নারীর সুরক্ষা নিয়ে তথ্যচিত্রে মম

নারীর সুরক্ষা নিয়ে একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন মম। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে চলাফেরা করতে গিয়ে বিশেষত পাবলিক প্লেস-এ নারীকে হয়রানির শিকার হতে হয়। সেই হয়রানি থেকে নারীর নিজেকে সুরক্ষা করতে মেধাবী নির্মাতা আবদুল কুদ্দুস ‘পাবলিক প্লেস’এ নারীর সুরক্ষা’ শীর্ষক একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এই তথ্যচিত্রেই মম গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন পাবলিক প্লেস’এ গেল ২৩ আগস্ট তথ্যচিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছেন বলে জানান আবদুল কুদ্দুস। তথ্যচিত্রটির গল্প রচনা করেছেন রিফাত। আবদুল কুদ্দুস বলেন, ‘মমর মধ্যে সমাজের মানুষের জন্য কাজ করার আকুলতা আমি আগেই লক্ষ্য করেছি। নিজের অবস্থানে থেকে মম নারীদের জন্য বিশেষ কাজ করারও আগ্রহ তার প্রবল। এ কারণেই তাকে নিয়ে কাজটি করা। আমার বিশ^াস পাবলিক প্লেস’এ নারীর সুরক্ষা তথ্যচিত্রটিতে মম’র আহ্বানে নারীরা আরও অধিক সচেতন হয়ে উঠবেন।’ জাকিয়া বারী মম বলেন, ‘আমি একজন নারী। তাই নারীর তার নিজেকে সুরক্ষার জন্য আরও অনেক বেশি সচতেন করে তুলতে এই তথ্যচিত্রে আমি অনেক বেশি আগ্রহ নিয়ে কাজ করেছি। কিছু কাজের প্রতি মনের গভীর থেকে অনেক ভালোবাসা নিয়েই করা হয়ে থাকে। এই কাজটিও ঠিক তেমনি একটি কাজ। আমার বিশ্বাস এই তথ্যচিত্রটি পাবলিক প্লেস’-এ নারীদের আরও অধিক বেশি সচেতন হতে উৎসাহিত করবে সেই সঙ্গে আমি আরও বিশ^াস করি পাবলিক প্লেস’-এ নারীর সুরক্ষায় অবশ্যই পুরুষরাও নির্বিঘেœ এগিয়ে আসবেন।’ আবদুল কুদ্দুস জানান শিগগিরই দেশের প্রথম সারির পাঁচ/ছয়টি চ্যানেলে এই তথ্যচিত্রটি প্রচারে আসবে। এদিকে গেল ঈদে তিনটি ভিন্ন চ্যানেলে মম অভিনীত তিনটি নাটক প্রচারিত হয়েছে। নাটকগুলো হচ্ছে আনিসুর রহমান মিলন পরিচালিত নাটক ‘মুনিরা মঞ্জিল’, সকাল আহমেদ পরিচালিত ‘বক্কর এখন ব্যাংকার এবং হাবীব শাকিল পরিচালিত ‘ঈদের ডায়েট’।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ , ৫ মহররম ১৪৪২, ২৫ আগস্ট ২০২০

নারীর সুরক্ষা নিয়ে তথ্যচিত্রে মম

বিনোদন প্রতিবেদক |

image

নারীর সুরক্ষা নিয়ে একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন মম। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে চলাফেরা করতে গিয়ে বিশেষত পাবলিক প্লেস-এ নারীকে হয়রানির শিকার হতে হয়। সেই হয়রানি থেকে নারীর নিজেকে সুরক্ষা করতে মেধাবী নির্মাতা আবদুল কুদ্দুস ‘পাবলিক প্লেস’এ নারীর সুরক্ষা’ শীর্ষক একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এই তথ্যচিত্রেই মম গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন পাবলিক প্লেস’এ গেল ২৩ আগস্ট তথ্যচিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছেন বলে জানান আবদুল কুদ্দুস। তথ্যচিত্রটির গল্প রচনা করেছেন রিফাত। আবদুল কুদ্দুস বলেন, ‘মমর মধ্যে সমাজের মানুষের জন্য কাজ করার আকুলতা আমি আগেই লক্ষ্য করেছি। নিজের অবস্থানে থেকে মম নারীদের জন্য বিশেষ কাজ করারও আগ্রহ তার প্রবল। এ কারণেই তাকে নিয়ে কাজটি করা। আমার বিশ^াস পাবলিক প্লেস’এ নারীর সুরক্ষা তথ্যচিত্রটিতে মম’র আহ্বানে নারীরা আরও অধিক সচেতন হয়ে উঠবেন।’ জাকিয়া বারী মম বলেন, ‘আমি একজন নারী। তাই নারীর তার নিজেকে সুরক্ষার জন্য আরও অনেক বেশি সচতেন করে তুলতে এই তথ্যচিত্রে আমি অনেক বেশি আগ্রহ নিয়ে কাজ করেছি। কিছু কাজের প্রতি মনের গভীর থেকে অনেক ভালোবাসা নিয়েই করা হয়ে থাকে। এই কাজটিও ঠিক তেমনি একটি কাজ। আমার বিশ্বাস এই তথ্যচিত্রটি পাবলিক প্লেস’-এ নারীদের আরও অধিক বেশি সচেতন হতে উৎসাহিত করবে সেই সঙ্গে আমি আরও বিশ^াস করি পাবলিক প্লেস’-এ নারীর সুরক্ষায় অবশ্যই পুরুষরাও নির্বিঘেœ এগিয়ে আসবেন।’ আবদুল কুদ্দুস জানান শিগগিরই দেশের প্রথম সারির পাঁচ/ছয়টি চ্যানেলে এই তথ্যচিত্রটি প্রচারে আসবে। এদিকে গেল ঈদে তিনটি ভিন্ন চ্যানেলে মম অভিনীত তিনটি নাটক প্রচারিত হয়েছে। নাটকগুলো হচ্ছে আনিসুর রহমান মিলন পরিচালিত নাটক ‘মুনিরা মঞ্জিল’, সকাল আহমেদ পরিচালিত ‘বক্কর এখন ব্যাংকার এবং হাবীব শাকিল পরিচালিত ‘ঈদের ডায়েট’।