মৃত্যুবার্ষিকীতে

ফুলেল শ্রদ্ধায় জাতীয় কবিকে স্মরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় নেতারা সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা ফাতেহা পাঠ ও কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা বলেন, কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তা আমাদের মেধায় আছে, মননে আছে। কিন্তু তা কোন সরকারি গেজেটে নেই। অনেকের কথা থাকে, লিখিত রাখার কি দরকার আছে? আমরা তো জানিই যে তিনি জাতীয় কবি। সে কথাই যদি হতো, তাহলে কোথাও কোন লিখিত স্বীকৃতির প্রয়োজন হতো না। কোথাও কোন কাগজে লিখতে হতো না। স্বাক্ষর-সিলের কোন দরকার ছিল না। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, সে হিসেবেই তার স্বীকৃতি পাওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। শ্রদ্ধা জানানো শেষে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে প্রেরণার এক অসাধারণ উৎস কাজী নজরুল ইসলাম। স্বাধীনতা যুদ্ধের কঠিনতম সময়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছে নজরুলের গান ও কবিতা।’

এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সকাল ৭টায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন কালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন না, তিনি ছিলেন শান্তি ও সম্প্রীতির কবি। নজরুলের কীর্তি ও রচনা চর্চার মাধ্যমে আমরা আমাদের সাহিত্য অঙ্গনকে আরও এগিয়ে নেব।’

আওয়ামী লীগের পক্ষ হতে সকাল সাড়ে ৯টায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানানো শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আমাদের চেতনায় তিনি চির জাগরূক থাকবেন। তার অসাম্প্রদায়িক চেতনায় এ দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের মূল উৎপাটন করবো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। একইসঙ্গে নজরুলের চেতনায় সমৃদ্ধি ও সাম্যবাদী সমাজ বিনির্মাণ করব।’

বিএনপির পক্ষ থেকে নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ‘যখন গণতন্ত্রের কথা বলা হয়, তখন কবি কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করেন স্বেচ্ছায় নির্যাতন ভোগ করার। তিনি আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। দুঃশাসনের এ যুগের প্রতিটি ক্ষণে তিনি আমাদের এমনভাবে আচ্ছন্ন করে রেখেছেন, যেন এ দুঃসময় অতিক্রম করার জন্য, সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য তিনি আমাদের পাশেই আছেন। তিনি আছেন বলেই এ নিপীড়নের মধ্যেও আমরা মিছিল করছি, সত্য উচ্চারণ করছি। তিনি আছেন বলেই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি।’

কুমিল্লায় জাতীয় কবি নজরুলের

৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ স্মৃতি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিল্প-সাহিত্য সংগঠন। এসময় উপস্থিত ছিলেন সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নজরুল মৃত্যুবার্ষিকীতে

মালিকগঞ্জে বন্যার্তদের

ত্রাণ বিতরণ

প্রতিনিধি জানান, শিবালয় (মানিকগঞ্জ)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শিবালয়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। শিবালয় উপজেলার কবি ও কবিপত্নির স্মৃতি বিজরিত তেওতায় জমিদার বাড়ির প্রাঙ্গণে স্থাপিত নজরুল-প্রমীলা স্মৃতি মঞ্চে বেলা ১১টায় প্রমীলা-নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল আয়োজন করা হয়। মাহফিল শেষে স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি অজয় কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অন্যদের মধ্যে মাহ্ফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেখক-সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম খান, সংগিত শিল্পি নুরুল ইসলাম, ষাধন কুমার সাহা, ববিতা পন্ডিত, কবি রঞ্জন হালদার, সহিম উদ্দিন, শিক্ষক সরফরাজ আলী খান, আঙ্গুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহ্ফিল পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসেন।

image

গতকাল ফুলে ফুলে ঢাকা জাতীয় কবির সমাধি -সংবাদ

আরও খবর
২০২১ সাল নাগাদ প্রতিটি বাড়িই আলোকিত হবে
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণের হার বেড়েছে
পাবনায় ইউনিভার্সাল গ্রুপের বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা
মেয়াদোত্তীর্ণ বিদেশি কসমেটিকস বাজারজাত করছে এসপিএস
ভগ্নিপতির ওপর ক্ষোভ থেকে শিফা ও কামরুলকে হত্যা করে বাদল
মেয়র ও নগর আ’লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে তোলপাড়
জেএমবির সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি
ফখরুলের নাশকতা মামলায় স্থগিতাদেশ বহাল
নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ মামলা বিচারে বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন
সাংবাদিক ফরিদ জামিনে মুক্ত
ব্যবসায়ীদের মজুদ পাথর অপসারণে আদালতের নির্দেশ উপেক্ষিত

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ৮ মহররম ১৪৪২, ২৮ আগস্ট ২০২০

মৃত্যুবার্ষিকীতে

ফুলেল শ্রদ্ধায় জাতীয় কবিকে স্মরণ

image

গতকাল ফুলে ফুলে ঢাকা জাতীয় কবির সমাধি -সংবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় নেতারা সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা ফাতেহা পাঠ ও কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা বলেন, কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তা আমাদের মেধায় আছে, মননে আছে। কিন্তু তা কোন সরকারি গেজেটে নেই। অনেকের কথা থাকে, লিখিত রাখার কি দরকার আছে? আমরা তো জানিই যে তিনি জাতীয় কবি। সে কথাই যদি হতো, তাহলে কোথাও কোন লিখিত স্বীকৃতির প্রয়োজন হতো না। কোথাও কোন কাগজে লিখতে হতো না। স্বাক্ষর-সিলের কোন দরকার ছিল না। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, সে হিসেবেই তার স্বীকৃতি পাওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। শ্রদ্ধা জানানো শেষে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে প্রেরণার এক অসাধারণ উৎস কাজী নজরুল ইসলাম। স্বাধীনতা যুদ্ধের কঠিনতম সময়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছে নজরুলের গান ও কবিতা।’

এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সকাল ৭টায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন কালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন না, তিনি ছিলেন শান্তি ও সম্প্রীতির কবি। নজরুলের কীর্তি ও রচনা চর্চার মাধ্যমে আমরা আমাদের সাহিত্য অঙ্গনকে আরও এগিয়ে নেব।’

আওয়ামী লীগের পক্ষ হতে সকাল সাড়ে ৯টায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানানো শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আমাদের চেতনায় তিনি চির জাগরূক থাকবেন। তার অসাম্প্রদায়িক চেতনায় এ দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের মূল উৎপাটন করবো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। একইসঙ্গে নজরুলের চেতনায় সমৃদ্ধি ও সাম্যবাদী সমাজ বিনির্মাণ করব।’

বিএনপির পক্ষ থেকে নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ‘যখন গণতন্ত্রের কথা বলা হয়, তখন কবি কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করেন স্বেচ্ছায় নির্যাতন ভোগ করার। তিনি আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। দুঃশাসনের এ যুগের প্রতিটি ক্ষণে তিনি আমাদের এমনভাবে আচ্ছন্ন করে রেখেছেন, যেন এ দুঃসময় অতিক্রম করার জন্য, সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য তিনি আমাদের পাশেই আছেন। তিনি আছেন বলেই এ নিপীড়নের মধ্যেও আমরা মিছিল করছি, সত্য উচ্চারণ করছি। তিনি আছেন বলেই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি।’

কুমিল্লায় জাতীয় কবি নজরুলের

৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ স্মৃতি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিল্প-সাহিত্য সংগঠন। এসময় উপস্থিত ছিলেন সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নজরুল মৃত্যুবার্ষিকীতে

মালিকগঞ্জে বন্যার্তদের

ত্রাণ বিতরণ

প্রতিনিধি জানান, শিবালয় (মানিকগঞ্জ)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শিবালয়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। শিবালয় উপজেলার কবি ও কবিপত্নির স্মৃতি বিজরিত তেওতায় জমিদার বাড়ির প্রাঙ্গণে স্থাপিত নজরুল-প্রমীলা স্মৃতি মঞ্চে বেলা ১১টায় প্রমীলা-নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল আয়োজন করা হয়। মাহফিল শেষে স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি অজয় কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অন্যদের মধ্যে মাহ্ফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেখক-সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম খান, সংগিত শিল্পি নুরুল ইসলাম, ষাধন কুমার সাহা, ববিতা পন্ডিত, কবি রঞ্জন হালদার, সহিম উদ্দিন, শিক্ষক সরফরাজ আলী খান, আঙ্গুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহ্ফিল পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসেন।