ক্যাপ্টেন মনসুর আলী চরিত্রে কাদেরী

অভিনেতা খলিলুর রহমান কাদেরী শ্যামবানেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে ক্যাপ্টেন মনসুর আলীর চরিত্রে অভিনয়ের করবেন বলে জানিয়েছেন তিনি। যদিও গেলো মার্চ মাসে বায়োপিকের শুটিং শুরু হবার কথা ছিলো। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে গেছে। খলিলুর রহমান কাদেরী বলেন, ‘আমার চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় জীবনের পথচলায় ক্যাপ্টেন মনসুর আলী চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবেই বিবেচনা করবো আমি। যারা আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চরিত্রটিতে অভিনয়ের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কারণ নিজেকে পর্দায় ক্যাপ্টেন মনসুর আলী হিসেবে দেখার প্রবল ইচ্ছে। সবকিছু ঠিক হয়ে গেলো ইনশাআল্লাহ বায়োপিকের কাজ শুরু হবে।’ এদিকে আজ বিকাল ৩টায় চ্যানেল আইতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশেষ নাটক ‘আল্লারাখা’ চ্যানেল আইতে প্রচার হবে। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কাদেরী। এছাড়াও এরইমধ্যে কাদেরী পূজার বিশেষ নাটক ‘মিস্টার অ্যা- মিসেস যন্ত্রণা’র কাজও শেষ করেছেন। শুরু করেছেন নতুন ধারাবাহিক ইমদাদুল হক খানের ‘নাটাই ঘুড়ি’র কাজ। এটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী। এছাড়াও আগামী মাস থেকে তিনি বসির আহমেদ ও ইভান মল্লিকের নির্দেশনায় আরো দুটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন।

১৯৭৫ সালে মেট্রিক পরীক্ষা দেবার আগে কাদেরী আশীষ খন্দকার, বিপুল ভট্টাচার্য, স্বপ্নকে নিয়ে গড়ে তোলেন নাট্যদল ‘মেঘদূত নাট্যসংস্থা’। এই দলের হয়েই মঞ্চে অভিনয় শুরু করেন কাদেরী। দর্শনীর বিনিময়ে তারাই প্রথম ১৯৭৯ সালে গাইবান্ধায় ‘নূরুলদীনের সারাজীবন’ নাটকটি মঞ্চস্থ করেছেন বলে জানিয়েছেন। ১৯৮১ সালে কাদেরী ঢাকায় চলে আসেন। তখন টানা ছয় বছর ‘আরন্যক’র হয়ে এবং পরবর্তীতে টানা নয় বছর ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র হয়ে মঞ্চে অভিনয় করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের তালিকাভুক্ত শিল্পী হন তিনি।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ৮ মহররম ১৪৪২, ২৮ আগস্ট ২০২০

ক্যাপ্টেন মনসুর আলী চরিত্রে কাদেরী

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেতা খলিলুর রহমান কাদেরী শ্যামবানেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে ক্যাপ্টেন মনসুর আলীর চরিত্রে অভিনয়ের করবেন বলে জানিয়েছেন তিনি। যদিও গেলো মার্চ মাসে বায়োপিকের শুটিং শুরু হবার কথা ছিলো। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে গেছে। খলিলুর রহমান কাদেরী বলেন, ‘আমার চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় জীবনের পথচলায় ক্যাপ্টেন মনসুর আলী চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবেই বিবেচনা করবো আমি। যারা আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চরিত্রটিতে অভিনয়ের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কারণ নিজেকে পর্দায় ক্যাপ্টেন মনসুর আলী হিসেবে দেখার প্রবল ইচ্ছে। সবকিছু ঠিক হয়ে গেলো ইনশাআল্লাহ বায়োপিকের কাজ শুরু হবে।’ এদিকে আজ বিকাল ৩টায় চ্যানেল আইতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশেষ নাটক ‘আল্লারাখা’ চ্যানেল আইতে প্রচার হবে। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কাদেরী। এছাড়াও এরইমধ্যে কাদেরী পূজার বিশেষ নাটক ‘মিস্টার অ্যা- মিসেস যন্ত্রণা’র কাজও শেষ করেছেন। শুরু করেছেন নতুন ধারাবাহিক ইমদাদুল হক খানের ‘নাটাই ঘুড়ি’র কাজ। এটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী। এছাড়াও আগামী মাস থেকে তিনি বসির আহমেদ ও ইভান মল্লিকের নির্দেশনায় আরো দুটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন।

১৯৭৫ সালে মেট্রিক পরীক্ষা দেবার আগে কাদেরী আশীষ খন্দকার, বিপুল ভট্টাচার্য, স্বপ্নকে নিয়ে গড়ে তোলেন নাট্যদল ‘মেঘদূত নাট্যসংস্থা’। এই দলের হয়েই মঞ্চে অভিনয় শুরু করেন কাদেরী। দর্শনীর বিনিময়ে তারাই প্রথম ১৯৭৯ সালে গাইবান্ধায় ‘নূরুলদীনের সারাজীবন’ নাটকটি মঞ্চস্থ করেছেন বলে জানিয়েছেন। ১৯৮১ সালে কাদেরী ঢাকায় চলে আসেন। তখন টানা ছয় বছর ‘আরন্যক’র হয়ে এবং পরবর্তীতে টানা নয় বছর ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র হয়ে মঞ্চে অভিনয় করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের তালিকাভুক্ত শিল্পী হন তিনি।