নতুন একাধিক গান নিয়ে আসছেন আশীষ দেবরয়

সিলেটের শ্রীমঙ্গলের সন্তান আশীষ দেবরয়। বাবা গনেশ দেবরয় সঙ্গীত জগতের মানুষ ছিলেন। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সুবীর নন্দীও গনেশ দেবরয়ের সান্নিধ্য পেয়েছেন, তালিম নিয়েছিলেন। সেই সুবীর নন্দীর কাজিন আশীষ দেবরয়। পারিবারিকভাবে সঙ্গীত তার রক্তের ধারায় বইছে। সঙ্গীতের ওস্তাদ বাবার কারণে ছোটবেলা থেকেই গানের সঙ্গে জড়িত আশীষ দেবরয়। তিনি নিজর মেধা গুণেই সঙ্গীত সাধনা করে থাকেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে গেয়েও থাকেন। গান রচনার পাশাপাশি সুর করে গাইতে পারেন আশীষ দেবরয়। এ পর্যন্ত ৮ শতাধিক গান রচনা করেছেন তিনি। আধুনিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীত গাইতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে মৌলিক গান রেকর্ড করা হয়ে ওঠেনি। এবার নিজের মৌলিক গান নিয়ে হাজির হতে চান শ্রোতা দর্শকের মাঝে। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য ভিন্ন কিছু নতুন মৌলিক গান উপহার দিতে চান। দেশের গুণী সুরকার ও কম্পোজারদের সঙ্গে কাজ করতে চান। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ভালো কিছু দেয়ার প্রত্যাশায় আশীষ দেবরয়ের। বর্তমানে স্ত্রী, সন্তান নিয়ে নিউইয়র্ক প্রবাসী আশীষ দেব রয়। সেখানে পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতভাবে গান গেয়ে থাকেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ এসে কিছুদিন থেকে তার নিজের লখা গানের সুর ও নিজেই একাধিক গান গাইবেন। তেমনই ইচ্ছে এই শিল্পীর! সেই লক্ষে কাজ গুছিয়ে নিচ্ছেন। প্রতিভাবান এই শিল্পী তার মেধা ও যোগ্যতা দিয়ে সঙ্গীতাঙ্গনে ভালো কিছু উপহার দেবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য আগাম শুভকামনা।

সোমবার, ২৪ আগস্ট ২০২০ , ৪ মহররম ১৪৪২, ২৪ আগস্ট ২০২০

নতুন একাধিক গান নিয়ে আসছেন আশীষ দেবরয়

বিনোদন প্রতিবেদক |

image

সিলেটের শ্রীমঙ্গলের সন্তান আশীষ দেবরয়। বাবা গনেশ দেবরয় সঙ্গীত জগতের মানুষ ছিলেন। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সুবীর নন্দীও গনেশ দেবরয়ের সান্নিধ্য পেয়েছেন, তালিম নিয়েছিলেন। সেই সুবীর নন্দীর কাজিন আশীষ দেবরয়। পারিবারিকভাবে সঙ্গীত তার রক্তের ধারায় বইছে। সঙ্গীতের ওস্তাদ বাবার কারণে ছোটবেলা থেকেই গানের সঙ্গে জড়িত আশীষ দেবরয়। তিনি নিজর মেধা গুণেই সঙ্গীত সাধনা করে থাকেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে গেয়েও থাকেন। গান রচনার পাশাপাশি সুর করে গাইতে পারেন আশীষ দেবরয়। এ পর্যন্ত ৮ শতাধিক গান রচনা করেছেন তিনি। আধুনিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীত গাইতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে মৌলিক গান রেকর্ড করা হয়ে ওঠেনি। এবার নিজের মৌলিক গান নিয়ে হাজির হতে চান শ্রোতা দর্শকের মাঝে। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য ভিন্ন কিছু নতুন মৌলিক গান উপহার দিতে চান। দেশের গুণী সুরকার ও কম্পোজারদের সঙ্গে কাজ করতে চান। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ভালো কিছু দেয়ার প্রত্যাশায় আশীষ দেবরয়ের। বর্তমানে স্ত্রী, সন্তান নিয়ে নিউইয়র্ক প্রবাসী আশীষ দেব রয়। সেখানে পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতভাবে গান গেয়ে থাকেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ এসে কিছুদিন থেকে তার নিজের লখা গানের সুর ও নিজেই একাধিক গান গাইবেন। তেমনই ইচ্ছে এই শিল্পীর! সেই লক্ষে কাজ গুছিয়ে নিচ্ছেন। প্রতিভাবান এই শিল্পী তার মেধা ও যোগ্যতা দিয়ে সঙ্গীতাঙ্গনে ভালো কিছু উপহার দেবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য আগাম শুভকামনা।