কিংবদন্তিদের শ্রদ্ধা জানিয়ে গাইলেন সামিনা চৌধুরী

বাংলাদেশের সিনেমার গানের তিন রত্ন সুরস্রষ্টা আলাউদ্দিন আলী, সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর আমাদের মাঝে নেই। সংগীতাঙ্গনের বরেণ্য এই তিন নন্দিত ব্যক্তিত্বর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামিনা চৌধুরী গেলো ২৫ আগস্ট বাংলাদেশ টেলিভিশনের সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘আমার যতো গান’ এ আটটি গান গেয়েছেন। গানগুলো হচ্ছে ‘জন্ম থেকে জ¦লছি মাগো’, ‘তোমাকে একা ফেলে’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমার ডেকো না’, ‘তুমি দুঃখ দিয়েছো বলে’, ‘জানতাম সব দোষ আমারই হবে’ ও ‘The Singer not the Song’। সামিনা চৌধুরী বলেন, ‘যেহেতু প্লে-ব্যাকে আমার যাত্রা শুরু শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী চাচার হাত ধরে তাই অনুষ্ঠানের শুরুতেই তাকে শ্রদ্ধা

জানিয়েই শুরু করি। পরবর্তীতে আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, এন্ড্রু দাদার প্রতিও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শ্রদ্ধা জানানো হয়, আলোচনায় তারা চলে আসেন নানাভাবে।’ শিগগিরই সামিনা চৌধুরীর গানের পর্বটি বিটিভিতে প্রচার হবে। এদিকে আজ সামিনা চৌধুরীর জন্মদিন। করোনার এই’কালে জন্মদিনকে ঘিরে বিশেষ কোন আয়োজন নেই। সামিনা চৌধুরী বলেন, ‘জন্মদিনকে ঘিরে বিশেষ কোন আয়োজন নেই। তবে আমার দুজন ভক্ত আছেন, তারা আমার বাসায় আমার জন্মদিনে আসবেনই। তাদের কোনভাবেই না করা যায়না। এছাড়া পরিবারের সবাইতো থাকবেনই। কোন চ্যানেলেও যাওয়া হচ্ছেনা। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি সবার ভালোবাসা পাই, এমন ভালোবাসা নিয়েই সুস্থভাবে যেন বাঁচেত পারি। আর আমি দোয়া করি দ্রুত যেন বাংলাদেশ’সহ সারা বিশ^ করোনামুক্ত হোক। আমরা সবাই যেন সাধারণ জীবন যাপনে আবারো ফিরতে পারি। আমাদের গানের জগতেও যেন সুস্থতা ফিরে আসে।’ এরইমধ্যে ‘কাটবে যেদিন জীবন থেকে কালো আঁধার’ শিরোনামেন নতুন আরেকটি গানে কন্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। নতুন এই গানটি লিখেছেন জামাল হোসেন। গানটির সুর করেছেন অভি আকাশ এবং সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আলাউদ্দিন আলীর সুর সঙ্গীতে সিনেমাতে সামিনা চৌধুরী প্রথম প্লে-ব্যাক করেন আমজাদ হোসেনের ‘জন্ম থেকে জ¦লছি’ সিনেমায়। ২০০৬ সালে সামিয়া জামান পরিচালিত ‘রাণী কুঠির বাকি ইতিহাস’ সিনেমায় প্লে-ব্যাক করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন সামিনা চৌধুরী।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ৮ মহররম ১৪৪২, ২৮ আগস্ট ২০২০

কিংবদন্তিদের শ্রদ্ধা জানিয়ে গাইলেন সামিনা চৌধুরী

image

বাংলাদেশের সিনেমার গানের তিন রত্ন সুরস্রষ্টা আলাউদ্দিন আলী, সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর আমাদের মাঝে নেই। সংগীতাঙ্গনের বরেণ্য এই তিন নন্দিত ব্যক্তিত্বর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামিনা চৌধুরী গেলো ২৫ আগস্ট বাংলাদেশ টেলিভিশনের সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘আমার যতো গান’ এ আটটি গান গেয়েছেন। গানগুলো হচ্ছে ‘জন্ম থেকে জ¦লছি মাগো’, ‘তোমাকে একা ফেলে’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমার ডেকো না’, ‘তুমি দুঃখ দিয়েছো বলে’, ‘জানতাম সব দোষ আমারই হবে’ ও ‘The Singer not the Song’। সামিনা চৌধুরী বলেন, ‘যেহেতু প্লে-ব্যাকে আমার যাত্রা শুরু শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী চাচার হাত ধরে তাই অনুষ্ঠানের শুরুতেই তাকে শ্রদ্ধা

জানিয়েই শুরু করি। পরবর্তীতে আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, এন্ড্রু দাদার প্রতিও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শ্রদ্ধা জানানো হয়, আলোচনায় তারা চলে আসেন নানাভাবে।’ শিগগিরই সামিনা চৌধুরীর গানের পর্বটি বিটিভিতে প্রচার হবে। এদিকে আজ সামিনা চৌধুরীর জন্মদিন। করোনার এই’কালে জন্মদিনকে ঘিরে বিশেষ কোন আয়োজন নেই। সামিনা চৌধুরী বলেন, ‘জন্মদিনকে ঘিরে বিশেষ কোন আয়োজন নেই। তবে আমার দুজন ভক্ত আছেন, তারা আমার বাসায় আমার জন্মদিনে আসবেনই। তাদের কোনভাবেই না করা যায়না। এছাড়া পরিবারের সবাইতো থাকবেনই। কোন চ্যানেলেও যাওয়া হচ্ছেনা। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি সবার ভালোবাসা পাই, এমন ভালোবাসা নিয়েই সুস্থভাবে যেন বাঁচেত পারি। আর আমি দোয়া করি দ্রুত যেন বাংলাদেশ’সহ সারা বিশ^ করোনামুক্ত হোক। আমরা সবাই যেন সাধারণ জীবন যাপনে আবারো ফিরতে পারি। আমাদের গানের জগতেও যেন সুস্থতা ফিরে আসে।’ এরইমধ্যে ‘কাটবে যেদিন জীবন থেকে কালো আঁধার’ শিরোনামেন নতুন আরেকটি গানে কন্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। নতুন এই গানটি লিখেছেন জামাল হোসেন। গানটির সুর করেছেন অভি আকাশ এবং সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আলাউদ্দিন আলীর সুর সঙ্গীতে সিনেমাতে সামিনা চৌধুরী প্রথম প্লে-ব্যাক করেন আমজাদ হোসেনের ‘জন্ম থেকে জ¦লছি’ সিনেমায়। ২০০৬ সালে সামিয়া জামান পরিচালিত ‘রাণী কুঠির বাকি ইতিহাস’ সিনেমায় প্লে-ব্যাক করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন সামিনা চৌধুরী।