ঝুমু’র জন্য সাড়া পাচ্ছেন সারিকা

এ সময়ে আলোচিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিকটির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই নাটকে ঝুমুর চরিত্রে অভিনয় করছেন সারিকা সাবা। করোনার ক্রান্তিকালে আবারো নাটকটির শুটিং যেমন শুরু হয়েছে ঠিক তেমনি চ্যানেলটিতে নাটকটির প্রচার আবারো শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন সারিকা সাবাও।

সারিকা জানান, করোনার লকডাউনের মধ্যে কোন নাটকের শুটিং করেননি তিনি। বিগত পাঁচদিন সারিকা ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকেরই শুটিং-এ অংশ নিয়েছেন। সারিকা জানান এরইমধ্যে তিনি নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সারিকা জানান, যদি ঝুমুর চরিত্রে তার অভিনয় না করা হতো তাহলে হয়তো এতোদিনে কোন একটি প্রাইভেট ফার্মে চাকরিতে যোগ দিতেন।

সারিকা সাবা বলেন, রাজ ভাইয়ের প্রতি ভীষণ শ্রদ্ধা রেখেই বলছি, আমার আজকের অবস্থানের নেপথ্যে রাজ ভাই কখনোই ক্রেডিট নিতে চান না। তিনি সবসময়ই বলেন যে আমার অভিনয়ের কারণে ঝুমুর চরিত্রটি দর্শকের কাছে বেশ সাড়া ফেলেছে। যে কারণে তিনি চরিত্রটির প্রতি আরো গুরুত্ব দিয়েছেন এবং দীর্ঘ করেছেন। রাজ ভাইয়ের এমন কথায় আমি আরো বেশি অনুপ্রাণিত হয়েছি। ধারাবাহিকের প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। এই মুহুর্তে আমি অভিনয়কে পেশা হিসেবে যে নিয়েছি, সেটা হয়তো আমার নেয়া হতোনা। আমি কৃতজ্ঞ রাজ ভাইয়ার প্রতি, কৃতজ্ঞ আমার পরিবারের কাছে। আমার ভক্ত দর্শকের প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা। গেলো ঈদে ভাস্কর জনি ও পরাগ পরিচালিত ‘টাকাটা কই’ নাটকে অভিনয় করেন সারিকা সাবা। শিগগিরই সারিকা সাবা রাজেরই নির্দেশনায় আরো দুটি খন্ড নাটক ও ইমরাউল রাফাতের একটি খ- নাটকের কাজ শুরু করবেন। এই তিনটি নাটকেই তার বিপরীতে থাকবেন শামীম হাসান সরকার। রাফাতেরই নির্দেশনায় একটি ওয়েব সিরিজেরও কাজ করবেন তিনি। চয়নিকা চৌধুরী, অলোক হাসানেরও নির্দেশনায় দুটি ভিন্ন খন্ড নাটকের কাজ করবেন সারিকা। এই সময়ে নিজেকে অভিনয়ে আরো পরিপক্ক করে তুলতে চাইছেন সারিকা।

শুক্রবার, ২১ আগস্ট ২০২০ , ৩০ জিলহজ ১৪৪১, ০৬ ভাদ্র ১৪২৭

ঝুমু’র জন্য সাড়া পাচ্ছেন সারিকা

বিনোদন প্রতিবেদক |

image

এ সময়ে আলোচিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিকটির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই নাটকে ঝুমুর চরিত্রে অভিনয় করছেন সারিকা সাবা। করোনার ক্রান্তিকালে আবারো নাটকটির শুটিং যেমন শুরু হয়েছে ঠিক তেমনি চ্যানেলটিতে নাটকটির প্রচার আবারো শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন সারিকা সাবাও।

সারিকা জানান, করোনার লকডাউনের মধ্যে কোন নাটকের শুটিং করেননি তিনি। বিগত পাঁচদিন সারিকা ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকেরই শুটিং-এ অংশ নিয়েছেন। সারিকা জানান এরইমধ্যে তিনি নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সারিকা জানান, যদি ঝুমুর চরিত্রে তার অভিনয় না করা হতো তাহলে হয়তো এতোদিনে কোন একটি প্রাইভেট ফার্মে চাকরিতে যোগ দিতেন।

সারিকা সাবা বলেন, রাজ ভাইয়ের প্রতি ভীষণ শ্রদ্ধা রেখেই বলছি, আমার আজকের অবস্থানের নেপথ্যে রাজ ভাই কখনোই ক্রেডিট নিতে চান না। তিনি সবসময়ই বলেন যে আমার অভিনয়ের কারণে ঝুমুর চরিত্রটি দর্শকের কাছে বেশ সাড়া ফেলেছে। যে কারণে তিনি চরিত্রটির প্রতি আরো গুরুত্ব দিয়েছেন এবং দীর্ঘ করেছেন। রাজ ভাইয়ের এমন কথায় আমি আরো বেশি অনুপ্রাণিত হয়েছি। ধারাবাহিকের প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। এই মুহুর্তে আমি অভিনয়কে পেশা হিসেবে যে নিয়েছি, সেটা হয়তো আমার নেয়া হতোনা। আমি কৃতজ্ঞ রাজ ভাইয়ার প্রতি, কৃতজ্ঞ আমার পরিবারের কাছে। আমার ভক্ত দর্শকের প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা। গেলো ঈদে ভাস্কর জনি ও পরাগ পরিচালিত ‘টাকাটা কই’ নাটকে অভিনয় করেন সারিকা সাবা। শিগগিরই সারিকা সাবা রাজেরই নির্দেশনায় আরো দুটি খন্ড নাটক ও ইমরাউল রাফাতের একটি খ- নাটকের কাজ শুরু করবেন। এই তিনটি নাটকেই তার বিপরীতে থাকবেন শামীম হাসান সরকার। রাফাতেরই নির্দেশনায় একটি ওয়েব সিরিজেরও কাজ করবেন তিনি। চয়নিকা চৌধুরী, অলোক হাসানেরও নির্দেশনায় দুটি ভিন্ন খন্ড নাটকের কাজ করবেন সারিকা। এই সময়ে নিজেকে অভিনয়ে আরো পরিপক্ক করে তুলতে চাইছেন সারিকা।