নিজের এবং অন্যের সুরে ব্যস্ত ফাহমিদা

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পিছিয়ে নেই বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তিনিও ইউটিউবে একটি চ্যানেলের যাত্রা শুরু করেছেন। নাম ‘আনমোল প্রেজেন্টস’। বলা যায় এই চ্যানেলটিকে ঘিরেই তার এখন যতো ভাবনা। ভাবনা অবশ্যই গানকেন্দ্রিক। লকডাউনের দিনগুলোতে সুদূর লন্ডনে বসেও সুর সৃষ্টি থেকে দূরে ছিলেন না সবার প্রিয় ফাহমিদা নবী। সেখানে বসেই আনমনে তিনি সুর সৃষ্টি করেছেন নিজেরই লেখা গান ‘তোমায় একটা গান শোনাবো’র। আর দেশে ফিরেই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন অন্য সুরকারদের সৃষ্ট সুরে নিজের কন্ঠকে যতনে গীতিকবিতায় তুলে দিতে। এরই মধ্যে তিনি ভিন্ন গীতিকিার এবং সুরকারের যতনে গড়া তিনটি গানে নিজের কন্ঠকে তুলে ধরেছেন। গান তিনটি হলোর ‘সেদিন হঠাৎ শিশির ভেজা’, ‘ভালোবাসা কারে বলে’ এবং ‘আয়না বন্ধু আরেকটি বার’। প্রথম গানটি লিখেছেন সুজন বড়–য়া সাইম এবং সুর করেছেন সজীব দাস। দ্বিতীয় গানটি লিখেছেন সিফাত শাহরীয়ার এবং সুর করেছেন বর্ণ চক্রবর্তী, তৃতীয় গানটি লিখেছেন আনিসুজ্জামান জুয়েল এবং সুর করেছেন যথারীতি বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী জানান সবগুলো গানেরই দ্রুত মিউজিক ভিডিও নির্মাণ করা শেষে গানগুলো প্রচারে আসবে ‘আনমোল প্রেজন্টেসে’। তবে ফাহমিদা নবী জানান ‘ভালোবাসা কারে বলে’ গানটি প্রচারে আসবে ভিন্ন একটি ইউটিউব চ্যানেলে। ফাহমিদা নবী বলেন, গান গাইতে আমার কখনো ক্লান্তি আসেনা। বরং যখন গানের মধ্যে থাকি, গান নিয়ে ভাবি, কন্ঠ নিয়ে খেলা করি তখন যেন নিজের মধ্যেই অন্যরকম ভালোলাগা কাজ করে। কখনোই ক্লান্তি আসেনা। গানের প্রতি দিন দিন ভালোবাসা যেন বেড়েই চলেছে। যে ধরনের গান আমার কণ্ঠের মধ্যদিয়ে সৃষ্ট হলো তা থেকে যাবে শ্রোতা দর্শকের ভালোবায় যুগের পর যুগ। এখানেই আসলে শিল্পী জীবনের সার্থকতা।

ফাহমিদা নবীর সুরে এখন পর্যন্ত সৈয়দ আবদুল হাদী, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদারসহ এই প্রজন্মের অনেক শিল্পীই গান গেয়েছেন। আগামী মাসে তিনি নতুন আরেকটি প্রজেক্টের কাজ শুরু করবেন যে গানগুলোর সুর সৃষ্টি তারই। ‘দূরদেশ’ সিনেমার জনপ্রিয় গান ‘ভাইটি আমার তুমি কেঁদোনা’ গানটিই ফাহমিদা নবীর প্রথম সিনেমায় গাওয়া গান। ‘আহা’ সিনেমাতে প্লেব্যাকের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৭৮ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময় ফাহমিদা নবী প্রথম খন্দার নূরুল আলমের সুরে বেতারে একটি গানে কন্ঠ দেন। ১৯৭৯ সালে প্রথম বিটিভিতে ‘চতুরঙ্গ’ অনুষ্ঠানে প্রথম গান করেন তিনি। ‘এই অন্ধকারায় বসে দিন কেটে যায়’ শিরোনামের গানটি লিখেছিলেন কাওছার আহমেদ চৌধুরী এবং সুর করেছিলেন লাকি আখন্দ।

শুক্রবার, ২১ আগস্ট ২০২০ , ৩০ জিলহজ ১৪৪১, ০৬ ভাদ্র ১৪২৭

নিজের এবং অন্যের সুরে ব্যস্ত ফাহমিদা

বিনোদন প্রতিবেদক |

image

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পিছিয়ে নেই বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তিনিও ইউটিউবে একটি চ্যানেলের যাত্রা শুরু করেছেন। নাম ‘আনমোল প্রেজেন্টস’। বলা যায় এই চ্যানেলটিকে ঘিরেই তার এখন যতো ভাবনা। ভাবনা অবশ্যই গানকেন্দ্রিক। লকডাউনের দিনগুলোতে সুদূর লন্ডনে বসেও সুর সৃষ্টি থেকে দূরে ছিলেন না সবার প্রিয় ফাহমিদা নবী। সেখানে বসেই আনমনে তিনি সুর সৃষ্টি করেছেন নিজেরই লেখা গান ‘তোমায় একটা গান শোনাবো’র। আর দেশে ফিরেই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন অন্য সুরকারদের সৃষ্ট সুরে নিজের কন্ঠকে যতনে গীতিকবিতায় তুলে দিতে। এরই মধ্যে তিনি ভিন্ন গীতিকিার এবং সুরকারের যতনে গড়া তিনটি গানে নিজের কন্ঠকে তুলে ধরেছেন। গান তিনটি হলোর ‘সেদিন হঠাৎ শিশির ভেজা’, ‘ভালোবাসা কারে বলে’ এবং ‘আয়না বন্ধু আরেকটি বার’। প্রথম গানটি লিখেছেন সুজন বড়–য়া সাইম এবং সুর করেছেন সজীব দাস। দ্বিতীয় গানটি লিখেছেন সিফাত শাহরীয়ার এবং সুর করেছেন বর্ণ চক্রবর্তী, তৃতীয় গানটি লিখেছেন আনিসুজ্জামান জুয়েল এবং সুর করেছেন যথারীতি বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী জানান সবগুলো গানেরই দ্রুত মিউজিক ভিডিও নির্মাণ করা শেষে গানগুলো প্রচারে আসবে ‘আনমোল প্রেজন্টেসে’। তবে ফাহমিদা নবী জানান ‘ভালোবাসা কারে বলে’ গানটি প্রচারে আসবে ভিন্ন একটি ইউটিউব চ্যানেলে। ফাহমিদা নবী বলেন, গান গাইতে আমার কখনো ক্লান্তি আসেনা। বরং যখন গানের মধ্যে থাকি, গান নিয়ে ভাবি, কন্ঠ নিয়ে খেলা করি তখন যেন নিজের মধ্যেই অন্যরকম ভালোলাগা কাজ করে। কখনোই ক্লান্তি আসেনা। গানের প্রতি দিন দিন ভালোবাসা যেন বেড়েই চলেছে। যে ধরনের গান আমার কণ্ঠের মধ্যদিয়ে সৃষ্ট হলো তা থেকে যাবে শ্রোতা দর্শকের ভালোবায় যুগের পর যুগ। এখানেই আসলে শিল্পী জীবনের সার্থকতা।

ফাহমিদা নবীর সুরে এখন পর্যন্ত সৈয়দ আবদুল হাদী, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদারসহ এই প্রজন্মের অনেক শিল্পীই গান গেয়েছেন। আগামী মাসে তিনি নতুন আরেকটি প্রজেক্টের কাজ শুরু করবেন যে গানগুলোর সুর সৃষ্টি তারই। ‘দূরদেশ’ সিনেমার জনপ্রিয় গান ‘ভাইটি আমার তুমি কেঁদোনা’ গানটিই ফাহমিদা নবীর প্রথম সিনেমায় গাওয়া গান। ‘আহা’ সিনেমাতে প্লেব্যাকের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৭৮ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময় ফাহমিদা নবী প্রথম খন্দার নূরুল আলমের সুরে বেতারে একটি গানে কন্ঠ দেন। ১৯৭৯ সালে প্রথম বিটিভিতে ‘চতুরঙ্গ’ অনুষ্ঠানে প্রথম গান করেন তিনি। ‘এই অন্ধকারায় বসে দিন কেটে যায়’ শিরোনামের গানটি লিখেছিলেন কাওছার আহমেদ চৌধুরী এবং সুর করেছিলেন লাকি আখন্দ।