যুক্তরাষ্ট্রের নির্বাচনী হাল

মঙ্গলবারের উদ্বোধনী অধিবেশনের মূল কেন্দ্র হয়ে ওঠে ওয়াশিংটন। বক্তারা একের পর এক কোভিড মহামারী ও অর্থনীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের ইতিবাচক কর্মকা- তুলে ধরেন। ডেমোক্র্যাটিক সম্মেলনের মতো রিপাবলিকান সম্মেলনেও আফ্রিকান আমেরিকান ও হিস্প্যানিক প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ভারতীয় আমেরিকান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, কৃষ্ণাঙ্গ ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই গুরুত্বপূর্ণ। যেসব কৃষ্ণাঙ্গ শিশু প্লে-গ্রাউন্ডে অস্ত্র সহিংসতার শিকার হয়েছে, সেটাও বিবেচনার বিষয়। করোনা মহামারী নিয়ন্ত্রণে যেসব সামনের কাতারের কর্মী কাজ করছেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের বৈঠক তুলে ধরা হয়। তুলে ধরা হয় তার সাফল্য; মনে করিয়ে দেয়া হয় রক্ষণশীল ফেডারেল বিচারকদের নিয়োগের কথা; বলা হয়, জো বাইডেন সেসব করবেন না। ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প মহামারীর মধ্যে ডাক বিভাগকে দুর্বল করার চেষ্টা করছেন যাতে ডাকে বাইডেনের ভোট কমে এবং তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন। ট্রাম্প বলেন ডেমোক্র্যাটরা ডাকে ভোট দেয়ায় উৎসাহিত করছে, যাতে নির্বাচনে প্রতারণা করা যায়, রিপাবলিকান সম্মেলনের দর্শকদেরকে মনে করিয়ে দেয়া হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে।

মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি রব স্টিল বলেন, গতবারের চেয়ে এবার মিশিগানে তিনি বেশি ভোট পাবেন বলে আমার বিশ্বাস। জ্বালানি নীতি ও শিল্প উৎপাদন নীতি, নতুন বাণিজ্য চুক্তি, এর সবকিছুই মিশিগানের জন্যে এবং মধ্য পশ্চিমাঞ্চলের জন্যে অত্যন্ত ফলদায়ক হয়েছে। নির্বাচনের প্রায় দুই মাস বাকি। সম্মেলনের পরে শুরু হবে আনুষ্ঠানিক বিতর্ক ও প্রচারণা অভিযান।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ , ৭ মহররম ১৪৪২, ২৭ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রের নির্বাচনী হাল

মঙ্গলবারের উদ্বোধনী অধিবেশনের মূল কেন্দ্র হয়ে ওঠে ওয়াশিংটন। বক্তারা একের পর এক কোভিড মহামারী ও অর্থনীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের ইতিবাচক কর্মকা- তুলে ধরেন। ডেমোক্র্যাটিক সম্মেলনের মতো রিপাবলিকান সম্মেলনেও আফ্রিকান আমেরিকান ও হিস্প্যানিক প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ভারতীয় আমেরিকান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, কৃষ্ণাঙ্গ ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই গুরুত্বপূর্ণ। যেসব কৃষ্ণাঙ্গ শিশু প্লে-গ্রাউন্ডে অস্ত্র সহিংসতার শিকার হয়েছে, সেটাও বিবেচনার বিষয়। করোনা মহামারী নিয়ন্ত্রণে যেসব সামনের কাতারের কর্মী কাজ করছেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের বৈঠক তুলে ধরা হয়। তুলে ধরা হয় তার সাফল্য; মনে করিয়ে দেয়া হয় রক্ষণশীল ফেডারেল বিচারকদের নিয়োগের কথা; বলা হয়, জো বাইডেন সেসব করবেন না। ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প মহামারীর মধ্যে ডাক বিভাগকে দুর্বল করার চেষ্টা করছেন যাতে ডাকে বাইডেনের ভোট কমে এবং তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন। ট্রাম্প বলেন ডেমোক্র্যাটরা ডাকে ভোট দেয়ায় উৎসাহিত করছে, যাতে নির্বাচনে প্রতারণা করা যায়, রিপাবলিকান সম্মেলনের দর্শকদেরকে মনে করিয়ে দেয়া হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে।

মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি রব স্টিল বলেন, গতবারের চেয়ে এবার মিশিগানে তিনি বেশি ভোট পাবেন বলে আমার বিশ্বাস। জ্বালানি নীতি ও শিল্প উৎপাদন নীতি, নতুন বাণিজ্য চুক্তি, এর সবকিছুই মিশিগানের জন্যে এবং মধ্য পশ্চিমাঞ্চলের জন্যে অত্যন্ত ফলদায়ক হয়েছে। নির্বাচনের প্রায় দুই মাস বাকি। সম্মেলনের পরে শুরু হবে আনুষ্ঠানিক বিতর্ক ও প্রচারণা অভিযান।