নতুন বিজ্ঞাপনে সাড়া পাচ্ছেন তানভীন সুইটি

আফজাল হোসেনের নির্দেশনায় ‘ডায়মন্ড ব্র্যান্ড তেল’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই দর্শকের কাছে সমাদৃত হন তানভীন সুইটি। পরবর্তীতে আরো বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন। তবে একসময় অভিনয়ে বেশি ব্যস্ত হয়ে উঠেন তানভীন সুইটি। তবে বিজ্ঞাপনে কাজ করার প্রতি সবসময়ই আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সুইটি। গেলো ঈদের আগে সুইটিকে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। পিপলুর নির্দেশনায় মুন্নু সিরামিকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটিতে সুইটির নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘এর আগে আমার যতোদূর মনেপড়ে নিরমার একটি বিজ্ঞাপনে দেশের বাইরে শুটিং-এ অংশ নিয়েছিলাম। পিপলুর নির্দেশনায় এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আমার দেশের বাইরের কথাই বারবার মনে হচ্ছিলো। কারণ আমাকে শুধু ক্যামেরার সামনে নিজেকে দাঁড় করানো ছাড়া আর কোনকিছু নিয়েই ভাবতে হয়নি। পূর্ণ মনোযোগ দিয়ে আমি কাজটি করতে পেরেছি বলেই কাজটির জন্য বেশ সাড়াও পাচ্ছি আমি। আমাদের দেশে বিজ্ঞাপন নির্মাণ যে আন্তর্জাতিক মানের হয়েছে তা নিজে এই কাজটি করে উপলদ্ধি করতে পেরেছি আমি। আমার কাছে খুউব ভালোলেগেছে কাজটি করে। আর এটা সত্যিই মুন্নু সিরামিক তার আগের ঐতিহ্য এখনো ধরে রাখতে পেরেছে।’ এদিকে এরইমধ্যে সুইটি শামীম আহম্মেদ রনির নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’র কাজ শেষ করেছেন। তানভীন সুইটি জানান বঙ্গবন্ধু খুন হবার পরের দুইদিন তাজ উদ্দিন আহমেদ এবং তার স্ত্রীর মধ্যকার আলাপচারিতা, ঘটনা নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। মুজিব বর্ষে প্রচারের জন্যই এটি নির্মিত হয়েছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করাটাকে তানভীন সুইটি ভীষণ সৌভাগ্যের বলেও দাবী করেছেন। এদিকে করোনাকালে সুইটির সার্বিক তত্ত্বাবধানে শিল্পীদের সমন্বয়ে জনসচেতনতামূলক ভিডিও ‘ভোর হবেই’ নির্মিত হয়েছিলো। আবার করোনাকালেই ‘দুরন্ত’ টিভিতে সুইটি অভিনীত ও যুবরাজ খান পরিচালিত ‘ব’তে বন্ধু’ ধারাবাহিকটির পুনঃপ্রচার শুরু হয়।

সোমবার, ২৪ আগস্ট ২০২০ , ৪ মহররম ১৪৪২, ২৪ আগস্ট ২০২০

নতুন বিজ্ঞাপনে সাড়া পাচ্ছেন তানভীন সুইটি

বিনোদন প্রতিবেদক |

image

আফজাল হোসেনের নির্দেশনায় ‘ডায়মন্ড ব্র্যান্ড তেল’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই দর্শকের কাছে সমাদৃত হন তানভীন সুইটি। পরবর্তীতে আরো বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন। তবে একসময় অভিনয়ে বেশি ব্যস্ত হয়ে উঠেন তানভীন সুইটি। তবে বিজ্ঞাপনে কাজ করার প্রতি সবসময়ই আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সুইটি। গেলো ঈদের আগে সুইটিকে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। পিপলুর নির্দেশনায় মুন্নু সিরামিকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটিতে সুইটির নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘এর আগে আমার যতোদূর মনেপড়ে নিরমার একটি বিজ্ঞাপনে দেশের বাইরে শুটিং-এ অংশ নিয়েছিলাম। পিপলুর নির্দেশনায় এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আমার দেশের বাইরের কথাই বারবার মনে হচ্ছিলো। কারণ আমাকে শুধু ক্যামেরার সামনে নিজেকে দাঁড় করানো ছাড়া আর কোনকিছু নিয়েই ভাবতে হয়নি। পূর্ণ মনোযোগ দিয়ে আমি কাজটি করতে পেরেছি বলেই কাজটির জন্য বেশ সাড়াও পাচ্ছি আমি। আমাদের দেশে বিজ্ঞাপন নির্মাণ যে আন্তর্জাতিক মানের হয়েছে তা নিজে এই কাজটি করে উপলদ্ধি করতে পেরেছি আমি। আমার কাছে খুউব ভালোলেগেছে কাজটি করে। আর এটা সত্যিই মুন্নু সিরামিক তার আগের ঐতিহ্য এখনো ধরে রাখতে পেরেছে।’ এদিকে এরইমধ্যে সুইটি শামীম আহম্মেদ রনির নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’র কাজ শেষ করেছেন। তানভীন সুইটি জানান বঙ্গবন্ধু খুন হবার পরের দুইদিন তাজ উদ্দিন আহমেদ এবং তার স্ত্রীর মধ্যকার আলাপচারিতা, ঘটনা নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। মুজিব বর্ষে প্রচারের জন্যই এটি নির্মিত হয়েছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করাটাকে তানভীন সুইটি ভীষণ সৌভাগ্যের বলেও দাবী করেছেন। এদিকে করোনাকালে সুইটির সার্বিক তত্ত্বাবধানে শিল্পীদের সমন্বয়ে জনসচেতনতামূলক ভিডিও ‘ভোর হবেই’ নির্মিত হয়েছিলো। আবার করোনাকালেই ‘দুরন্ত’ টিভিতে সুইটি অভিনীত ও যুবরাজ খান পরিচালিত ‘ব’তে বন্ধু’ ধারাবাহিকটির পুনঃপ্রচার শুরু হয়।