পাবনায় ইউনিভার্সাল গ্রুপের বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

প্রায় ২৭০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে পাবনার ইউনিভার্সাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

মাসিক রিটার্ন যাচাই, বাজার যাচাই এবং ব্যাপক রাজস্ব ফাঁকি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউনিভার্সাল গ্রুপের ৪টি প্রতিষ্ঠান ১. ইউনিভার্সাল ফুড লিমিটেড, ২ তরঙ্গ প্যাকেজিং ৩. তরঙ্গ ট্রেডার্স ও ৪. রতœদ্বীপ রিসোর্ট পাবনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পাবনার একটি প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে গত ৯ জুলাই একযোগে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রতিষ্ঠানের রাজস্ব সংশ্লিষ্ট ব্যবসায়িক তথ্য উদ্ঘাাটনের স্বার্থে বেশ কিছু বাণিজ্যিক নথিপত্র বা দলিলাদি ও কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়।

উক্ত জব্দকৃত নথিপত্র যাচাই বাছাই করে এবং সিপিইউ থেকে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি উদ্ঘটিত হয়।

ইউনিভার্সাল গ্রুপের উক্ত প্রতিষ্ঠান ৪টি বিগত ২০১৫-’১৬ অর্থবছর থেকে ২০১৯-’২০ অর্থবছর পর্যন্ত (৫ বছর) মোট ২৬৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার ২৪৬ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।

এতো বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির বিপরীতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনার উপ-কর কমিশনার কর্তৃক ভ্যাট আইনে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে। ১২ জুলাই’২০২০ দায়েরকৃত মামলার সংখ্যা ৯টি এবং ১৫ জুলাই দায়েরকৃত মামলার সংখ্যা ৩টি।

এ ব্যাপারে পাবনা জেলা কাস্টামস এক্সাইজ ও ভ্যাট এর উপ-পরিচালক মো. জাহিদুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।

ইউনিভার্সাল গ্রুপের নির্বাহী পরিচালক সোহানী হোসেনকে এ ব্যাপারে জিজ্ঞাসার জন্য একধিকবার ফোন করার পরেও তিনি ফোন রিসিভ করেননি।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ৮ মহররম ১৪৪২, ২৮ আগস্ট ২০২০

পাবনায় ইউনিভার্সাল গ্রুপের বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা

প্রায় ২৭০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে পাবনার ইউনিভার্সাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

মাসিক রিটার্ন যাচাই, বাজার যাচাই এবং ব্যাপক রাজস্ব ফাঁকি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউনিভার্সাল গ্রুপের ৪টি প্রতিষ্ঠান ১. ইউনিভার্সাল ফুড লিমিটেড, ২ তরঙ্গ প্যাকেজিং ৩. তরঙ্গ ট্রেডার্স ও ৪. রতœদ্বীপ রিসোর্ট পাবনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পাবনার একটি প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে গত ৯ জুলাই একযোগে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রতিষ্ঠানের রাজস্ব সংশ্লিষ্ট ব্যবসায়িক তথ্য উদ্ঘাাটনের স্বার্থে বেশ কিছু বাণিজ্যিক নথিপত্র বা দলিলাদি ও কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়।

উক্ত জব্দকৃত নথিপত্র যাচাই বাছাই করে এবং সিপিইউ থেকে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি উদ্ঘটিত হয়।

ইউনিভার্সাল গ্রুপের উক্ত প্রতিষ্ঠান ৪টি বিগত ২০১৫-’১৬ অর্থবছর থেকে ২০১৯-’২০ অর্থবছর পর্যন্ত (৫ বছর) মোট ২৬৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার ২৪৬ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।

এতো বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির বিপরীতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনার উপ-কর কমিশনার কর্তৃক ভ্যাট আইনে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে। ১২ জুলাই’২০২০ দায়েরকৃত মামলার সংখ্যা ৯টি এবং ১৫ জুলাই দায়েরকৃত মামলার সংখ্যা ৩টি।

এ ব্যাপারে পাবনা জেলা কাস্টামস এক্সাইজ ও ভ্যাট এর উপ-পরিচালক মো. জাহিদুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।

ইউনিভার্সাল গ্রুপের নির্বাহী পরিচালক সোহানী হোসেনকে এ ব্যাপারে জিজ্ঞাসার জন্য একধিকবার ফোন করার পরেও তিনি ফোন রিসিভ করেননি।