বর্ণবাদ ভুলে সামগ্রিক ঐক্যের ডাক দিয়েছেন মেলানিয়া ট্রাম্প

রিপাবলিকান দলের সম্মেলনে গত মঙ্গলবার রাতে হোয়াইট হাউজ থেকে বক্তৃতা দেন মেলানিয়া ট্রাম্প। বলেন তিনি। যুক্তরাষ্ট্রে বর্ণবাদকে উসকে দেয়া হচ্ছে, সম্মেলনে এমন অভিযোগ করেছেন মার্কিন ফার্স্ট লেডি। নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও পুত্ররা মনোযোগ কেড়েছেন মার্কিনিদের। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে গণমাধ্যমের এক প্রতিবেদন জানায়, বিনা উসকানিতে এক কৃষ্ণাঙ্গ পুরুষের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনায় তুমুল বিক্ষোভ চলছে এখনও। চলমান বিক্ষোভ প্রসঙ্গে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘সহিংসতা ও লুটপাট বন্ধ করুন।’ মেলানিয়া ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রবাসীকে বর্ণের ভিত্তিতে যাচাই না করেই কারও ওপর কোন তকমা এঁটে দেয়া বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাসের ওপরও আলোকপাত করেন মেলানিয়া। নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল।

আগামী ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান সম্মেলনের ২য় দিনের মূল আকর্ষণ ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া বক্তব্যে বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রে এসেছি যখন আমার বয়স ২৬ বছর। জীবন বাঁচাতে আর স্বপ্ন পূরণের জন্য কাজ করেছি। আমি মার্কিন নাগরিক হতে চেয়েছি। ১০ বছর সময় লেগেছিল নাগরিক হতে।’ মেলানিয়া এদিনে কোভিড আক্রান্ত ও মৃতদের প্রতি সহমর্মিতা জানিয়ে স্বামী ট্রাম্পের সততার প্রশংসা করেন। সাম্প্রতিক জনমত জরিপে, জনপ্রিয়তায় জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রবাসীর আগ্রহ কতটা, প্রশ্নের উত্তর মিলেছে কিছুটা- নেলসন পিএলসির তথ্য বলছে, ৩৩ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের ১ম দিনের দর্শকসংখ্যা ছিল প্রায় দুই কোটি। এদিকে সরকারি বাসভবন থেকে মেলানিয়ার কোন রাজনৈতিক দলের সম্মেলনে বক্তব্য দেয়ায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা। সরকারি সুযোগ-সুবিধা নিয়ে মেলানিয়া রাষ্ট্রীয় পদের অপব্যবহার করছেন বলে ডেমোক্র্যাটদের অভিযোগ রয়েছে। মেলানিয়া ডেমোক্র্যাট নেতাদের উদ্দেশে প্রচ্ছন্ন সমালোচনা করেন। তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে আজ এক জাতি, আমরা আমেরিকান।

বর্ণ, ধর্ম, জাতীয়তার কোন বিষয় নেই। ভিন্নতার মধ্যেই ঐক্যের ঐতিহাসিক পটভূমিতে আমরা সবাই আমেরিকান। তবে আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতা ও সামাজিকতা মেনে চলতে হবে। সহিংসতা ও লুটপাট বন্ধ করতে হবে। গায়ের রং দিয়ে আপনি আইনকে পক্ষে নিতে পারেন না।’ এদিন ট্রাম্পের সন্তান হিসেবে পিতার কর্মে গর্বিত বলে মন্তব্য করেন এরিক ট্রাম্প। একই কথা বলেছেন ট্রাম্পকন্যা টিফানি। ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র অভিযোগ করেন, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন চীনকে সুবিধা দিয়ে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছেন। রিপাবলিকান সম্মেলনের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প।

আয়োজকরা বলেন, মঙ্গলবারের সম্মেলনের মূল বিষয় হচ্ছে, প্রতিশ্রুতির ভূমি। এই দিনের অন্যান্য উল্লেখযোগ্য বক্তারা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সেনেটর রান্ড পল, আইওয়ার গভর্নর কিম রেইনল্ডস এবং প্রেসিডেন্টের দুই সন্তান এরিক ও টিফানি। দেশব্যাপী প্রচারিত হয় সংবাদ। হোয়াইট হাউজে ট্রাম্প স্বাস্থ্য পরিচর্যাকারীদের স্বাগত জানিয়েছেন যারা কোভিড মোকাবিলায় ট্রাম্পের প্রশংসা করেন। তবে পাবলিক অ্যাফ্যায়ার্স গবেষণার মতামত জরিপে দেখা গেছে ওই ভাইরাস মোকাবিলায় ট্রাম্পের সমর্থনের হার ৩১ শতাংশ।

হোয়াইট হাউজের পূর্ব কক্ষে ট্রাম্প একটি দলকে বলেন, আমাদেরকে এই চীনা জীবাণু তাড়াতেই হবে। দিনে আরও পরের দিকে কূটনৈতিক কক্ষে ট্রাম্প এমন ছয়জনকে স্বাগত জানান যাদের বিদেশে আটক করা হয়েছিল এবং ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় তাদের মুক্ত করে আনা হয়।

ডেমোক্র্যাটদের নির্বাচিত না করার আহ্বান রিপাবলিকান নেতাদের। করোনা মহামারী ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দা অবস্থার মধ্যে আমেরিকানদের নানা উদ্বেগ উৎকণ্ঠায় ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের নির্বাচন। অনেকেই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিলেও অনেকে শার্লটে গিয়েছেন, অনেকে আবার অন্যান্য কয়েকটি রাজ্যের বিভিন্ন নির্ধারিত স্থান থেকে বক্তব্য রেখেছেন। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ভিডিও বার্তায় তাদের বক্তব্য জানান।

রোড আইল্যান্ড রিপাবলিকান প্রতিনিধি লি এ্যান সেন্নিক বলেন, রোড আইল্যান্ড রাজ্যের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের পক্ষে ১৯ ভোট দিচ্ছে।

image

মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার রাতে হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে রিপাবলিকান পার্টির জাতীয় মহাসম্মেলনের দ্বিতীয় দিনে ভাষণ দেন -সিএনএন

আরও খবর
যুক্তরাষ্ট্রের নির্বাচনী হাল
ফের স্কুলে গিয়েছেন গ্রেটা থানবার্গ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ , ৭ মহররম ১৪৪২, ২৭ আগস্ট ২০২০

বর্ণবাদ ভুলে সামগ্রিক ঐক্যের ডাক দিয়েছেন মেলানিয়া ট্রাম্প

image

মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার রাতে হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে রিপাবলিকান পার্টির জাতীয় মহাসম্মেলনের দ্বিতীয় দিনে ভাষণ দেন -সিএনএন

রিপাবলিকান দলের সম্মেলনে গত মঙ্গলবার রাতে হোয়াইট হাউজ থেকে বক্তৃতা দেন মেলানিয়া ট্রাম্প। বলেন তিনি। যুক্তরাষ্ট্রে বর্ণবাদকে উসকে দেয়া হচ্ছে, সম্মেলনে এমন অভিযোগ করেছেন মার্কিন ফার্স্ট লেডি। নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও পুত্ররা মনোযোগ কেড়েছেন মার্কিনিদের। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে গণমাধ্যমের এক প্রতিবেদন জানায়, বিনা উসকানিতে এক কৃষ্ণাঙ্গ পুরুষের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনায় তুমুল বিক্ষোভ চলছে এখনও। চলমান বিক্ষোভ প্রসঙ্গে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘সহিংসতা ও লুটপাট বন্ধ করুন।’ মেলানিয়া ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রবাসীকে বর্ণের ভিত্তিতে যাচাই না করেই কারও ওপর কোন তকমা এঁটে দেয়া বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাসের ওপরও আলোকপাত করেন মেলানিয়া। নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল।

আগামী ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান সম্মেলনের ২য় দিনের মূল আকর্ষণ ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া বক্তব্যে বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রে এসেছি যখন আমার বয়স ২৬ বছর। জীবন বাঁচাতে আর স্বপ্ন পূরণের জন্য কাজ করেছি। আমি মার্কিন নাগরিক হতে চেয়েছি। ১০ বছর সময় লেগেছিল নাগরিক হতে।’ মেলানিয়া এদিনে কোভিড আক্রান্ত ও মৃতদের প্রতি সহমর্মিতা জানিয়ে স্বামী ট্রাম্পের সততার প্রশংসা করেন। সাম্প্রতিক জনমত জরিপে, জনপ্রিয়তায় জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রবাসীর আগ্রহ কতটা, প্রশ্নের উত্তর মিলেছে কিছুটা- নেলসন পিএলসির তথ্য বলছে, ৩৩ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের ১ম দিনের দর্শকসংখ্যা ছিল প্রায় দুই কোটি। এদিকে সরকারি বাসভবন থেকে মেলানিয়ার কোন রাজনৈতিক দলের সম্মেলনে বক্তব্য দেয়ায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা। সরকারি সুযোগ-সুবিধা নিয়ে মেলানিয়া রাষ্ট্রীয় পদের অপব্যবহার করছেন বলে ডেমোক্র্যাটদের অভিযোগ রয়েছে। মেলানিয়া ডেমোক্র্যাট নেতাদের উদ্দেশে প্রচ্ছন্ন সমালোচনা করেন। তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে আজ এক জাতি, আমরা আমেরিকান।

বর্ণ, ধর্ম, জাতীয়তার কোন বিষয় নেই। ভিন্নতার মধ্যেই ঐক্যের ঐতিহাসিক পটভূমিতে আমরা সবাই আমেরিকান। তবে আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতা ও সামাজিকতা মেনে চলতে হবে। সহিংসতা ও লুটপাট বন্ধ করতে হবে। গায়ের রং দিয়ে আপনি আইনকে পক্ষে নিতে পারেন না।’ এদিন ট্রাম্পের সন্তান হিসেবে পিতার কর্মে গর্বিত বলে মন্তব্য করেন এরিক ট্রাম্প। একই কথা বলেছেন ট্রাম্পকন্যা টিফানি। ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র অভিযোগ করেন, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন চীনকে সুবিধা দিয়ে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছেন। রিপাবলিকান সম্মেলনের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প।

আয়োজকরা বলেন, মঙ্গলবারের সম্মেলনের মূল বিষয় হচ্ছে, প্রতিশ্রুতির ভূমি। এই দিনের অন্যান্য উল্লেখযোগ্য বক্তারা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সেনেটর রান্ড পল, আইওয়ার গভর্নর কিম রেইনল্ডস এবং প্রেসিডেন্টের দুই সন্তান এরিক ও টিফানি। দেশব্যাপী প্রচারিত হয় সংবাদ। হোয়াইট হাউজে ট্রাম্প স্বাস্থ্য পরিচর্যাকারীদের স্বাগত জানিয়েছেন যারা কোভিড মোকাবিলায় ট্রাম্পের প্রশংসা করেন। তবে পাবলিক অ্যাফ্যায়ার্স গবেষণার মতামত জরিপে দেখা গেছে ওই ভাইরাস মোকাবিলায় ট্রাম্পের সমর্থনের হার ৩১ শতাংশ।

হোয়াইট হাউজের পূর্ব কক্ষে ট্রাম্প একটি দলকে বলেন, আমাদেরকে এই চীনা জীবাণু তাড়াতেই হবে। দিনে আরও পরের দিকে কূটনৈতিক কক্ষে ট্রাম্প এমন ছয়জনকে স্বাগত জানান যাদের বিদেশে আটক করা হয়েছিল এবং ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় তাদের মুক্ত করে আনা হয়।

ডেমোক্র্যাটদের নির্বাচিত না করার আহ্বান রিপাবলিকান নেতাদের। করোনা মহামারী ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দা অবস্থার মধ্যে আমেরিকানদের নানা উদ্বেগ উৎকণ্ঠায় ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের নির্বাচন। অনেকেই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিলেও অনেকে শার্লটে গিয়েছেন, অনেকে আবার অন্যান্য কয়েকটি রাজ্যের বিভিন্ন নির্ধারিত স্থান থেকে বক্তব্য রেখেছেন। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ভিডিও বার্তায় তাদের বক্তব্য জানান।

রোড আইল্যান্ড রিপাবলিকান প্রতিনিধি লি এ্যান সেন্নিক বলেন, রোড আইল্যান্ড রাজ্যের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের পক্ষে ১৯ ভোট দিচ্ছে।