মুগ্ধ ঈশিতা

রুমানা রশিদ ঈশিতা, দীর্ঘদিন ধরে টিভি নাটকে নিয়মিত নন। মাঝে মাঝে গল্প এবং চরিত্র ভালো লাগলে অভিনয় করেন। এক সময় অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণও করতেন। সেখানেও তার দেখা নেই বিগত পাঁচ বছর যাবত। আবার এক সময় চ্যানেল আইতে চাকুরীও করতেন। সেখান থেকেও নিজেকে সরিয়ে নিয়ে এসেছেন। তার জীবনের ভাবনাজুড়ে এখন ঠাঁই করে নিয়েছে স্বামী, সন্তান আর সংসার। তাই স্বামী ড. আসিফ দৌলা, দুই সন্তান ছেলে জাভির ও মেয়ে আজরিনের সঙ্গেই বেশি সময় কাটে ঈশিতার। এবার বছরের শুরুর দিকে দুটো নাটকে অভিনয়ের কারণে ঈশিতা। নাটক দুটি হল- নির্মাতা মাহমুদুর রহমান হিমি’র ‘কেন’ এবং আশফাক নিপুণের ‘ইতি মা’। এবার ঈদে প্রচার হয় নাটক দুটি। ঈদে দুটি মাত্র নাটকে অভিনয় করেই ব্যপক প্রশংসিত হয়েছেন বলে জানিয়েছেন ঈশিতা। ঈশিতা বলেন, ‘সবার ভালোবাসায় মুগ্ধ আমি। ধন্যবাদ দুই নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি ও নিপুণকে।’

এদিকে আজ ঈশিতার জন্মদিন। তবে করোনারকালে জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তার। পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন তিনি। ঈশিতার জন্ম রাজধানীর ধানম-ির সুফিয়া ক্লিনিকে। ২০০৩ সালের ১৬ মার্চ তিনি বিয়ে করেন। কিছুদিন আগে ‘হোয়াই নট’ নামের রেস্তোরাঁ চালু করেছিলেন। তা বন্ধ করে দিয়েছেন। ঈশিতা প্রথম অভিনয় করেন আফজাল হোসেন ও শান্তা ইসলামের মেয়ের চরিত্রে ১৯৮৭ সালে ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীন দুলালের প্রযোজনায় ‘দু’জনে’ নাটকে। নায়িকা হিসেবে তার প্রথম নাটক ছিলো শহীদুল হক খানের রচনা ও পরিচালনায় জাহিদ হাসানের বিপরীতে ‘তিথি’। তার অভিনীত একমাত্র সিনেমায় প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’। তার নির্দেশিত প্রথম নাটক ছিলো ‘নিঝুম অরণ্যে’। এতে অভিনয় করেছিলেন শানু ও এফএস নাঈম। ঈশিতার ভালোলাগে হুমায়ুন ফরীদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, তারিন, অপির অভিনয়।

শনিবার, ২২ আগস্ট ২০২০ , ২ মহররম ১৪৪২, ২২ আগস্ট ২০২০

মুগ্ধ ঈশিতা

বিনোদন প্রতিবেদক |

image

রুমানা রশিদ ঈশিতা, দীর্ঘদিন ধরে টিভি নাটকে নিয়মিত নন। মাঝে মাঝে গল্প এবং চরিত্র ভালো লাগলে অভিনয় করেন। এক সময় অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণও করতেন। সেখানেও তার দেখা নেই বিগত পাঁচ বছর যাবত। আবার এক সময় চ্যানেল আইতে চাকুরীও করতেন। সেখান থেকেও নিজেকে সরিয়ে নিয়ে এসেছেন। তার জীবনের ভাবনাজুড়ে এখন ঠাঁই করে নিয়েছে স্বামী, সন্তান আর সংসার। তাই স্বামী ড. আসিফ দৌলা, দুই সন্তান ছেলে জাভির ও মেয়ে আজরিনের সঙ্গেই বেশি সময় কাটে ঈশিতার। এবার বছরের শুরুর দিকে দুটো নাটকে অভিনয়ের কারণে ঈশিতা। নাটক দুটি হল- নির্মাতা মাহমুদুর রহমান হিমি’র ‘কেন’ এবং আশফাক নিপুণের ‘ইতি মা’। এবার ঈদে প্রচার হয় নাটক দুটি। ঈদে দুটি মাত্র নাটকে অভিনয় করেই ব্যপক প্রশংসিত হয়েছেন বলে জানিয়েছেন ঈশিতা। ঈশিতা বলেন, ‘সবার ভালোবাসায় মুগ্ধ আমি। ধন্যবাদ দুই নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি ও নিপুণকে।’

এদিকে আজ ঈশিতার জন্মদিন। তবে করোনারকালে জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তার। পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন তিনি। ঈশিতার জন্ম রাজধানীর ধানম-ির সুফিয়া ক্লিনিকে। ২০০৩ সালের ১৬ মার্চ তিনি বিয়ে করেন। কিছুদিন আগে ‘হোয়াই নট’ নামের রেস্তোরাঁ চালু করেছিলেন। তা বন্ধ করে দিয়েছেন। ঈশিতা প্রথম অভিনয় করেন আফজাল হোসেন ও শান্তা ইসলামের মেয়ের চরিত্রে ১৯৮৭ সালে ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীন দুলালের প্রযোজনায় ‘দু’জনে’ নাটকে। নায়িকা হিসেবে তার প্রথম নাটক ছিলো শহীদুল হক খানের রচনা ও পরিচালনায় জাহিদ হাসানের বিপরীতে ‘তিথি’। তার অভিনীত একমাত্র সিনেমায় প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’। তার নির্দেশিত প্রথম নাটক ছিলো ‘নিঝুম অরণ্যে’। এতে অভিনয় করেছিলেন শানু ও এফএস নাঈম। ঈশিতার ভালোলাগে হুমায়ুন ফরীদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, তারিন, অপির অভিনয়।