মেঘমালার জন্য সাড়া পাচ্ছেন তিন্নি

এই প্রজন্মের কন্ঠশিল্পী কানিজ খাদিজা তিন্নির নতুন গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানের শিরোনাম ‘মেঘমালা’। গানটি ব্যবহৃত হয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব ও মেহজাবিন অভিনীত ‘বিয়ে’ নাটকে। গানটি লিখেছেন অনুরূপ আইচ। গানটির সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। তিন্নির সঙ্গে গেয়েছেনও তিনি। একজন নতুন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে তিন্নি তার অসাধারণ গায়কীর জন্য বেশ প্রশংসিত হচ্ছেন। তিন্নি বলেন, ‘মেঘমালা গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। যারাই গানটি শুনছেন তারাই গানটির কথা এবং গানটির সুর সঙ্গীত, আমার গায়কী, রাফাত ভাইয়ের গায়কীর প্রশংসা করছেন। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়। আমি ধন্যবাদ জানাতে চাই গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আর সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে আরো ভালো ভালো গান সবাইকে উপহার দিতে পারি।’ এদিকে কাল ছিল তিন্নির জন্মদিন। করোনার এই ক্রান্তিকালে জন্মদিন নিয়ে তার কোন বিশেষ আয়োজন ছিল না। তবে ঘরোয়াভাবে বাবা মা আর ভাইয়েরে সঙ্গে দিনটি উদযাপন করেছেন বলে জানিয়েছেন তিন্নি। ২০১৭ সালের সেরাকন্ঠের শীর্ষদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিন্নি। তিন্নির কন্ঠে প্রথম দেশাত্ববোধক গান হচ্ছে ‘শরৎ আমার স্নিগ্ধতা’। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। তিন্নির নিজস্ব ব্যান্ড দল হচ্ছে ‘টি স্ক্রু’।

সোমবার, ২৪ আগস্ট ২০২০ , ৪ মহররম ১৪৪২, ২৪ আগস্ট ২০২০

মেঘমালার জন্য সাড়া পাচ্ছেন তিন্নি

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের কন্ঠশিল্পী কানিজ খাদিজা তিন্নির নতুন গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানের শিরোনাম ‘মেঘমালা’। গানটি ব্যবহৃত হয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব ও মেহজাবিন অভিনীত ‘বিয়ে’ নাটকে। গানটি লিখেছেন অনুরূপ আইচ। গানটির সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। তিন্নির সঙ্গে গেয়েছেনও তিনি। একজন নতুন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে তিন্নি তার অসাধারণ গায়কীর জন্য বেশ প্রশংসিত হচ্ছেন। তিন্নি বলেন, ‘মেঘমালা গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। যারাই গানটি শুনছেন তারাই গানটির কথা এবং গানটির সুর সঙ্গীত, আমার গায়কী, রাফাত ভাইয়ের গায়কীর প্রশংসা করছেন। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়। আমি ধন্যবাদ জানাতে চাই গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আর সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে আরো ভালো ভালো গান সবাইকে উপহার দিতে পারি।’ এদিকে কাল ছিল তিন্নির জন্মদিন। করোনার এই ক্রান্তিকালে জন্মদিন নিয়ে তার কোন বিশেষ আয়োজন ছিল না। তবে ঘরোয়াভাবে বাবা মা আর ভাইয়েরে সঙ্গে দিনটি উদযাপন করেছেন বলে জানিয়েছেন তিন্নি। ২০১৭ সালের সেরাকন্ঠের শীর্ষদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিন্নি। তিন্নির কন্ঠে প্রথম দেশাত্ববোধক গান হচ্ছে ‘শরৎ আমার স্নিগ্ধতা’। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। তিন্নির নিজস্ব ব্যান্ড দল হচ্ছে ‘টি স্ক্রু’।