হলো। ধন্যবাদ সেই সব অগণিত দর্শকদের, ধন্যবাদ পুরো বাংলাদেশকে ‘ব্যঞ্জনবর্ণ’কে নিরঙ্কুশ সাপোর্ট দেয়ার জন্য।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ , ২৯ জিলহজ ১৪৪১, ০৫ ভাদ্র ১৪২৭

ঈদের নাটক দিয়ে প্রশংসিত মাবরুর রশীদ বান্নাহ্

বিনোদন প্রতিবেদক |

image

এবারের ঈদুল আজহাতেও দর্শকদের মন মাতিয়েছে চমৎকার কিছু নাটক-টেলিফিল্ম। এগুলোর মধ্য দিয়ে দর্শকদের মধ্যে আলোচনায় এসেছেন এই প্রজন্মের নন্দিত নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ পরিচালিত দুই নাটক। নাটকের নাম ‘এ বিটার লাভ স্টোরি’ ও ‘ব্যঞ্জনবর্ণ’। এর মধ্যে ঈদুল আজহা ২০২০ সালের ঈদের নাটকগুলোর মধ্যে ১ নাম্বার স্থানে আছে ‘ব্যঞ্জনবর্ণ’ নাটকটি। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সাফা কবির। ‘এ বিটার লাভ স্টোরি’ নাটকটি ঈদ উপলক্ষে গত (৮ আগস্ট) ক্লাব ইলেভেনের এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পরপরই দর্শক থেকে শুরু করে সমালোচকদের নজর কেঁড়েছে। এতে তাহসান ও সাফা কবির খুনসুটি অভিনয়েরও প্রশংসা করেছে তাদের ভক্ত-অনুরাগীরা। ‘ব্যঞ্জনবর্ণ’ আরটিভিতে প্রচার হবার পর থেকেই বেশ সাড়া জাগানো এই নাটকটি দেখা যাচ্ছে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে। এই নাটকটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসা পাচ্ছে এটি। মোশাররফ করিম ও সায়লা সাবি অভিনীত এই নাটকটিতে দর্শকরা বাস্তব সমাজের প্রেক্ষাপৃটের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে। এতে মোশাররফ কমির অভিনয়ের পাশাপাশি গৃহকর্মীর ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন তারকা অভিনয়শিল্পী মনিরা মিঠু। এ বিটার লাভ স্টোরী-ব্যঞ্জনবর্ণ ছাড়াও মাবরুর রশীদ বান্নাহ্’র নির্মাণে এবারের ঈদে আই মিস ইউ মা, মধ্যবিত্ত হওয়াটাই পাপ, আমার অপরাধ কী, ডেট রুম, বায়না, শ্বশুর সাহেবের, ব্লাইন্ড বার্ডস, সাহেব বিবি ও চোর, ডিপ্রেসড জেনারেশন, হ্যাপী ম্যারেজ এনিভার্সারি। ঈদে প্রচারিত বান্নাহ্ নির্মাণে প্রতিটি নাটকই দর্শকের হৃদয় স্পর্শ করেছে।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ বলেন, ‘ব্যঞ্জনবর্ণ’ নাটকটি টিভিতে যেদিন প্রচার হয়েছিল। সেদিনই টের পেয়েছিলাম একটা ঘটনা ঘটে গেছে! শুধু টিভিতে দেখেই শর্ত-শর্ত দর্শকদের অনুপ্রেরণাদায়ক, আবেগাপ্লুত ফিডব্যাক যে পেয়েছিলাম সেটা আমাকে বেশ ভাবিয়েছিল। আজকাল রেসপন্স বেশি পাই ফিকশন ইউটিউবে রিলিজ হবার পর। অনলাইন প্ল্যাটফর্ম-এর কন্টেন্টের রেসপন্স অনলাইনেই বেশি আসবে এটাই তো স্বাভাবিক। এই ঘটনাটা আমার আরেকটা ফিকশন ‘এ বিটার লাভ স্টোরি’র ক্ষেত্রেও ঘটেছিল। তবে এবার যেটা ঘটল সেটার জন্য প্রস্তুত ছিলাম না মোটেও। ‘ব্যঞ্জনবর্ণ’ নাটকটি টি.আর.পি’তে এক নম্বরে ছিল। চটুল অথবা অহেতুক জোরপূর্বক ভরে দেয়া ইমোশনাল গল্পই দেখছিলাম টি.আর.পি’তে অথবা ইউটিউবেও বেশিরভাগ সময় চ্যাম্পিয়ন, রানারআপ হয়। সংখ্যাগরিষ্ঠ অতীত অবশ্যই তারই সাক্ষ্য দেয়। তবে এবার পরিস্থিতি দেখলাম পুরোপুরি ভিন্ন। টিআরপি’তে আসা প্রথম ১০ নাটকের বা ফিকশনের বেশিরভাগই দেখলাম গল্প নির্ভর বা জীবনবোধ সমৃদ্ধ। বিষয়টি বেশ সু-খবর তো বটেই।

তারমানে টিভির দর্শক ও ভালো গল্পের ফিকশনগুলোকে সমর্থন দিচ্ছেন। এটা দারুণ উদ্দীপনার কথা, অত্যাধিক আশার কথা। ইউটিউবেও যদি ‘ব্যঞ্জনবর্ণ’ আগে রিলিজ পেতো তবে অনলাইনে আসা ঈদের ফিকশনগুলোর হিসেব নিকাশেও হয়তো বেশ ওলট পালট ঘটতো এই কথাটি আমাকে অনেকেই ম্যাসেজ, রিভিউ বা কমেন্টে বলেছেন। ‘ব্যঞ্জনবর্ণ’র সঙ্গে জড়িত প্রত্যেকটি টিম মেম্বারকে আমার পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা ও আনকাউন্টেবল ভালোবাসা। ‘এ বিটার লাভ স্টোরি’ নাটকটিও কিন্তু টি.আর.পি’তে ৪ নাম্বার। তবে মূল কথা হলো সৎ চেষ্টা, কষ্ট আর পরিশ্রমের ফল আল্লাহ্ নিশ্চিত দেন সেটা আবারও প্রমাণিত হলো। ধন্যবাদ সেই সব অগণিত দর্শকদের, ধন্যবাদ পুরো বাংলাদেশকে ‘ব্যঞ্জনবর্ণ’কে নিরঙ্কুশ সাপোর্ট দেয়ার জন্য।