চমক তারার ‘দ্য চমক’...

মঞ্চ, টিভি এবং সিনেমা তিন মাধ্যমেই অভিনয় করছেন চমক তারা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও নিয়মিত করছেন তিনি। বিবিএ’তে অধ্যয়নরত চমক তারা এবার নিজেকে ভিন্ন পেশার সঙ্গে সম্পৃক্ত করতে যাচ্ছেন। মূলত মায়ের উৎসাহেই চমক এবার নিজেকে মেয়েদের ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পৃক্ততা ঘটাতে যাচ্ছেন। আর এই ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে এরইমধ্যে মাঠে নামার জন্য প্রস্তুত চমক তারা। ওমেনস ওয়্যার কালেকসন’র এই অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম দিয়েছেন তিনি ‘দ্য চমক’। আগামী ২ সেপ্টেম্বর চমক তারার ছোট বোন নূসরাত রাত্রি’র জন্মদিন। ছোট বোনেরই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চমক তারা তার অনলাইন ব্যসায়িক এই প্রতিষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছেন। সেদিন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ‘দ্য চমক’র যাত্রা শুরু হবে বলে জানান চমক। অভিনেত্রীর পাশাপাশি নিজেকে এমন একটি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করা প্রসঙ্গে চমক তারা বলেন, ‘ আমার আম্মুর উৎসাহেই মূলত এই অনলাইন ব্যবসার যাত্রা শুরু করছি। আমার আম্মু মনে করেন আমার ফ্যাশন সেন্স খুব ভালো। তার উপর আমি বিবিএ পড়ছি। আমার প্রবল ইচ্ছে আছে দ্য চমক’কে নারী ক্রেতাদের মধ্যে একটি নির্ভরযোগ্য ব্র্যা- হিসেবে প্রতিষ্ঠিত করা। ’ এদিকে সম্প্রতি চমক তারা মুনের গাওয়া ‘জিরো ফিগার’ নামক একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন মাইনুল হাসান। এদিকে করোনায় লকডাউনের পর চমক তারা জুয়েলের নির্দেশনায় ‘সন্ধ্যা পাড়ের জীবন’ নামক একটি ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরেন। মঞ্চে চমক পদাতিকের‘জনমাঙ্ক’, ‘কালরাত্রি’, ‘গুঞ্জাল বিবির পালা’, ‘বেদের মেয়ে’, ‘রক্ত চোষা’ নাটকে অভিনয় করেন। চমক অভিনীত প্রথম টিভি নাটক সৈম নজরুল পরিচালিত ‘মহল্লার ভাই’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল মুকুল নেত্রবাদী’র ‘মা বাবা সন্তান’। এছাড়াও ‘মাস্তান ও পুলিশ’, ‘দেশ আমার’, ‘ প্রিয়ার জন্য মরতে পারি’, ‘ চটপটি’ সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২০ , ৬ মহররম ১৪৪২, ২৬ আগস্ট ২০২০

চমক তারার ‘দ্য চমক’...

বিনোদন প্রতিবেদক |

image

মঞ্চ, টিভি এবং সিনেমা তিন মাধ্যমেই অভিনয় করছেন চমক তারা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও নিয়মিত করছেন তিনি। বিবিএ’তে অধ্যয়নরত চমক তারা এবার নিজেকে ভিন্ন পেশার সঙ্গে সম্পৃক্ত করতে যাচ্ছেন। মূলত মায়ের উৎসাহেই চমক এবার নিজেকে মেয়েদের ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পৃক্ততা ঘটাতে যাচ্ছেন। আর এই ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে এরইমধ্যে মাঠে নামার জন্য প্রস্তুত চমক তারা। ওমেনস ওয়্যার কালেকসন’র এই অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম দিয়েছেন তিনি ‘দ্য চমক’। আগামী ২ সেপ্টেম্বর চমক তারার ছোট বোন নূসরাত রাত্রি’র জন্মদিন। ছোট বোনেরই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চমক তারা তার অনলাইন ব্যসায়িক এই প্রতিষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছেন। সেদিন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ‘দ্য চমক’র যাত্রা শুরু হবে বলে জানান চমক। অভিনেত্রীর পাশাপাশি নিজেকে এমন একটি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করা প্রসঙ্গে চমক তারা বলেন, ‘ আমার আম্মুর উৎসাহেই মূলত এই অনলাইন ব্যবসার যাত্রা শুরু করছি। আমার আম্মু মনে করেন আমার ফ্যাশন সেন্স খুব ভালো। তার উপর আমি বিবিএ পড়ছি। আমার প্রবল ইচ্ছে আছে দ্য চমক’কে নারী ক্রেতাদের মধ্যে একটি নির্ভরযোগ্য ব্র্যা- হিসেবে প্রতিষ্ঠিত করা। ’ এদিকে সম্প্রতি চমক তারা মুনের গাওয়া ‘জিরো ফিগার’ নামক একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন মাইনুল হাসান। এদিকে করোনায় লকডাউনের পর চমক তারা জুয়েলের নির্দেশনায় ‘সন্ধ্যা পাড়ের জীবন’ নামক একটি ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরেন। মঞ্চে চমক পদাতিকের‘জনমাঙ্ক’, ‘কালরাত্রি’, ‘গুঞ্জাল বিবির পালা’, ‘বেদের মেয়ে’, ‘রক্ত চোষা’ নাটকে অভিনয় করেন। চমক অভিনীত প্রথম টিভি নাটক সৈম নজরুল পরিচালিত ‘মহল্লার ভাই’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল মুকুল নেত্রবাদী’র ‘মা বাবা সন্তান’। এছাড়াও ‘মাস্তান ও পুলিশ’, ‘দেশ আমার’, ‘ প্রিয়ার জন্য মরতে পারি’, ‘ চটপটি’ সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।