বটতলার এক যুগপূর্তি উৎসব নাসিরুদ্দিন নাদিম স্মৃতিপদক ২০২০

আজ ২৭ আগস্ট ২০১০ বটতলা এর ১২ বছরের যাত্রা শেষ করে ১৩’তে পা দেবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার জন্য এ বছর সবাইকে যুক্ত করে কোন অনুষ্ঠান করছে না বটতলা। তবে ‘সৃজনে, সংগ্রামে, সর্বপ্রাণে’ সেøাগানকে নিয়ে যুগপূর্তি উদযাপন অনলাইন লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গেছে, আজ আগস্ট রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনলাইন লাইভে বটতলার সঙ্গে যুক্ত হবেন, বাংলাদেশ, ভারত এবং আমেরিকার সংস্কৃতিকর্মীরা। থাকবেন বটতলার শুভার্থীরা এবং বটতলার বন্ধুরা।

২০১৪ সালে বটতলা হারিয়েছিল দলের একনিষ্ঠ ক্রিয়েটিভ সদস্য নাসিরুদ্দিন নাদিমকে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দলটি প্রতি দুই বছর পরপর বটতলার সবার মনোনয়নে বটতলারই কোন একজন ক্রিয়েটিভ কর্মীর হাতে তুলে দেয়া হয় পদক। এবছর ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২০’ যিনি পেতে যাচ্ছেন, তার নামও ঘোষণা করা হবে ২৭ আগস্ট লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। পদক ঘোষণা করবেন বটতলার সভাপতি অধ্যাপক শফি আহমেদ। আজ ২৭ আগস্ট গান, কথা, আড্ডার এ লাইভ অনুষ্ঠানে যারা যুক্ত হচ্ছেন, তারা হলেন- বাংলাদেশ থেকে মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সারা যাকের, ত্রপা মজুমদান, আহমেদ ইকবাল হায়দার, মলয় ভৌমিক, সানোয়ার আলম খান দুলু. রশীদ হারুন, স্বপন গুহ, রুমা মোদক, মেজবাহ কামাল, তানজিম উদ্দিন খান, শাহাদুজ্জামান, জ্যোতির্ময় বড়–য়া, আনু মোহাম্মদ, রেহনুমা আহমেদ এবং ইমরান হাবিব রুমন। ভারত থেকে যুক্ত হচ্ছেন অংশুমান ভৌমিক, অসিত বসু, শৈবাল বসু, সন্দীপ ভট্টাচার্য্য।

আমেরিকা থেকে যুক্ত হবেন কাইউলানি লী। এছাড়াও গান পরিবেশন করছেন নবনীতা চৌধুরী, গৌরব, শারমিন ইতি, লায়েকা বশীর, ঈশান, সেউতি শাহগুফতা, হুমায়ুন আজম রেওয়াজ, কাজী শাসম তাথৈ এবং বিদিশা।

BotTala- a performance space ফেসবুক পেজ ও ইউটিউবে দেখা যাবে অনুষ্ঠানটি।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ , ৭ মহররম ১৪৪২, ২৭ আগস্ট ২০২০

বটতলার এক যুগপূর্তি উৎসব নাসিরুদ্দিন নাদিম স্মৃতিপদক ২০২০

বিনোদন প্রতিবেদক |

image

আজ ২৭ আগস্ট ২০১০ বটতলা এর ১২ বছরের যাত্রা শেষ করে ১৩’তে পা দেবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার জন্য এ বছর সবাইকে যুক্ত করে কোন অনুষ্ঠান করছে না বটতলা। তবে ‘সৃজনে, সংগ্রামে, সর্বপ্রাণে’ সেøাগানকে নিয়ে যুগপূর্তি উদযাপন অনলাইন লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গেছে, আজ আগস্ট রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনলাইন লাইভে বটতলার সঙ্গে যুক্ত হবেন, বাংলাদেশ, ভারত এবং আমেরিকার সংস্কৃতিকর্মীরা। থাকবেন বটতলার শুভার্থীরা এবং বটতলার বন্ধুরা।

২০১৪ সালে বটতলা হারিয়েছিল দলের একনিষ্ঠ ক্রিয়েটিভ সদস্য নাসিরুদ্দিন নাদিমকে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দলটি প্রতি দুই বছর পরপর বটতলার সবার মনোনয়নে বটতলারই কোন একজন ক্রিয়েটিভ কর্মীর হাতে তুলে দেয়া হয় পদক। এবছর ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২০’ যিনি পেতে যাচ্ছেন, তার নামও ঘোষণা করা হবে ২৭ আগস্ট লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। পদক ঘোষণা করবেন বটতলার সভাপতি অধ্যাপক শফি আহমেদ। আজ ২৭ আগস্ট গান, কথা, আড্ডার এ লাইভ অনুষ্ঠানে যারা যুক্ত হচ্ছেন, তারা হলেন- বাংলাদেশ থেকে মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সারা যাকের, ত্রপা মজুমদান, আহমেদ ইকবাল হায়দার, মলয় ভৌমিক, সানোয়ার আলম খান দুলু. রশীদ হারুন, স্বপন গুহ, রুমা মোদক, মেজবাহ কামাল, তানজিম উদ্দিন খান, শাহাদুজ্জামান, জ্যোতির্ময় বড়–য়া, আনু মোহাম্মদ, রেহনুমা আহমেদ এবং ইমরান হাবিব রুমন। ভারত থেকে যুক্ত হচ্ছেন অংশুমান ভৌমিক, অসিত বসু, শৈবাল বসু, সন্দীপ ভট্টাচার্য্য।

আমেরিকা থেকে যুক্ত হবেন কাইউলানি লী। এছাড়াও গান পরিবেশন করছেন নবনীতা চৌধুরী, গৌরব, শারমিন ইতি, লায়েকা বশীর, ঈশান, সেউতি শাহগুফতা, হুমায়ুন আজম রেওয়াজ, কাজী শাসম তাথৈ এবং বিদিশা।

BotTala- a performance space ফেসবুক পেজ ও ইউটিউবে দেখা যাবে অনুষ্ঠানটি।