অ্যান্ড্রু কিশোর স্মরণে গাইবেন বদরুল হাসান খান ঝন্টু

বাংলা টিভির পর্দায় ২১ আগস্ট শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে গান গেয়েছেন কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু। ওয়ালিদ আহমেদের উপস্থাপনা ও পরিচালনায় ‘রিজ পার্ক গানে গানে’ শিরোনামের এই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে সদ্য প্রয়াত শিল্পী অ্যান্ড্রু কিশোরকে স্মরণ করে গান শোনাবেন তিনি।

এ প্রসঙ্গে শিল্পী বদরুল হাসান খান ঝন্টু বলেন, সদ্য প্রয়াত শিল্পী অ্যান্ড্রু কিশোর ছিলেন বাংলা সঙ্গীতের অন্যতম একজন দিকপাল। তাকে হারিয়ে সঙ্গীতাঙ্গন অনেকটাই বেদনাচ্ছন্ন। গুণী এই শিল্পীকে স্মরণ করে ‘রিজ পার্ক গানে গানে’ শিরোনামের অনুষ্ঠানে গান পরিবেশন করবো। এছাড়া অনুষ্ঠানে প্রয়াত আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সুবীর নন্দীকেও স্মরণ করে গান পরিবেশন করবো।

প্রসঙ্গত, কর্মজীবনে প্রকৌশলী বদরুল হাসান খান ঝন্টু নিয়মিত গান করছেন। রাগ সঙ্গীত, গজল ও মেলোডি ধারায় তার দক্ষতা অতুলনীয়। একক অ্যালবাম ছাড়াও শ্রোতাদের জন্য অনেকগুলো একক গানও গেয়েছেন তিনি। খুব শীঘ্রই শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম রেকর্ড লেবেল সাদামাটার ব্যানারে প্রকাশিত হবে। ইতিপূর্বে সাদামাটার ব্যানারে রাজেশের সুরে ‘শেষ ঠিকানা’ শিরোনামে তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য সাংস্কৃতিকে একটি ফাউন্ডেশন করেছেন। তার তৈরি বদরুল শাহনাজ ফাউন্ডেশন এদেশের শিল্পীদের সহায়তায় কাজ করবে।

শনিবার, ২২ আগস্ট ২০২০ , ২ মহররম ১৪৪২, ২২ আগস্ট ২০২০

অ্যান্ড্রু কিশোর স্মরণে গাইবেন বদরুল হাসান খান ঝন্টু

বিনোদন প্রতিবেদক |

image

বাংলা টিভির পর্দায় ২১ আগস্ট শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে গান গেয়েছেন কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু। ওয়ালিদ আহমেদের উপস্থাপনা ও পরিচালনায় ‘রিজ পার্ক গানে গানে’ শিরোনামের এই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে সদ্য প্রয়াত শিল্পী অ্যান্ড্রু কিশোরকে স্মরণ করে গান শোনাবেন তিনি।

এ প্রসঙ্গে শিল্পী বদরুল হাসান খান ঝন্টু বলেন, সদ্য প্রয়াত শিল্পী অ্যান্ড্রু কিশোর ছিলেন বাংলা সঙ্গীতের অন্যতম একজন দিকপাল। তাকে হারিয়ে সঙ্গীতাঙ্গন অনেকটাই বেদনাচ্ছন্ন। গুণী এই শিল্পীকে স্মরণ করে ‘রিজ পার্ক গানে গানে’ শিরোনামের অনুষ্ঠানে গান পরিবেশন করবো। এছাড়া অনুষ্ঠানে প্রয়াত আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সুবীর নন্দীকেও স্মরণ করে গান পরিবেশন করবো।

প্রসঙ্গত, কর্মজীবনে প্রকৌশলী বদরুল হাসান খান ঝন্টু নিয়মিত গান করছেন। রাগ সঙ্গীত, গজল ও মেলোডি ধারায় তার দক্ষতা অতুলনীয়। একক অ্যালবাম ছাড়াও শ্রোতাদের জন্য অনেকগুলো একক গানও গেয়েছেন তিনি। খুব শীঘ্রই শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম রেকর্ড লেবেল সাদামাটার ব্যানারে প্রকাশিত হবে। ইতিপূর্বে সাদামাটার ব্যানারে রাজেশের সুরে ‘শেষ ঠিকানা’ শিরোনামে তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য সাংস্কৃতিকে একটি ফাউন্ডেশন করেছেন। তার তৈরি বদরুল শাহনাজ ফাউন্ডেশন এদেশের শিল্পীদের সহায়তায় কাজ করবে।