নিজের সুরে মায়ের গান অন্যের সুরে দেশের গান

ছোটবেলা থেকেই রাজীবের গানে অনুপ্রেরণা ছিলো বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোর। তার সঙ্গীত জীবনের শুরু থেকে এখন পর্যন্ত টিভি শোতে, স্টেজ শো’তে তিনি অ্যান্ড্রু কিশোরের গানই বেশি গেয়েছেন। তাই প্লে-ব্যাক সম্রাটের চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারনেনি রাজীব। এদিকে কিছুদিন আগে রাজীব নিজে প্রথম একটি গানের সুর করেছিলেন। গানটির নাম ‘নতজানু’। দ্বিতীয়বারের মতো রাজীব আরেকটি গানের সুর করেছেন। তার এবারের গানের শিরোনাম ‘মা’। গানটি লিখেছেন সোলায়মান মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এছাড়াও রাজীব বাংলাদেশ বেতারের জন্য শিক্ষক হীরেন্দ্রনাথ মৃধার লেখা ও মকসুদ জামিল মিন্টুর সুর সঙ্গীতে ‘আমার দেশ মহান’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন। মা গানটি আগামী পনেরো দিনের মধ্যেই রাজীবের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাজীব অফিসিয়াল’-এ প্রকাশ পাবে বলে জানা গেছে। ‘আমার দেশ মহান’ গানটি বেতারের প্রচারের পর তার চ্যানেলে প্রকাশ পাবে। রাজীব বলেন, ‘এর আগে একটি গানের সুর করেছিলাম। মাকে নিয়ে নতুন গানটির সুর আমার নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। গানের কথার গভীরতা মন ছুঁয়ে যাবারই মতো। আবার হীরেন্দ্রনাথ মৃধা দাদার লেখা গানটিও এক কথায় অসাধারণ। যথরীতি মিন্টু ভাইও অনন্য সুর সঙ্গীত করেছেন। সবমিলিয়ে দুটো গান নিয়েই আমি আশাবাদী।’

রাজীবের একক অ্যালবামগুলো হচ্ছে ‘ডাংগুলি’, ‘পূর্ব পশ্চিম’, ‘একলা মানুষ’ ও ‘তোমার আমি’। চারটি অ্যালবামেই মা শিরোনামের চারটি গান আছে। রাজীবের প্রথম মৌলিক গান ছিলো জুলফিকার রাসেলের লেখা ও ফোয়াদ নাসের বাবুর সুর সঙ্গীতে ‘আজ সারাটা দিন কী করলে?’। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন সোনিয়ার সঙ্গে ‘সাম্পানওয়ালা’ সিনেমায়।

শনিবার, ২২ আগস্ট ২০২০ , ২ মহররম ১৪৪২, ২২ আগস্ট ২০২০

নিজের সুরে মায়ের গান অন্যের সুরে দেশের গান

বিনোদন প্রতিবেদক |

image

ছোটবেলা থেকেই রাজীবের গানে অনুপ্রেরণা ছিলো বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোর। তার সঙ্গীত জীবনের শুরু থেকে এখন পর্যন্ত টিভি শোতে, স্টেজ শো’তে তিনি অ্যান্ড্রু কিশোরের গানই বেশি গেয়েছেন। তাই প্লে-ব্যাক সম্রাটের চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারনেনি রাজীব। এদিকে কিছুদিন আগে রাজীব নিজে প্রথম একটি গানের সুর করেছিলেন। গানটির নাম ‘নতজানু’। দ্বিতীয়বারের মতো রাজীব আরেকটি গানের সুর করেছেন। তার এবারের গানের শিরোনাম ‘মা’। গানটি লিখেছেন সোলায়মান মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এছাড়াও রাজীব বাংলাদেশ বেতারের জন্য শিক্ষক হীরেন্দ্রনাথ মৃধার লেখা ও মকসুদ জামিল মিন্টুর সুর সঙ্গীতে ‘আমার দেশ মহান’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন। মা গানটি আগামী পনেরো দিনের মধ্যেই রাজীবের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাজীব অফিসিয়াল’-এ প্রকাশ পাবে বলে জানা গেছে। ‘আমার দেশ মহান’ গানটি বেতারের প্রচারের পর তার চ্যানেলে প্রকাশ পাবে। রাজীব বলেন, ‘এর আগে একটি গানের সুর করেছিলাম। মাকে নিয়ে নতুন গানটির সুর আমার নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। গানের কথার গভীরতা মন ছুঁয়ে যাবারই মতো। আবার হীরেন্দ্রনাথ মৃধা দাদার লেখা গানটিও এক কথায় অসাধারণ। যথরীতি মিন্টু ভাইও অনন্য সুর সঙ্গীত করেছেন। সবমিলিয়ে দুটো গান নিয়েই আমি আশাবাদী।’

রাজীবের একক অ্যালবামগুলো হচ্ছে ‘ডাংগুলি’, ‘পূর্ব পশ্চিম’, ‘একলা মানুষ’ ও ‘তোমার আমি’। চারটি অ্যালবামেই মা শিরোনামের চারটি গান আছে। রাজীবের প্রথম মৌলিক গান ছিলো জুলফিকার রাসেলের লেখা ও ফোয়াদ নাসের বাবুর সুর সঙ্গীতে ‘আজ সারাটা দিন কী করলে?’। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন সোনিয়ার সঙ্গে ‘সাম্পানওয়ালা’ সিনেমায়।