মেয়র ও নগর আ’লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে তোলপাড়

রংপুর সিটি করপোরেশেনে বিভিন্ন পদে বিধিবহির্ভূত নিয়োগ প্রদান ও অনিয়মের অভিযোগে সময় টেলিভিশনে বিভ্রান্তিকর খবর পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিটি মেয়র মোস্তফা। অন্যদিকে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল সিটি মেয়রের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।

রংপুর সিটি করপোরেশনকে নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা নিয়ে নগরীতে তোলপাড় শুরু হয়েছে।

বুধবার রংপুর সিটি করপোরেশেনের হল রুমে সংবাদ সম্মেলন করেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। সংবাদ সম্মেলনে মেয়র সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন প্যানেল মেয়র টিটুসহ কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিটি মেয়র বিশাল ব্যানার টাঙ্গিয়ে সেখানে অভিযোগ করেন রংপুর সিটি করপোরেশন ও তাকে নিয়ে সময় টিভিতে প্রকাশিত দুটি প্রতিবেদনে উল্লেখিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সময় টিভিতে প্রচারিত দুটি সংবাদ বস্তুনিষ্ট নয় দাবি করে বলেছেন দুই জনের পরিবর্তে ১০ জনের নিয়োগের কথা বলে তাকে ব্ল্যাকমেইল করে বক্তব্য নেয়া হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেন। মেয়রের সংবাদ সম্মেলনে সময় টিভির প্রতিনিধি রদন সরকারের প্রশ্নবানে জর্জরিত হয়ে পড়েন মেয়র তবে তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারেননি। একই ভাবে আরো দুই সাংবাদিকের সুনিদৃষ্ট অভিযোগের উত্তর কৌশলে এড়িয়ে যান তিনি। মেয়রের ডাকা সংবাদ সম্মেলনে দুই শতাধিক সংবাদকর্মীর উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সমবায় মাকের্েেট পাল্টা সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী তুষার কান্তি মন্ডল। তিনি মহানগর উন্নয়ন ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন আহ্বান করেন। লিখিত বক্তব্যে রংপুর সিটি করপোরেশনে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপন করে এ ব্যাপারে পদক্ষেপ নেবার দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের ও মহানগর উন্নয়ন ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ৮ মহররম ১৪৪২, ২৮ আগস্ট ২০২০

রংপুর সিটি করপোরেশনে দুর্নীতি

মেয়র ও নগর আ’লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে তোলপাড়

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর সিটি করপোরেশেনে বিভিন্ন পদে বিধিবহির্ভূত নিয়োগ প্রদান ও অনিয়মের অভিযোগে সময় টেলিভিশনে বিভ্রান্তিকর খবর পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিটি মেয়র মোস্তফা। অন্যদিকে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল সিটি মেয়রের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।

রংপুর সিটি করপোরেশনকে নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা নিয়ে নগরীতে তোলপাড় শুরু হয়েছে।

বুধবার রংপুর সিটি করপোরেশেনের হল রুমে সংবাদ সম্মেলন করেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। সংবাদ সম্মেলনে মেয়র সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন প্যানেল মেয়র টিটুসহ কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিটি মেয়র বিশাল ব্যানার টাঙ্গিয়ে সেখানে অভিযোগ করেন রংপুর সিটি করপোরেশন ও তাকে নিয়ে সময় টিভিতে প্রকাশিত দুটি প্রতিবেদনে উল্লেখিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সময় টিভিতে প্রচারিত দুটি সংবাদ বস্তুনিষ্ট নয় দাবি করে বলেছেন দুই জনের পরিবর্তে ১০ জনের নিয়োগের কথা বলে তাকে ব্ল্যাকমেইল করে বক্তব্য নেয়া হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেন। মেয়রের সংবাদ সম্মেলনে সময় টিভির প্রতিনিধি রদন সরকারের প্রশ্নবানে জর্জরিত হয়ে পড়েন মেয়র তবে তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারেননি। একই ভাবে আরো দুই সাংবাদিকের সুনিদৃষ্ট অভিযোগের উত্তর কৌশলে এড়িয়ে যান তিনি। মেয়রের ডাকা সংবাদ সম্মেলনে দুই শতাধিক সংবাদকর্মীর উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সমবায় মাকের্েেট পাল্টা সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী তুষার কান্তি মন্ডল। তিনি মহানগর উন্নয়ন ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন আহ্বান করেন। লিখিত বক্তব্যে রংপুর সিটি করপোরেশনে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপন করে এ ব্যাপারে পদক্ষেপ নেবার দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের ও মহানগর উন্নয়ন ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।