দশমিনায় সড়ক ভেঙে নদীতে বিলীন : যোগাযোগ বিচ্ছিন্ন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় টানা বর্ষণ ও নদীর পানির তোড়ে আলীপুরা ইউনিয়নের সূতাবাড়িয়া নদীর চাপে সড়ক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলার দশমিনা- গলাচিপা প্রধান পাকা সড়কের আলীপুর ইউনিয়নের ৫টি পয়েন্টে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙ্গে বিলীন হয়ে গেছে। এতে গলাচিপা উপজেলার সঙ্গে দশমিনা উপজেলার ৩ ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত বুধবার গভীর রাতে দশমিনা উপজেলা সদর থেকে আলীপুর ও রনগোপালদী ইউনিয়ন হয়ে গলাচিপার প্রধান সড়কের আলীপুরার খলিশাখালী এলাকার পাকা সড়কে ৫টি পয়েন্টে গর্তের সৃষ্টি হয়ে সড়ক বিলীন হয়ে যায়। এতে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। ফলে সুতাবাড়িয়া নদীর তীরবর্তী সড়কের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে ১৭ হাজার একর জমির আমন বীজতলা পানিতে ডুবে গেছে। এ ছাড়াও পুকুর ও ঘেরের প্রায় অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে। আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা ফয়সাল আহমেদ জানান, এই সড়কের ৫টি পয়েন্টে ভেঙ্গে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পরেছে। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মকবুল আহমেদ জানান, সড়ক ভেঙ্গে যাওয়ার খবর শুনে সহকারী প্রকৌশলী সহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ঘটনাটি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস জানান, সড়কটি দ্রুত মেরামত করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।

image
আরও খবর
আত্রাইয়ে বেড়িবাঁধের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ
৩ জেলায় নতুন শনাক্ত ৬৯
চিতলমারীতে বৃষ্টি জোয়ারে চিংড়িঘের ও ফসলের ক্ষতি
সুন্দরগঞ্জে শতাধিক পাম্প জব্দ করলেও থামেনি বালু উত্তোলন
তারাকান্দায় পুলিশের প্ররোচনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা
শ্বশুর বাড়িতে জামাই নিহত
শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রহরীকে হত্যা
সুধারামে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
শিবগঞ্জে ফেনসিডিল গ্রেফতার এক
সীতাকুণ্ডে বাস টার্মিনাল না থাকায় গাড়ি পার্কিংয়ে বিশৃঙ্খলা
ভোলায় জলোচ্ছ্বাসে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট বিধ্বস্ত
বই পড়ার আগ্রহ বাড়াতে আলোচনা

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

দশমিনায় সড়ক ভেঙে নদীতে বিলীন : যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

image

পটুয়াখালীর দশমিনা উপজেলায় টানা বর্ষণ ও নদীর পানির তোড়ে আলীপুরা ইউনিয়নের সূতাবাড়িয়া নদীর চাপে সড়ক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলার দশমিনা- গলাচিপা প্রধান পাকা সড়কের আলীপুর ইউনিয়নের ৫টি পয়েন্টে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙ্গে বিলীন হয়ে গেছে। এতে গলাচিপা উপজেলার সঙ্গে দশমিনা উপজেলার ৩ ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত বুধবার গভীর রাতে দশমিনা উপজেলা সদর থেকে আলীপুর ও রনগোপালদী ইউনিয়ন হয়ে গলাচিপার প্রধান সড়কের আলীপুরার খলিশাখালী এলাকার পাকা সড়কে ৫টি পয়েন্টে গর্তের সৃষ্টি হয়ে সড়ক বিলীন হয়ে যায়। এতে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। ফলে সুতাবাড়িয়া নদীর তীরবর্তী সড়কের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে ১৭ হাজার একর জমির আমন বীজতলা পানিতে ডুবে গেছে। এ ছাড়াও পুকুর ও ঘেরের প্রায় অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে। আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা ফয়সাল আহমেদ জানান, এই সড়কের ৫টি পয়েন্টে ভেঙ্গে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পরেছে। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মকবুল আহমেদ জানান, সড়ক ভেঙ্গে যাওয়ার খবর শুনে সহকারী প্রকৌশলী সহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ঘটনাটি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস জানান, সড়কটি দ্রুত মেরামত করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।