ফের স্কুলে গিয়েছেন গ্রেটা থানবার্গ

বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এক বছর ধরে ক্যাম্পেইন চালানোর পর অবশেষে আবারও স্কুলে ফিরছেন সুইডিশ শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। গত মঙ্গলবার নিজেই টুইট করে একথা জানিয়েছে সে। ২০১৯ সালের জুনে সর্বশেষ স্কুলে যান এ পরিবেশ আন্দোলনকর্মী। দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়া শুরু করেছিলেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এ আন্দোলনে শামিল হন লাখ লাখ মানুষ। দুনিয়াজুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠেন গ্রেটা থানবার্গ। গত সোমবার ১৭ বছর বয়সী গ্রেটা এক টুইটার বার্তায় লেখেন, ‘স্কুল থেকে আমার বিচ্ছিন্ন থাকার বছরটি শেষ হয়েছে। শেষ পর্যন্ত আবারও স্কুলে ফিরতে পারার আনন্দ বোধ করছি!’ টুইটারে নিজের একটি ছবিও পোস্ট করেছেন গ্রেটা। ২০১৯ সালে স্কুলের পাঠ বন্ধ রেখে শূন্য কার্বন নিঃসরণকারী নৌকায় করে ইংল্যান্ড থেকে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। জাতিসংঘ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যাপক আলোচিত হন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয় ভূমিকার জন্য বিশ্বনেতাদের প্রশ্নবিদ্ধ করেন গ্রেটা।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ , ৭ মহররম ১৪৪২, ২৭ আগস্ট ২০২০

ফের স্কুলে গিয়েছেন গ্রেটা থানবার্গ

বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এক বছর ধরে ক্যাম্পেইন চালানোর পর অবশেষে আবারও স্কুলে ফিরছেন সুইডিশ শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। গত মঙ্গলবার নিজেই টুইট করে একথা জানিয়েছে সে। ২০১৯ সালের জুনে সর্বশেষ স্কুলে যান এ পরিবেশ আন্দোলনকর্মী। দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়া শুরু করেছিলেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এ আন্দোলনে শামিল হন লাখ লাখ মানুষ। দুনিয়াজুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠেন গ্রেটা থানবার্গ। গত সোমবার ১৭ বছর বয়সী গ্রেটা এক টুইটার বার্তায় লেখেন, ‘স্কুল থেকে আমার বিচ্ছিন্ন থাকার বছরটি শেষ হয়েছে। শেষ পর্যন্ত আবারও স্কুলে ফিরতে পারার আনন্দ বোধ করছি!’ টুইটারে নিজের একটি ছবিও পোস্ট করেছেন গ্রেটা। ২০১৯ সালে স্কুলের পাঠ বন্ধ রেখে শূন্য কার্বন নিঃসরণকারী নৌকায় করে ইংল্যান্ড থেকে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। জাতিসংঘ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যাপক আলোচিত হন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয় ভূমিকার জন্য বিশ্বনেতাদের প্রশ্নবিদ্ধ করেন গ্রেটা।