চিতলমারীতে বৃষ্টি জোয়ারে চিংড়িঘের ও ফসলের ক্ষতি

বাগেরহাটের চিতলমারীতে সপ্তাহ ধরে বিরামহীন বৃষ্টি ও জোয়ারের পানিতে চিত্রা, বলেশ্বর ও মধুমতি নদীর স্বাভাবিকের তুলনায় ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। নদীর বাঁধ উপচে পানি গ্রাম ও মাঠে প্রবেশ করেছে। এতে উপজেলার ১০টি গ্রামসহ ফসলি জমি, মৎস্যঘের ডুবে গেছে। ভেঁসে গেছে চিংড়ি ও সাদামাছ। একইসঙ্গে পানের বরজ, টমেটোর বীজতলা,আখক্ষেত এবং সদ্যরোপিত আমনসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অপূরণীয় এই ক্ষতি পুষিয়ে নিতে চাষিরা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, আকস্মিক বৃষ্টি ও জোয়ারের পানিতে সবজি, বীজতলা, পান ও মরিচ চাষের প্রায় ৯৯৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মোট ১৩ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার সোহেল মো.জিল্লুর রহমান রিগান জানান, মৎস্য চাষিদের পুকুর ও ঘেরের ২৭৪ হেক্টর জমির চাষের মাছ ভেঁসে গেছে। যার ক্ষতির পরিমাণ ২৩ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকা বলে ধারণা করা হয়েছে। যদি পানি বৃদ্ধি পায় ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।

খড়মখলী গ্রামের অসীম বিশ্বাস, শ্যামপাড়া গ্রামের আবজাল শেখ ও আড়–য়াবর্নী গ্রামের আনিছ তরফদারসহ চাষিরা জানায়, দেশে করোনাভাইরাস আসার পর কাছে যে নগদ টাকা ছিল তা খরচ হয়ে গেছে। ধারদেনা করে মাছ ও সবজি চাষ করেছি যা ছিল বাঁচার শেষ সম্বল। হঠাৎ বৃষ্টি ও জোয়ারে তাও নষ্ট হয়ে গেছে! এখন বৌ-বাচ্চা নিয়ে বাঁচার পথ খুঁজে পাচ্ছি না। আমাদের এই অপূরণীয় ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

image
আরও খবর
আত্রাইয়ে বেড়িবাঁধের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ
৩ জেলায় নতুন শনাক্ত ৬৯
সুন্দরগঞ্জে শতাধিক পাম্প জব্দ করলেও থামেনি বালু উত্তোলন
তারাকান্দায় পুলিশের প্ররোচনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা
দশমিনায় সড়ক ভেঙে নদীতে বিলীন : যোগাযোগ বিচ্ছিন্ন
শ্বশুর বাড়িতে জামাই নিহত
শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রহরীকে হত্যা
সুধারামে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
শিবগঞ্জে ফেনসিডিল গ্রেফতার এক
সীতাকুণ্ডে বাস টার্মিনাল না থাকায় গাড়ি পার্কিংয়ে বিশৃঙ্খলা
ভোলায় জলোচ্ছ্বাসে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট বিধ্বস্ত
বই পড়ার আগ্রহ বাড়াতে আলোচনা

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

চিতলমারীতে বৃষ্টি জোয়ারে চিংড়িঘের ও ফসলের ক্ষতি

প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)

image

বাগেরহাটের চিতলমারীতে সপ্তাহ ধরে বিরামহীন বৃষ্টি ও জোয়ারের পানিতে চিত্রা, বলেশ্বর ও মধুমতি নদীর স্বাভাবিকের তুলনায় ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। নদীর বাঁধ উপচে পানি গ্রাম ও মাঠে প্রবেশ করেছে। এতে উপজেলার ১০টি গ্রামসহ ফসলি জমি, মৎস্যঘের ডুবে গেছে। ভেঁসে গেছে চিংড়ি ও সাদামাছ। একইসঙ্গে পানের বরজ, টমেটোর বীজতলা,আখক্ষেত এবং সদ্যরোপিত আমনসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অপূরণীয় এই ক্ষতি পুষিয়ে নিতে চাষিরা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, আকস্মিক বৃষ্টি ও জোয়ারের পানিতে সবজি, বীজতলা, পান ও মরিচ চাষের প্রায় ৯৯৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মোট ১৩ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার সোহেল মো.জিল্লুর রহমান রিগান জানান, মৎস্য চাষিদের পুকুর ও ঘেরের ২৭৪ হেক্টর জমির চাষের মাছ ভেঁসে গেছে। যার ক্ষতির পরিমাণ ২৩ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকা বলে ধারণা করা হয়েছে। যদি পানি বৃদ্ধি পায় ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।

খড়মখলী গ্রামের অসীম বিশ্বাস, শ্যামপাড়া গ্রামের আবজাল শেখ ও আড়–য়াবর্নী গ্রামের আনিছ তরফদারসহ চাষিরা জানায়, দেশে করোনাভাইরাস আসার পর কাছে যে নগদ টাকা ছিল তা খরচ হয়ে গেছে। ধারদেনা করে মাছ ও সবজি চাষ করেছি যা ছিল বাঁচার শেষ সম্বল। হঠাৎ বৃষ্টি ও জোয়ারে তাও নষ্ট হয়ে গেছে! এখন বৌ-বাচ্চা নিয়ে বাঁচার পথ খুঁজে পাচ্ছি না। আমাদের এই অপূরণীয় ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।