বঙ্গবন্ধুকে নিয়ে অধরার ‘রাত্রিরঙ্গা ১৯২০’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই প্রজন্মের তরুণ গীতিকার, কবি অধরা জাহান একটি কবিতা লিখেছেন। নাম ‘রাত্রিরঙ্গা ১৯২০’। কবিতাটি অধরা জাহান নিজেই আবৃত্তি করে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অধরাস ক্রিয়েসন’-এ প্রকাশ করেছেন। আবহসঙ্গীত অধরা জাহান নিজেই করেছেন। এরইমধ্যে কবিতা আবৃত্তিটি ইউটিউবে প্রকাশের পর কবিতা এবং অধরার আবৃত্তি বেশ প্রশংসিত হচ্ছে। অধরা জাহান বলেন, ‘৭১, বঙ্গবন্ধু আর বাংলাদেশ, এই তিনটি শব্দ আমার কাছে একই মালার একটি ফুল। তাই এই তিনটি শব্দের প্রতিই আমার শ্রদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা-ভালোবাসা থেকেই এই কবিতাটি লেখা। পরে ভেবে দেখলাম তাকে নিয়ে লেখা এই কবিতাটি আমিই না হয় আবৃত্তি করে প্রকাশ করি। প্রচ- আবেগ, ভালোবাসা দিয়ে কবিতাটি আবৃত্তি করেছি। কবিতাটি যারাই শুনছেন তারাই জাতির পিতাকে নিয়ে লেখা কবিতা এবং আমার কবিতা পাঠের প্রশংসা করেছেন। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ। তারপরও আমার অবস্থান থেকে আমি জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি মাত্র।’ এদিকে কিছুদিন আগে অধরা জাহানেরই লেখা ‘সাময়িক দূরত্বের পঙ্ক্তিমালা’ ইউটিউবে প্রকাশিত হয়। এতে অধরা জাহানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। এদিকে দেশ টিভিতে গেল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে প্রচার শুরু হয়েছে অধরা জাহানের সমন্বয়ে ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘উন্নয়নে রোল মডেল বাংলাদেশ’।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ , ৫ মহররম ১৪৪২, ২৫ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুকে নিয়ে অধরার ‘রাত্রিরঙ্গা ১৯২০’

বিনোদন প্রতিবেদক |

image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই প্রজন্মের তরুণ গীতিকার, কবি অধরা জাহান একটি কবিতা লিখেছেন। নাম ‘রাত্রিরঙ্গা ১৯২০’। কবিতাটি অধরা জাহান নিজেই আবৃত্তি করে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অধরাস ক্রিয়েসন’-এ প্রকাশ করেছেন। আবহসঙ্গীত অধরা জাহান নিজেই করেছেন। এরইমধ্যে কবিতা আবৃত্তিটি ইউটিউবে প্রকাশের পর কবিতা এবং অধরার আবৃত্তি বেশ প্রশংসিত হচ্ছে। অধরা জাহান বলেন, ‘৭১, বঙ্গবন্ধু আর বাংলাদেশ, এই তিনটি শব্দ আমার কাছে একই মালার একটি ফুল। তাই এই তিনটি শব্দের প্রতিই আমার শ্রদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা-ভালোবাসা থেকেই এই কবিতাটি লেখা। পরে ভেবে দেখলাম তাকে নিয়ে লেখা এই কবিতাটি আমিই না হয় আবৃত্তি করে প্রকাশ করি। প্রচ- আবেগ, ভালোবাসা দিয়ে কবিতাটি আবৃত্তি করেছি। কবিতাটি যারাই শুনছেন তারাই জাতির পিতাকে নিয়ে লেখা কবিতা এবং আমার কবিতা পাঠের প্রশংসা করেছেন। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ। তারপরও আমার অবস্থান থেকে আমি জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি মাত্র।’ এদিকে কিছুদিন আগে অধরা জাহানেরই লেখা ‘সাময়িক দূরত্বের পঙ্ক্তিমালা’ ইউটিউবে প্রকাশিত হয়। এতে অধরা জাহানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। এদিকে দেশ টিভিতে গেল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে প্রচার শুরু হয়েছে অধরা জাহানের সমন্বয়ে ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘উন্নয়নে রোল মডেল বাংলাদেশ’।